Connect with us

অন্যান্য খেলা

২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে ঘোর অনিশ্চয়তা

Published

on

২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজিত হওয়ার কথা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এর আগে ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল গোল্ড কোস্ট। প্রথমে গেমস আয়োজনে উৎসাহী থাকলেও এখন তারা পিছু হটছে। মেয়র চাইলেও ডেপুটি মেয়র এবং বাকিদের আপত্তিতে শেষ পর্যন্ত ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল গোল্ড কোস্ট। ফলে আদৌ প্রতিযোগিতা হবে কি না তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্য কোনও শহর গেমস আয়োজনে রাজি না হলে বাতিলও করা হতে পারে বলে আশঙ্কা আয়োজকদের। শুধু ২০২৬ নয়, ২০৩০ সালের জন্যেও কোনও আয়োজক শহর পাওয়া যাচ্ছে না।

অন্যান্য খেলা

অলিম্পিকে নাগাল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক  – প্যারিস অলিম্পিকে নামার যোগ্যতা অর্জন করলেন ভারতের সুমিত নাগাল। এটিপি ক্রমতালিকায় সব থেকে উপরে থাকা ভারতীয় টেনিস খেলোয়াড় তিনি।

নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন,”সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে যাওয়ার সরকারি ছাড়পত্র আমি পেয়ে গেছি। এটি আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ অলিম্পিক সবসময় আমার মনের বিশেষ জায়গায় রয়েছে।”

প্রসঙ্গত নাগাল অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ফেভারিট ছিলেন। এর প্রধান কারণ, ক্রমতালিকায় তাঁর থেকে উপরে থাকা বেশ কিছু টেনিস খেলোয়াড় অলিম্পিক থেকে নাম তুলে নিচ্ছিলেন। ফলে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আগামী ৪ জুলাই সরকারিভাবে যখন নতুন লিস্ট বার করবে তাতে সুমিতের নাম থাকা শুধু সময়ের অপেক্ষা।

Continue Reading

অন্যান্য খেলা

ইতিহাস গড়লেন গুকেশ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব দাবায় ইতিহাস লিখলেন ভারতীয় দাবারু ডি গুকেশ। কানাডায় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজয়ীকে চ্যালেঞ্জের যোগ্যতা অর্জন করলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ভারতীয় দাবারুদের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিশ্বনাথন আনন্দ। ১৪ রাউন্ডের প্রতিযোগিতার পর ভারতীয় সময় সোমবার ভোরে চ্যাম্পিয়ন হন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানাবেন গুকেশ। লিরেনকে হারাতে পারলে কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হবেন তিনি।

Continue Reading

অন্যান্য খেলা

অলিম্পিকের আগে ফরাসি ওপেন জিতে ভরসা দিচ্ছেন সাত্ত্বিক-চিরাগ…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কআসন্ন অলিম্পিক গেমসের আগে ভারতীয় ক্রীড়া প্রেমীদের স্বপ্ন দেখাচ্ছেন ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। দ্বিতীয়বারের জন্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন তাঁরা। স্ট্রেট গেমে মাত্র ৩৭ মিনিটে জয়লাভ করল এই জুটি। ২১-১১, ২১-১৭ ফলাফলে তাঁরা হারালেন প্রতিপক্ষ চাইনিজ তাইপে জুটি লি ঝে ও হুয়েই ইয়াংকে। 

ফাইনালে নামা থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সাত্ত্বিক-চিরাগকে। প্রথম গেমের শুরুতে লড়াই তুল্য মূল্য হলেও, অষ্টম পয়েন্ট থেকে এগিয়ে যায় এই ভারতীয় জুটি। প্রথমে ৮-৪ এবং তারপরে বাড়িয়ে ব্যবধান ১১-৫ করে নেন তাঁরা। এরপরে ধীরে ধীরে ১৫-৮, ১৮-১০ থেকে শেষ পর্যন্ত ২১-১১ প্রথম গেম জিতে যান চিরাগেরা।

যদিও দ্বিতীয় গেমে ভারতীয় দুটিকে ভালোই লড়াই দেন চাইনিজ তাইপের লি ঝে ও হুয়েই ইয়াং। একসময় ১৩-১১ ফলে এগিয়েছিলেন তাঁরা। তবে বিশ্বের এক নম্বর ভারতীয় পুরুষ জুটি অনবদ্য কাম ব্যাক করে। পরপর ছটি পয়েন্টের মধ্যে পাঁচটি জেতেন সাত্ত্বিকেরা। তারপর একবার লিড নেওয়ার পরে আর পেছনে ফিরে তাকাননি তাঁরা। ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে দ্বিতীয়বারের জন্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। 

Continue Reading

Trending