আন্তর্জাতিক ক্রিকেট

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি নিয়ে চিন্তায় ভারত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। আজ প্রথন ম্যাচ মোহালিতে। ভারতীয় দলের সব থেকে বড় চিন্তা মোহালির আবহাওয়া নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা কখনও কখনও ২ বা ৩ ডিগ্রিতে নেমে আসে। যদিও এমন আবহাওয়া ভারতীয় পেসাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। তবে চিন্তার বিষয় হল কুয়াশা। অতিরিক্ত কুয়াশা থাকলে ব্যাটাররা ঠিক মত বল দেখতে পাবেন তো? আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। এখনও পর্যন্ত দল কী হবে তা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোহিত শর্মাদের হাতে রয়েছে তিনটি ম্যাচ। এই সিরিজ থেকেই দল বাছাই করতে হবে ভারতকে।

টি-টোয়েন্টি স্কোয়াদে ফিরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট ফিরলেও প্রথম ম্যাচে দলে থাকছেন না তিনি। এই তিন ম্যাচের পর আইপিএল থাকলেও সেখান থেকে টিম কম্বিনেশন বাছাই করা সম্ভব নয়। ভারতের হয়ে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গী হতে চলেছেন যশস্বী জয়সওয়াল। শুধু এক ম্যাচেই নয়, এই জুটিকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা হেড কোচ রাহুল দ্রাবিড়ের। বিরাট কোহলি না থাকায় প্রথম ম্যাচে তিনে নামার সম্ভাবনা শুভমন গিলের। ঈশান কিষাণের পরিবর্তে উইকেটকিপার ব্যাটারের দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। এই সিরিজে তার পারফরম্যান্সই বলে দেবে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা। আবহাওয়ার প্রতিকূলতাকে সামলে ভারতীয় দল কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version