Connect with us

আইএসএল

বড় ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারাল মুম্বই সিটি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের অবস্থান অনুযায়ী বেঙ্গালুরুর থেকে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল মুম্বই সিটি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিতর্কিত জয় তারপর চারটি ম্যাচে ড্র, একটিতে হার। পয়েন্ট নষ্ট করতে করতে কোণঠাসা হয়ে পড়েছে বেঙ্গালুরু এফসি। আজ মুম্বইয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেই মাঠে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। মুম্বই সিটি এফসির হাই প্রেসিং খেলায় কার্যত উড়ে গেল বেঙ্গালুরু এফসি। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় মুম্বইয়ের ফুটবলাররা।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই এল খায়াতির গোলে এগিয়ে যায় মুম্বই। গ্রেগ স্টুয়ার্টের বাড়ানো বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জাল জড়িয়ে দেন তিনি। ৩০ মিনিটের মাথায় আকাশ মিশ্রর ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই আরও বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মুম্বই। ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে পারেনি তারা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সুযোগ চলে এসেছিল সুনীল ছেত্রীর কাছে। বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান কমাতে পারত বেঙ্গালুরু। ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বেঙ্গালুরু এফসি।

শুরু থেকেই গোলের জন্য আক্রমণের ঝাঁঝ বাড়ান সুনীল ছেত্রীরা। কিন্তু একের পর এক গোলমুখী আক্রমণ ভোঁতা হয়ে যায় মুম্বই সিটির রক্ষণের কাছে। ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুকে প্রায় ম্যাচ থেকে ছিটকে দেন পেরেরা দিয়াজ। ঠান্ডা মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে গোল করেন পেরেরা দিয়াজ। চাপের মাথায় আরও একবার ভুল করে বসে বেঙ্গালুরুর রক্ষণভাগ। ৬০ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকাশ মিশ্রকে ফাউল করে ম্যাচের দ্বিতীয় পেনাল্টিটি উপহার দেয় মুম্বই সিটিকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ছাংতে।

একই ম্যাচে চারজন আলাদা আলাদা গোলদাতা। এভাবেই গোটা ম্যাচে বেঙ্গালুরু এফসির উপর আধিপত্য বজায় রাখল মুম্বই। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেননি সুনীল ছেত্রীরা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হয়ে আসা মনিরুল মোল্লাও কিন্তু শেষ দিকে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমাতে সক্ষম হননি কেউই। ০-৪ গোলে মুম্বই সিটি এফসির কাছে হেরে লিগের দৌড়ে আরও পিছিয়ে পড়ল বেঙ্গালুরু এফসি। সুনীলদের হারিয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রইল মুম্বই।

আইএসএল

ISL 2024/25: আলাদিনের শেষ মুহূর্তের গোলে মহামেডানকে হারাল নর্থইস্ট

Published

on

সৌরভ মুখার্জী: সোমবার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল সাদা-কালো জনতার। টিকিটের চাহিদাও ছিল অনেক। নিজেদের প্রিয় দলকে প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে দেখার জন্য মাঠ ভরাতে মরিয়া ছিলেন সমর্থকেরা। গোটা ম্যাচে সমানে সমানে টক্কর দিয়েও, ম্যাচের একদম শেষ মুহূর্তে আলাদিন আজারীর গোলে ০-১ গোলে ম্যাচ হারতে হল মহামেডানকে।

সোমবার নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছিল মহামেডান। আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টের খেলোয়াড়রাও। ম্যাচের ৯ মিনিটের মাথায় জিতিনের বাড়ানো বল থেকে প্রায় গোলের দরজা খুলে ফেলেছিলেন গুইলেরমো ফার্নান্দেজ। তারপর আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৪১ মিনিটে রেমসাঙ্গার হেড একটুর জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধের ফলাফল গোলশূন্যই থাকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বজায় রেখেছিল মহামেডান। তার মাঝেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টও। খেলার গতির বিপরীতে তারাও চাইছিল গোল তুলে নিতে। ৬৪ মিনিটে জিতিনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গোল করার সুযোগ পেলেও হাতছাড়া করে চেরনিশভের ছেলেরাও। তারই মাশুল দিতে হয় তাদের। সংযোজিত সময়ের খেলায় থোই সিংহের বাড়ানো ক্রস থেকে আলাদিন আজইরের করা গোলে জয় তুলে নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে মহামেডান প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও, তাদের লড়াইটা সমস্ত ফুটবল প্রেমীদের মন ছুঁয়ে গেছে এটা বলাই যায়। ২১ সেপ্টেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: উপভোগ্য ম্যাচে শেষ মুহূর্তে জয়ী পঞ্জাব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে গিয়ে তাদের ২-১ ব্যবধানে হারিয়ে দারুনভাবে ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল পঞ্জাব এফসি। প্রায় গোটা ম্যাচ গোলশূন্য থাকার পরে, একেবারে শেষ মুহূর্তের দুরন্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পঞ্জাব।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় কর্নার থেকে বল পেয়ে একেবারে ফাঁকা জায়গা থেকে বাইরে হেড মারেন পঞ্জাবের ফিলিপ। শুরু থেকে ঘরের মাঠে তেমন একটা প্রভাব ফেলতে পারছিল না কেরালা ব্লাস্টার্স। ৩৭ মিনিটের মাথায় একটা সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন কেরালার ফুটবলার আইমেন। ৪২ মিনিটে পঞ্জাব গোল পেয়ে গেলেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। প্রথমার্ধের ফলাফল থাকে ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পঞ্জাব এফসি। অপরদিকে বল নিজেদের অধীনে রাখতেই পারছিলেন না কেরালার ফুটবলাররা। পঞ্জাবের লুকা মাজেন নামার পরে তাদের আক্রমণ আরও ধারালো হয়। ম্যাচের ৮৬ মিনিটে লিয়ন অগাস্টিন কেরালা বক্সের ভেতর পেনাল্টি আদায় করে নেন। সেই পেনাল্টি থেকে লুকা মাজেন গোল করে পঞ্জাবকে ১-০ গোলে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই প্রীতম কোটালের বাড়ানো বল থেকে জেসাস জিমিনেজ গোল করে কেরালাকে সময়তায় ফেরান। তবে কেরালার সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আবার সেই লুকার বাড়ানো বল থেকে পঞ্জাবের হয়ে গোল করে যান ফিলিপ। ২-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে পঞ্জাব।

Continue Reading

আইএসএল

মোহনবাগানে যোগ দিলেন নতুন ডিফেন্ডার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল শুরুর আগে থেকে দলের রক্ষণ নিয়ে যথেষ্ট মাথা ব্যাথা ছিল বাগান কোচ হোসে মলিনার। সামনে এসিএল টু-এর খেলাও রয়েছে। তার আগে নুনো রেইসকে সই করালো মোহনবাগান।

ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। তারপর আইএসএলের প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ম্যাচ ড্র হয়। মরশুম শুরু থেকে বাগানের দুই ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিলোই। তারই মাঝে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে দলের সপ্তম বিদেশী হিসেবে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট।

৩৩ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার গত মরসুম খেলছিলেন এ লিগের দল মেলবোর্ন সিটি এফসিতে। সেই দলেরই আরেকজন তারকা খেলোয়াড় ছিলেন জেমি ম্যাকলারেন। এবারে দুই সতীর্থকে একসঙ্গে দেখা যেতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। ১৮ তারিখ মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলতে নামতে চলেছে তাদের এসিএল টু-এর ম্যাচে। তার আগে এই সইটি করিয়ে রীতিমতো দলের রক্ষণকে আরও শক্তিশালী করে তুলল মোহনবাগান। এবারে দেখার নুনো রেইস এসে বাগান রক্ষণে কতটা ভরসা দিতে পারেন।

Continue Reading

Trending