Connect with us

বড় রদবদল আইসিসি তালিকায়, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ থেকে। দীর্ঘ আট বছর পর ফের ফিরে আসছে এই প্রতিযোগিতা। আর ঠিক তার আগেই বড় ধাক্কা ক্রিকেট দুনিয়ায়।

প্রায় গোটা ক্রিকেট মহলকে চমকে দিয়ে সামনে এসেছে নতুন তথ্য। আইসিসির ক্রমতালিকায় ইতিমধ্যেই ঘটে গেছে বড় রদবদল। ওডিআই ক্রিকেটে ব্যাটারদের তালিকায় প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজমকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের ডান হাতি তরুণ ক্রিকেটার শুভমন গিল। অন্যদিকে বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খানকে টপকে গিয়ে শীর্ষে উঠে এসেছেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা।

স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রদ বদল নতুন করে উসকে দিয়েছে অনেক সম্ভাবনাই। সম্প্রতি দুরন্ত ফর্মে রয়েছেন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা কতখানি কাজে লাগাতে পারে ভারত সেটাও দেখার। তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি ক্রমতালিকার এই বদল কতটা ছাপ ফেলবে প্রতিযোগিতায় এখন সেটা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা