Connect with us

ফুটবল

লিগের দ্বিতীয় ড্র। গোকুলাম কেরালার কাছে আটকে গেল মহামেডান স্পোর্টিং

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে গোকুলাম কেরালার মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জিতে লিগ তালিকায় শীর্ষে থেকেই মাঠে নেমেছিল সাদা কালো ব্রিগেড। এডি, এলেক্সিসদের সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন চেরনিশভ। ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান ইরশাদ। তার জায়গায় দলে সুযোগ করে নেন সামাদ আলি। ম্যাচের প্রথম কোয়ার্টারে এন্ড টু এন্ড ফুটবলে দুই দলই গোলের খোঁজে ছিল। ২৯ মিনিটের মাথায় সবচেয়ে সহজ সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে সুন্দর বল পেয়েও শট নিতে দেরি করে ফেলেন এলেক্সিস।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচের বয়স যখন ৪০ মিনিট এলেক্সিসের বাঁক খাওয়ানো কর্ণার বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়িয়ে যায়। এক গোলে আগুয়ান মহামেডান স্পোর্টিং আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এগিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এডির হেড। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান স্পোর্টিং। তবে পিছিয়ে থাকেনি গোকুলাম কেরালা। একের পর এক আক্রমণ তুলে আনে মহামেডান স্পোর্টিং রক্ষণে। ৫৩ মিনিটের মাথায় বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় গোকুলাম কেরালা। এডু বেডিয়ার শট গোলে থাকলে বিপদে পড়তে পারতেন মহামেডান স্পোর্টিংয়ের গোলরক্ষক পাদাম ছেত্রী। ৫৬ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে।

পরপর দুবার সমতায় ফেরার সুযোগ নষ্ট করে গোকুলাম কেরালার ফুটবলাররা। অবশেষে ৬৪ মিনিটে দলকে সমতায় ফেরান শ্রীকুট্টান। অনবদ্য শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচে সমতা ফেরার দু’মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও বল জালে জড়াতে ব্যর্থ হন এডি। তবে ম্যাচে সমতায় ফেরার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে গোকুলাম কেরালা। সাদা কালো ব্রিগেডের আত্মবিশ্বাসী রক্ষণে বারবার বাঁধা পায় গোকুলাম কেরালার আক্রমণ। ম্যাচের ভাগ্য বদলাতে ৭৭ মিনিটের মাথায় এডির পরিবর্তে মাঠে আসেন ডেভিড। ৮১ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। দলের হয়ে অনিবার্য পতন রোধ করলেন গোলরক্ষক পাদাম ছেত্রী। রক্ষণের ভুলেই বল পেয়ে যান বিপক্ষ দলের ফুটবলার ফ্রান্সিস্কো বর্জেস। গোলের গন্ধ পেয়ে একেবারে দূরপাল্লার শট রেখেছিলেন তিনকাঠিতে। গোলরক্ষকের একক দক্ষতায় সে যাত্রায় রক্ষা পায় সাদা কালো ব্রিগেড।

পরিবর্ত হয়ে এসে কাজের কাজটাও করে ফেলেছিলেন ডেভিড। ম্যাচের নির্ধারিত সময়ের বাকি তখন প্রায় পাঁচ মিনিট। বক্সের মধ্যে ঢুকে পড়ে বাম প্রান্ত থেকে গোল লক্ষ্য করে শট রাখেন। আবারও গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষকের দস্তানা। দেভাংসের বিশ্বস্ত হাতে রক্ষা পায়ে গোকুলাম কেরালা। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবেই ম্যাচ শেষ হয়। শেষ বাঁশি বাজার আগেও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দু’পক্ষ।

আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনেই হ্যাটট্রিক লিওনেল মেসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের জার্সি পরে আরও একবার জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হ্যাটট্রিক করার পাশাপাশিই গোলের বলও বাড়ালেন তিনি। তাছাড়াও গোল পেলেন মার্টিনেজ, আলভারেজ এবং আলমাডা। ফলে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে স্বস্তির মেজাজ এখন বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে।

প্রায় এক বছর বাদে ঘরের মাঠে নিজের দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামেলেন মেসি এবং ফিরেই নিজের জাত চেনাতে ভুললেননা তিনি। সদ্য চোট সরিয়ে ফিরেই সমর্থকদের হ্যাটট্রিক উপহার দিলেন এলএম টেন। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি মেসি’ ধ্বনিতে মাতোয়ারা। এই ভালবাসা পেয়ে ম্যাচের পর সে কথা বলতেও দ্বিধাবোধ করলেন না তিনি। তিনি বলেন, “দেশের মাটিতে খেলতে সত্যিই খুব ভালো লাগে। এখানে অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওরা আমায় যেভাবে উৎসাহিত করে তাতে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। এর ফলে আমরা দরুন উৎসাহ পাই”।

মঙ্গলবার রাতে, আর্জেন্টিনার এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর দল মুখোমুখি হয়েছিল বলিভিয়ার। যেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডদের রুখতে পায়ের ঘাম মাথায় উঠছিল বলিভিয়ার ফুটবলারদের। তবে ম্যাচ শেষে সেই একই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় মেসির দিকে। ২০২৬ বিশ্বকাপে কি দেশের হয়ে খেলবেন তিনি? সেই প্রশ্নের উত্তরে মেসি জানান, “মানুষের ভালোবাসা দেখে আজকাল আরও আবেগপ্রবণ হয়ে পরি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু নির্ধারণ করিনি আমি তবে এই ম্যাচগুলো হয়ত আমার জীবনের শেষের দিকের ম্যাচ”।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA Nations League: আটকে গেল পর্তুগাল; কোয়ার্টারে স্পেন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগে আটকে গেল রোনাল্ডোরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পর্তুগাল। অন্যদিকে এই ড্রয়ের ফলে, টানা পাঁচ ম্যাচ হারের লজ্জা বাঁচাল স্কটল্যান্ড। অন্যদিকে সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করল স্পেন।

ঘরের মাঠে স্কটল্যান্ডের ড্র করার পিছনে অন্যতম কারিগর তাদের গোলরক্ষক ক্রেগ গর্ডন। ব্রুনো ফার্নান্ডেসের গোলমুখী শট না রুখতে পারলে পুরো তিন পয়েন্ট পেয়ে যেত পর্তুগাল। যদিও ড্র করেও গ্রুপ শীর্ষেই রইল ব্রুনোরা। অপরদিকে ২১৬তম ম্যাচে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশিরভাগ সময় তাঁকে দেখা যায় রেফারির সিদ্ধান্তে অখুশি থাকতে।

অপরদিকে গ্রুপপর্যায়ের দুই ম্যাচ বাকি থাকতেই ১০ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলল স্পেন। ম্যাচের শুরুর ৫ মিনিটেই, লাপোর্তের হেড থেকে করা গোলে এগিয়ে যায় তারা। তারপর ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি মিস করলেও, পরে ম্যাচের ৬৫ মিনিটে বক্সের ভিতর থেকে গোল করে ব্যবধান বাড়ান মোরাতা। অবশেষে ৭৮ মিনিটে বেইনার ফ্রি কিক থেকে করা গোলে, ঘরের মাঠে ৩-০ গোলে সার্বিয়াকে পরাস্ত করে স্পেন।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

NATIONS LEAGUE 2024: এমবাপে ছাড়াই বেলজিয়াম বধ ফ্রান্সের। শেষ আটে জায়গা পাকা জার্মানির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে জমে উঠেছে শেষ আটে ওঠার লড়াই। গ্রুপ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের দিকে। যার মধ্যে লিগ “এ” গ্রুপ ২ থেকে অনেকটাই এগিয়ে গেল ইতালি ও ফ্রান্স। চাপের মুখে বেলজিয়াম। অন্যদিকে লিগ “এ” গ্রুপ ৩ থেকে দু ম্যাচ বাকি থাকতেই শেষ আটের জায়গা পাকা করে ফেললো জার্মানি।

সোমবার নেশনস লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। যেখানে দুই দলেই ছিলনা তাদের তারকা ফুটবলাররা। এমবাপেকে ছাড়া ফ্রান্স এবং ডি ব্রুইনে, লুকাকুকে ছাড়া নেমেছিল বেলজিয়াম। ম্যাচের শেষ ১৫ মিনিট দশ জনে খেলেও ২-১ গোলে জিতল ফ্রান্স। এই ম্যাচে নিজের জাত চেনালেন ফ্রান্সের কোলো মুয়ানি। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু প্রথমার্ধের প্রায় শেষের দিকে ওপেন্দার করা গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচের ৬২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সেই কোলো মুয়ানি। অপরদিকে ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ফ্রান্সের মিডফিল্ডার চুয়ামেনি। কিন্তু তারপর অনেক সময় থাকলেও গোল করতে পারেনি বেলজিয়াম ফুটবলাররা। ফ্রান্সের গোলপোস্টের তলায় মাইক মেনিওঁর অপ্রতিরোধ্য হয়ে ওঠায় ম্যাচ যেতে তাঁরা।

অপরদিকে লিগ “এ” গ্রুপ ৩এ আলিয়ান্স এরেনায় ১-০ গোলে ম্যাচ যেতে জার্মানি। গোটা ম্যাচেই নিরন্তন দাপট থাকে জার্মান ফুটবলারদের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে, ঘরের মাঠে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তিনজন কিংবদন্তি ফুটবলার থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার এবং ইলকায় গুন্দোগান। তবে টনি ক্রুসের থাকার কথা থাকলেও, নিজের অ্যাকাডেমির ম্যাচের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেখানে তাঁদের বিশেষ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। প্রাক্তন তারকাদের উপস্থিতিতে ম্যাচ জিতল জার্মানির তরুণ ফুটবলাররা। ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন এই ম্যাচেই অভিষেক হওয়া জেমি লেয়েলিং। এই জয়ের ফলে জার্মানির হলো ৪ ম্যাচে ১০ পয়েন্ট। ফলে নেশনস লিগে শেষ আটে চলে গেল কিমিচরা।

Continue Reading

Trending