আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: দেশের মাঠে সর্বনিম্ন রানের নজির গড়ল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির জন্য বাতিল হয়েছিল প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করলেন কিউয়ি পেসাররা। মাত্র ৪৬ রান করেই সাজঘরে ফিরল রোহিত বাহিনী। এরই সঙ্গে দেশের মাঠে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর করল টিম ইন্ডিয়া। শূন্য রানেই আউট হলেন দলের পাঁচজন ব্যাটার।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেই সিদ্ধান্তে অনড় থাকতে পড়লেন না তাঁরা। উইল ও’রুরকির সুইংয়ের সামনে রীতিমতো আত্মসমর্পণ করলেন বিরাট, রোহিতরা। একাধিক ব্যাটসম্যান আউট হন শূন্য রানেই তবে দুই অঙ্কের রানে পৌঁছন মাত্র দুজন ব্যাটার। যে দলটা ২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ১৮টা টেস্ট সিরিজ জিতেছে, পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, সেই দল নিজেদের ঘরের মাঠে এদিন সর্বনিম্ন রানের নজির গড়ল। এর আগে ঘরের মাঠে ভারতের সর্বনিম্ন রান ছিল ৭৫।
এর আগে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের কথা মনে আছে সকলেরই। এদিন ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল গোটা সময়টাই তাঁদের সেই আতঙ্কই তাড়া করেছে। তবে যেন তেনভাবে সেই লজ্জার নজির পার করেন পন্থ, কোহলিরা। মাত্র ২ রান করেই, সপ্তম ওভারে নিজের উইকেট খোয়ান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারপর একে একে সাজঘরে ফেরেন বিরাট কোহলি, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজারা। প্রত্যেকেই শূন্য রানে আউট হন। যদিও কিউয়িদের তাবর বোলিংয়ের সামনে রান তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। যার ফলে ইনিংসের সর্বোচ্চ ২০ এবং ১৩ রান করেন তাঁরা দুজনে। অপরদিকে পাঁচ উইকেট তুলে নেন ম্যাট হেনরি এবং চার উইকেট নেন উইল ও’রুরকি।
আন্তর্জাতিক ক্রিকেট
NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।
টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।
অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।
ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: ম্যাচের সেরা হয়েও সেই কৃতিত্ব কাকে দিচ্ছেন বুমরাহ? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পার্থের অপ্টাস স্টেডিয়ামে ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েছে ভারত। দলের অসাধারণ প্রদর্শনের ফলেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অপরদিকে দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়েছেন অধিনায়ক যশপ্রিত বুমরাহ। ফলে স্বাভাবিকই ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তবে যশস্বী জয়সওয়ালের দুরন্ত প্রদর্শনের জন্য সেই পুরস্কার তাকেই দিতে চান বুমরাহ।
প্রথমদিনের খেলায় মাত্র ১৫০ রানেই গুটিয়ে গেছিল ভারতের ইনিংস। সেখানে আটটি বল খেলেও রানের খাতা খুলতে ব্যার্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তারই সঙ্গে অজি ভূমিতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী। ফলে তাঁর এই প্রদর্শনে যথেষ্ট খুশি অধিনায়ক যশপ্রিত বুমরাহ। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা ওর প্রথম অস্ট্রেলিয়া সফর। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে নিজের খেলার ধরন বদলেছে যশস্বী। দ্বিতীয় ইনিংসে ও প্রথম দিকে ধরে খেলেছে। ফলে আমার চোখে এটাই ওর সেরা টেস্ট ইনিংস। আমি হলে ওকেই ম্যাচের সেরা বাছতাম”। অপরদিকে এই টেস্টে নিজের ছন্দ ফিরে পেয়েছেন বিরাট কোহলিও। দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন তিনিও। অনেকদিন বাদে বড় রান পেয়েছেন কোহলি। সেই বিষয়ে বুমরাহ বলেন, “অস্ট্রেলিয়ার উইকেট কোহলির থেকে ভাল আর কেউ বোঝে না। এটা ওর চার নম্বর অস্ট্রেলিয়া সফর। তবে কোহলি ভাল খেললেও বড় রান আসছিলনা তাঁর ব্যাট থেকে। প্রথম ইনিংসে দুর্দান্ত একটা বলে ও আউট হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে যে শুরুটা পেয়েছে সেটাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে কোহলি। ফলে সিরিজের শুরুতেই কোহলির শতরানে সুবিধেই হল আমাদের”।
অপরদিকে এই সিরিজে অভিষেক ঘটেছে নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার। তবে প্রথম হলেও নিজেদের ছাপ ছেড়ে গাছেন দুজনেই। দুই ইনিংসেই রান পেয়েছেন নীতীশ। অপরদিকে উইকেট পেয়েছেন হর্ষিতও। তাদের বিষয়ে বুমরাহ বলেছেন, “ওদের দেখে কখনোই মনে হয়নি যে ওরা প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে তাও আবার অস্ট্রেলিয়াতে। ওরা কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল এবং শুরু থেকেই ওদের আত্মবিশ্বাসও ছিল। ওদের মনে বিন্দুমাত্র ভয় ছিলনা। যেকারণেই নিজেদের সেরাটা দিতে পেরেছে ওরা”। অপরদিকে এর আগে পার্থে টেস্ট ম্যাচ খেললেও, স্টেডিয়াম ছিল অন্য। এই স্টেডিয়ামে প্রথমবার খেলতে নামল ভারত। পার্থের পিচে পেসাররা সাহায্য পেলেও এই পিচ সহজ ছিল বলেই মনে করেন তিনি। বুমরাহ জানিয়েছেন, “এর আগে ২০১৮-১৯ মরসুমের অস্ট্রেলিয়া সফরে পার্থে খেলেছিলাম। সেই পিচে অনেক বেশি গতি ছিল। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ আরও দ্রুত হয়েছিল। প্রথম দিন বোলারদের জন্য সুবিধা থাকলেও তৃতীয় দিনের পর রোদের কারণে পিচ ভাঙতে শুরু করে। যার কারণে পিচে অসমান বাউন্স দেখা যাচ্ছিল। তবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সফল হয়েছি”।
এর পরের ম্যাচটি হবে এডিলেডে। তবে লাল বলে নয়। হবে পিংক বলের দিবারাত্রি টেস্ট ম্যাচ। এর আগের বারের সফরে এই এডিলেডের মাঠেই দিবারাত্রি টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। যদিও এই মুহূর্তে বিশ্রাম নিয়ে দ্বিতীয় টেস্টের পরিকল্পনা করতে চান বুমরাহ। এমনটাই জানিয়েছেন তিনি। অপরদিকে পরবর্তী ম্যাচে দলে ফিরবেন রোহিত শর্মা। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে পিংক বলে অনুশীলন শুরু করেছেন তিনি। ফলে দলের এই অসামান্য প্রদর্শনে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে গোটা টিম সেটা বলাই যায়।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি