Connect with us

অন্যান্য খেলা

২০৩৬ অলিম্পিককে মাথায় রেখে ৬০০০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা গুজরাতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ২০৩৬ অলিম্পিকের কথা মাথায় রেখে গুজরাত সরকারের পক্ষ থেকে নেওয়া হল বড় পদক্ষেপ। ৬,০০০ কোটি টাকা মূল্যের ছয়টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য গঠন করা হয়েছে একটি আলাদা কোম্পানি। মঙ্গলবার সামনে আসা তথ্য অনুযায়ী গুজরাত অলিম্পিক প্ল্যানিং এন্ড ইনফ্রাসট্রাকচার কর্পোরেশন লিমিটেড নামের কোম্পানিটি গঠিত হয়েছে তিন মাস আগে। গুজরাতের এক সরকারি আধিকারিকের বয়ান থেকে জানা গেছে ইতিমধ্যে একটি বোর্ড মিটিংও অনুষ্ঠিত হয়ে গিয়েছে।

মঙ্গলবার গান্ধীনগরে গুজরাত ট্রেড শো ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানেই সরকারিভাবে ঘোষণা করা হয় কোম্পানির কথা। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “নিজের দেশে অলিম্পিক আয়োজনের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মনের মধ্যে পোষণ করেছেন তাকে বাস্তবে রূপ দেওয়ার কথা মাথায় রেখেই আমেদাবাদের মোতেরা অঞ্চলে ৩৫০ একর জমির উপর অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সকে আরও উন্নত করার কথা আমরা ভেবেছি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এখানে মোট ৬টি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ইচ্ছে রয়েছে। বিডিংয়ের মাধ্যমে বিভিন্ন ফার্মকে এই কাজে নিযুক্ত করা হবে। তাদের উপর দায়িত্ব থাকবে জায়গাটির পর্যবেক্ষণের পাশাপাশি কমপ্লেক্সের ক্রীড়া পরিকাঠামোর খসড়া নির্মাণ করার। আমরা আশা রাখছি আগামী ২০৩০ এর মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। যাতে ২০৩৬ অলিম্পিকে ভারত আয়োজক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে।” গত বছর ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্ট রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে দুবার সাক্ষাৎ করেছিলেন এই বিষয়ে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুরন্ত ফর্ম অব্যাহত । দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছে গেলো ভারত।

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ভারত ইতিমধ্যেই চিনকে ৩-০, জাপানকে ৫-০ এবং গতবারের ফাইনাল খেলা মালেশিয়াকে ৮-১ গোলে হারিয়েছে। এর পর কোরিয়াকে হারিয়ে হিরো হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের টিকিট পাকা করল হারমানপ্রীত ব্রিগেড। আরাইজিৎ সিংহের ৮ মিনিটের গোলে এগিয়ে যায় ভারত। এরপর ৯ ও ৪৩ মিনিটে ভারতের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হারমানপ্রীত সিং। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৩০ মিনিটে জিহুন ইয়াংয়ের পেনাল্টি কর্নার থেকে।

শনিবার গ্রুপ লিগের নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেমিফাইনাল খেলা হবে ১৬ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। এখন জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই লক্ষ্য ভারতের।

Continue Reading

অন্যান্য খেলা

২০২৪ ডায়মন্ড লিগের ফাইনালে নিরাজ চোপড়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্যারিস অলিম্পিকের রুপো জয়ী নিরাজ চোপড়া কোয়ালিফাই করলেন ২০২৪ ডায়মন্ড লিগ ফাইনালে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বেলজিয়ামের ব্রাসেলসে। ভারতের “গোল্ডেন বয়” নিরাজ চোপড়ার লক্ষ্য এখন সিজন শেষে আরেকটি ট্রফি জয় করা।

প্যারিস অলিম্পিকে রুপো পেলেও এই মরসুমের প্রথম থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন নিরাজ। তবে তিনি জানিয়েছেন, “আমার প্রথম লক্ষ্য হল ডাক্তারের কাছে যাওয়া, চোটের সমস্যার সমাধান করা এবং যতো তাড়াতাড়ি সম্ভব নিজেকে ১০০% ফিট করে ফেরা”

Continue Reading

অন্যান্য খেলা

প্যারিসে জোড়া সোনা ভারতের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সোমবার প্যারিসে পদকের বন্যা ভারতের। একই দিনে জোড়া স্বর্ণ পদক সহ ৭টি পদক জয় ভারতীয় প্যারা অ্যাথলিটরা। সোমবার ভারতকে প্যারিস প্যারালিম্পিকের দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন ২৯ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় নীতেশ কুমার। প্রথমবার প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেই সোনা জিতলেন নীতেশ। তারপর রাতে সুমিত আন্তিলের হাত ধরে এল ভারতের তৃতীয় স্বর্ণ পদক। ফাইনালে ৭০.৫৯ মিটার দুরত্বে জ্যাভলিন ছুঁড়ে জয় নিশ্চিত করেন তিনি।

একই দিনে মহিলাদের ব্যাডমিন্টনে আরও দুটি পদক আনলেন তুলসীমতি মুরুগেসন এবং মনীষা রামদাস। মহিলাদের ব্যাডমিন্টনের এসইউ-৫ বিভাগে রুপো পেলেন তুলসীমতি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মনীষা।

অন্যদিকে, ডিসকাস থ্রোয়ে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। প্যারিস অলিম্পিক্সে ব্যর্থতার পর, প্যারালিম্পিক্সে একের পর এক পদকে ঝুলি ভর্তি হচ্ছে ভারতের। পুরুষদের ডিসকাস থ্রো এর এফ-৫৬ বিভাগে নেমেছিলেন যোগেশ কাঠুনিয়া৷ টোকিওতেও একই বিভাগে দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এবার লক্ষ্য ছিল সোনার। কিন্তু একটুর জন্য স্বপ্ন পূরণ হল না। প্রথম থ্রো-তেই ৪২.২২ মিটার অতিক্রম করেন যোগেশ। ৪৬.৮৬ মিটার দুরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লাউডিনি বাতিস্তা। পাশাপাশি হাই জাম্পে রুপো জিতেছেন নিশাদ কুমার। টোকিও থেকে প্যারিস, পদকের রঙ বদলায়নি নিশাদেরও। পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো জিতেছেন তিনি। একটা হাত নেই নিশাদের, তাও পরপর দুটো গেমসে রুপো জিতলেন তিনি। অন্যদিকে তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন শীতল দেবী ও রাকেশ কুমার।

Continue Reading

Trending