অন্যান্য খেলা

২০৩৬ অলিম্পিককে মাথায় রেখে ৬০০০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা গুজরাতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ২০৩৬ অলিম্পিকের কথা মাথায় রেখে গুজরাত সরকারের পক্ষ থেকে নেওয়া হল বড় পদক্ষেপ। ৬,০০০ কোটি টাকা মূল্যের ছয়টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য গঠন করা হয়েছে একটি আলাদা কোম্পানি। মঙ্গলবার সামনে আসা তথ্য অনুযায়ী গুজরাত অলিম্পিক প্ল্যানিং এন্ড ইনফ্রাসট্রাকচার কর্পোরেশন লিমিটেড নামের কোম্পানিটি গঠিত হয়েছে তিন মাস আগে। গুজরাতের এক সরকারি আধিকারিকের বয়ান থেকে জানা গেছে ইতিমধ্যে একটি বোর্ড মিটিংও অনুষ্ঠিত হয়ে গিয়েছে।

মঙ্গলবার গান্ধীনগরে গুজরাত ট্রেড শো ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানেই সরকারিভাবে ঘোষণা করা হয় কোম্পানির কথা। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “নিজের দেশে অলিম্পিক আয়োজনের যে স্বপ্ন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মনের মধ্যে পোষণ করেছেন তাকে বাস্তবে রূপ দেওয়ার কথা মাথায় রেখেই আমেদাবাদের মোতেরা অঞ্চলে ৩৫০ একর জমির উপর অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সকে আরও উন্নত করার কথা আমরা ভেবেছি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এখানে মোট ৬টি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ইচ্ছে রয়েছে। বিডিংয়ের মাধ্যমে বিভিন্ন ফার্মকে এই কাজে নিযুক্ত করা হবে। তাদের উপর দায়িত্ব থাকবে জায়গাটির পর্যবেক্ষণের পাশাপাশি কমপ্লেক্সের ক্রীড়া পরিকাঠামোর খসড়া নির্মাণ করার। আমরা আশা রাখছি আগামী ২০৩০ এর মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। যাতে ২০৩৬ অলিম্পিকে ভারত আয়োজক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে।” গত বছর ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্ট রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে দুবার সাক্ষাৎ করেছিলেন এই বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version