Connect with us

গৌতম গম্ভীরকে হুশিয়ারি দিলেন রবি শাস্ত্রী

রে স্পোর্টজের প্রতিবেদন: ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতা শুরুর আগেই ভারত-পাক মহারণের জন্য তৈরি হচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে সেই ম্যাচকে আলাদা করে দেখছেন না গৌতম গম্ভীর। তিনি বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একটা ম্যাচ খেলতে যাচ্ছি না আমরা। আবার এই ম্যাচকে ছোট করে দেখারও কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে এই ম্যাচটাও জেতা সমানভাবে গুরুত্বপূর্ণ।”

যদিও গম্ভীরের এই মতামতের সঙ্গে সহমত নন ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বলেছেন, “আমি সাত বছর কোচ ছিলাম। গম্ভীরের মতো আমিও বলতাম এটা আর পাঁচটা ম্যাচের মতোই। তবে জানতাম এই ম্যাচের গুরুত্ব কতটা। ম্যাচটা জেতার জন্যই মাঠে নামতে হবে। যদি সেটা না হয়, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে জয় না আসা পর্যন্ত, মানুষ সেটা মনে রাখবে।” এই প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রী বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে হার সবাই মনে রাখবে। অতীতে কী করেছ, সেটা মানুষ মনে রাখবে না। সেটা একজন ট্যাক্সি ড্রাইভার হোক কিংবা রাস্তার যে কেউ। একইভাবে প্রশ্ন ওঠে পাকিস্তানেও। সেই জন্যই এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা।” হাইব্রিড মডেল বিতর্কের পর, আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান বড় ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা