আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: প্রথম টেস্টে খেলবেন না কেন উইলিয়ামসন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড়সড় ধাক্কা কিউয়ি শিবিরে। চোটের জন্য খেলবেন না দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, কেনের চোট সারলেও এই মুহূর্তে রিহ্যাবের জন্য আরও বেশ কিছুটা সময় দরকার তাঁর। তাই সিরিজের শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। অপরদিকে নতুন অধিনায়কের নেতৃত্বে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ০-২ ফলাফলে সিরিজ হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেই সিরিজেই চোট পেয়েছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেন উইলিয়ামসন। সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। যদিও দলে রয়েছেন তিনি। প্রথমদিকে না খেললেও, নিউজিল্যান্ড বোর্ড থেকে জানানো হয়েছে পরের দিকে টেস্টগুলোতে নামবেন তিনি। সেই কারণেই প্রথমদিকে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই উইলিয়ামসনের পরিবর্তে মার্ক চ্যাপম্যানকে দলে নিয়ে ফেলেছে কিউয়িরা। ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট অভিষেক হতে পারে তাঁর। অপরদিকে সিরিজে নামার আগে অধিনায়ক বদলে ফেলছে নিউজিল্যান্ড। এই প্রথমবারের জন্য পূর্ণ অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। এছাড়াও প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাবেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। পরের দুই টেস্টে তাঁর পরিবর্ত হিসাবে খেলবেন ভারতীয় বংশোদ্ভূত ইশ সোধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version