আন্তর্জাতিক ক্রিকেট
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি নিয়ে চিন্তায় ভারত
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। আজ প্রথন ম্যাচ মোহালিতে। ভারতীয় দলের সব থেকে বড় চিন্তা মোহালির আবহাওয়া নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা কখনও কখনও ২ বা ৩ ডিগ্রিতে নেমে আসে। যদিও এমন আবহাওয়া ভারতীয় পেসাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। তবে চিন্তার বিষয় হল কুয়াশা। অতিরিক্ত কুয়াশা থাকলে ব্যাটাররা ঠিক মত বল দেখতে পাবেন তো? আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। এখনও পর্যন্ত দল কী হবে তা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোহিত শর্মাদের হাতে রয়েছে তিনটি ম্যাচ। এই সিরিজ থেকেই দল বাছাই করতে হবে ভারতকে।
টি-টোয়েন্টি স্কোয়াদে ফিরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট ফিরলেও প্রথম ম্যাচে দলে থাকছেন না তিনি। এই তিন ম্যাচের পর আইপিএল থাকলেও সেখান থেকে টিম কম্বিনেশন বাছাই করা সম্ভব নয়। ভারতের হয়ে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গী হতে চলেছেন যশস্বী জয়সওয়াল। শুধু এক ম্যাচেই নয়, এই জুটিকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা হেড কোচ রাহুল দ্রাবিড়ের। বিরাট কোহলি না থাকায় প্রথম ম্যাচে তিনে নামার সম্ভাবনা শুভমন গিলের। ঈশান কিষাণের পরিবর্তে উইকেটকিপার ব্যাটারের দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। এই সিরিজে তার পারফরম্যান্সই বলে দেবে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা। আবহাওয়ার প্রতিকূলতাকে সামলে ভারতীয় দল কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার।
আন্তর্জাতিক ক্রিকেট
বাতিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ। খেলা হল না একটিও বল। সম্প্রতি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন ঘটনা সত্যিই বিরল।
অনবরত বৃষ্টি এবং মাঠের খারাপ অবস্থার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের একটিমাত্র টেস্ট ম্যাচ। দিল্লিতে চলছে অনবরত বৃষ্টি। প্রথম দিনের খেলাও বাতিল হয়েছিল সেই কারণেই। প্রবল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ থাকায় দ্বিতীয় দিনের খেলাও বাতিল হয়। এছাড়াও শহীদ বিজয় সিংহ পাঠিক স্পোর্টস কমপ্লেক্সের ড্রেনিং ব্যবস্থাও খুবই নিম্নমানের। আম্পায়াররা সিদ্ধান্ত নেন এই ম্যাচটি বাতিল করার।
এই নিয়ে ৮ নম্বর টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসের যেই টেস্ট ম্যাচটি বাতিল হয়েছে বিনা কোনো বল খেলে। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি একবিংশ শতাব্দীর প্রথম এমন ম্যাচ যেই ম্যাচটি বাতিল করা হয়েছে বৃষ্টির জন্য।
এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে “নয়ডাতে এখনো বৃষ্টি চলছে। সেই কারণের জন্যই টেস্ট ম্যাচটিও বাতিল করা হলো।”
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম টি-টোয়েন্টিতে জয় অস্ট্রেলিয়ার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ট্রাভিস হেডের এক ওভারে ৩০ রানের ঝড়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ইংল্যান্ডের।
ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও থামাতে পারেননি হেডের বিধ্বংসী ইনিংকে। ৫ নম্বর ওভারে বল করতে আসা স্যাম কারেনের ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান করেন হেড। কিছুদিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং আইপিএলে বেশিরভাগ ম্যাচেই এরম বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এছাড়াও এই ম্যাচে ২৩ বলে ৫৯ রান করেন হেড যার মধ্যে ছিল মোট ৮টি চার ও ৪টি ছক্কা।
১৯.৩ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করতে নেমে ইংল্যান্ড ক্যাপ্টেন সল্ট আউট হয়ে যান ১২ বলে ২০ রান করেই। গোটা ইংল্যান্ড দলের কেউ ভালো খেলতে না পারলেও, একজন প্লেয়ার যিনি ব্যাট, বল দুটোতেই ভালো করলেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। তিনি বল হাতে দিয়েছেন ২২ রান এবং নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৭ বলে ৩৭ রান। একক দক্ষতায় ম্যাচ এগিয়ে নিয়ে গেলেও শেষে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।
এই ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচ আগামীকাল। এবারে দেখার পরবর্তী ম্যাচে হেডকে রুখতে কি পরিকল্পনা করে নামে ইংল্যান্ড দল।
আন্তর্জাতিক ক্রিকেট
দল ঘোষণা বাংলাদেশের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে চলেছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ যার প্রথম টেস্ট। ম্যাচটি হবে চেন্নাইতে এবং দ্বিতীয় টেস্টটি হবে কানপুরে। তারই জন্য ১৬ জন ক্রিকেটারের নাম ঘোষণা করল বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁ-হাতি জোরে বোলার শরিফুল ইসলামের চোট থাকার জন্য তিনি এই টেস্ট দল থেকে বাদ পড়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক শতরানের ইনিংস খেলার জন্য এবারেও লিটন দাসের ওপরেই উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিকল্প কিপার হিসেবে থাকবেন জাকের আলি অনিক। এছাড়া বাকি ক্রিকেটাররা হলেন l- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সায়েদ খালেদ আহমেদ।
এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ২ নম্বর স্থানে। অন্যদিকে বাংলাদেশ ৯ নম্বরে। কিন্তু এই সিরিজে বাংলাদেশও কঠিন লড়াই দিতে প্রস্তুত কারণ তারা সদ্য পাকিস্তানকে হারিয়ে আসছে ভারতের বিরুদ্ধে খেলতে।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি