আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: প্রথম টেস্টে খেলবেন না কেন উইলিয়ামসন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড়সড় ধাক্কা কিউয়ি শিবিরে। চোটের জন্য খেলবেন না দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, কেনের চোট সারলেও এই মুহূর্তে রিহ্যাবের জন্য আরও বেশ কিছুটা সময় দরকার তাঁর। তাই সিরিজের শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। অপরদিকে নতুন অধিনায়কের নেতৃত্বে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ০-২ ফলাফলে সিরিজ হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেই সিরিজেই চোট পেয়েছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেন উইলিয়ামসন। সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। যদিও দলে রয়েছেন তিনি। প্রথমদিকে না খেললেও, নিউজিল্যান্ড বোর্ড থেকে জানানো হয়েছে পরের দিকে টেস্টগুলোতে নামবেন তিনি। সেই কারণেই প্রথমদিকে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই উইলিয়ামসনের পরিবর্তে মার্ক চ্যাপম্যানকে দলে নিয়ে ফেলেছে কিউয়িরা। ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট অভিষেক হতে পারে তাঁর। অপরদিকে সিরিজে নামার আগে অধিনায়ক বদলে ফেলছে নিউজিল্যান্ড। এই প্রথমবারের জন্য পূর্ণ অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। এছাড়াও প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাবেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। পরের দুই টেস্টে তাঁর পরিবর্ত হিসাবে খেলবেন ভারতীয় বংশোদ্ভূত ইশ সোধি।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: “অ্যাডিলেডের পিচ স্পিনারদের আদর্শ” মনে করছেন পিচ কিউরেটর দামিয়ান হাফ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে পিঙ্ক বলে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পিচে স্পিনারদের সুবিধে থাকায় হয়ত দলে ফিরতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে ভারতীয় ব্যাটারদের কাছে কঠিন হবে এই পিচে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে খেলা। তার আগে এই ম্যাচে স্পিনারদের ভূমিকা অপরিসীম সে কথা জানালেন অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ।
প্রথম টেস্টে পার্থে জসপ্রিত বুমরার অধিনায়কত্বে বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বাভাবিকই মানসিক দিক থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে কোহলি, যশস্বীরা। অপরদিকে ২০২০ সালে এই অ্যাডিলেডের মাঠেই, অধিনায়ক প্যাট কামিন্স এবং যশ হ্যাজলউডের দাপুটে বোলিংয়ের জেরে, মাত্র ৩৬ রানে অল আউট হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে সেই স্মৃতি ভুলে তারাও চাইবে ভাল প্রদর্শন করতে। তারই মাঝে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ জানিয়েছেন, “স্পিনারদের জন্য এই পিচটি হবে সবথেকে আদর্শ। ইতিহাস সাক্ষী রয়েছে অ্যাডিলেডে স্পিনাররা সবসময় সুবিধে পেয়ে থাকে”। এছাড়াও অ্যাডিলেডের আবহাওয়া নিয়ে একটু চিন্তায় রয়েছেন তিনি। দামিয়ান বলেন, “শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও আশা করছি শনিবার সকালের মধ্যে তা ঠিক হয়ে যাবে। ফলে যেটা টেস্ট ম্যাচের বাকি দিনগুলির জন্য ভাল খবর”। অপরদিকে প্রথম টেস্ট ম্যাচে জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টটি দিন-রাত্রির ম্যাচ হলেও, পুরানো কথা ভুলে ভারতের লক্ষ্য হবে জয়ের ধারাকে বজায় রাখা।
আন্তর্জাতিক ক্রিকেট
NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।
টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।
অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।
ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি