Connect with us

ফুটবল

লিগের দ্বিতীয় ড্র। গোকুলাম কেরালার কাছে আটকে গেল মহামেডান স্পোর্টিং

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে গোকুলাম কেরালার মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জিতে লিগ তালিকায় শীর্ষে থেকেই মাঠে নেমেছিল সাদা কালো ব্রিগেড। এডি, এলেক্সিসদের সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন চেরনিশভ। ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান ইরশাদ। তার জায়গায় দলে সুযোগ করে নেন সামাদ আলি। ম্যাচের প্রথম কোয়ার্টারে এন্ড টু এন্ড ফুটবলে দুই দলই গোলের খোঁজে ছিল। ২৯ মিনিটের মাথায় সবচেয়ে সহজ সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে সুন্দর বল পেয়েও শট নিতে দেরি করে ফেলেন এলেক্সিস।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচের বয়স যখন ৪০ মিনিট এলেক্সিসের বাঁক খাওয়ানো কর্ণার বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়িয়ে যায়। এক গোলে আগুয়ান মহামেডান স্পোর্টিং আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এগিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এডির হেড। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান স্পোর্টিং। তবে পিছিয়ে থাকেনি গোকুলাম কেরালা। একের পর এক আক্রমণ তুলে আনে মহামেডান স্পোর্টিং রক্ষণে। ৫৩ মিনিটের মাথায় বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় গোকুলাম কেরালা। এডু বেডিয়ার শট গোলে থাকলে বিপদে পড়তে পারতেন মহামেডান স্পোর্টিংয়ের গোলরক্ষক পাদাম ছেত্রী। ৫৬ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে।

পরপর দুবার সমতায় ফেরার সুযোগ নষ্ট করে গোকুলাম কেরালার ফুটবলাররা। অবশেষে ৬৪ মিনিটে দলকে সমতায় ফেরান শ্রীকুট্টান। অনবদ্য শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচে সমতা ফেরার দু’মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও বল জালে জড়াতে ব্যর্থ হন এডি। তবে ম্যাচে সমতায় ফেরার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে গোকুলাম কেরালা। সাদা কালো ব্রিগেডের আত্মবিশ্বাসী রক্ষণে বারবার বাঁধা পায় গোকুলাম কেরালার আক্রমণ। ম্যাচের ভাগ্য বদলাতে ৭৭ মিনিটের মাথায় এডির পরিবর্তে মাঠে আসেন ডেভিড। ৮১ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। দলের হয়ে অনিবার্য পতন রোধ করলেন গোলরক্ষক পাদাম ছেত্রী। রক্ষণের ভুলেই বল পেয়ে যান বিপক্ষ দলের ফুটবলার ফ্রান্সিস্কো বর্জেস। গোলের গন্ধ পেয়ে একেবারে দূরপাল্লার শট রেখেছিলেন তিনকাঠিতে। গোলরক্ষকের একক দক্ষতায় সে যাত্রায় রক্ষা পায় সাদা কালো ব্রিগেড।

পরিবর্ত হয়ে এসে কাজের কাজটাও করে ফেলেছিলেন ডেভিড। ম্যাচের নির্ধারিত সময়ের বাকি তখন প্রায় পাঁচ মিনিট। বক্সের মধ্যে ঢুকে পড়ে বাম প্রান্ত থেকে গোল লক্ষ্য করে শট রাখেন। আবারও গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষকের দস্তানা। দেভাংসের বিশ্বস্ত হাতে রক্ষা পায়ে গোকুলাম কেরালা। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবেই ম্যাচ শেষ হয়। শেষ বাঁশি বাজার আগেও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দু’পক্ষ।

আইএসএল

নতুন মরশুমের জার্সি উন্মোচন মহামেডানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ্যে আনলো মহামেডান স্পোর্টিং ক্লাব। শহরের এক পাঁচ তাঁরা হোটেলে উন্মোচিত হলো নতুন জার্সি।

মহামেডান সিনিয়র দলের খেলোয়াড়, কোচ সহ উপস্থিত ছিলেন রিজার্ভ দলের খেলোয়াড়রাও। এছাড়াও উপস্থিত ছিলেন স্রাচি গ্রুপের কর্ণধার মিস্টার রাহুল টোডি। এই আয়োজনের কেন্দ্রবিন্দু শুধুমাত্রই জার্সি উন্মোচন ছিলনা, ছিল খেলোয়াড় এবং কোচেদের মধ্যে বাড়তি উদ্দীপনার প্রসার ঘটানোর লক্ষ্য। যাতে আসন্ন আইএসএলে তারা ভালো ফুটবল উপহার দিতে পারে।

গতবছর আইলিগ জিতে, এই বছর মহামেডান প্রথমবারের জন্য আইএসএল খেলতে মাঠে নামবে। তাদের প্রথম ম্যাচ ১৬ তারিখ। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি। এবারে দেখার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমে নিজেদের কতটা মেলে ধরতে পারে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

হার ব্রাজিল, আর্জেন্টিনার

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: একই দিনে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে হার ব্রাজিল ও আর্জন্টিনার। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে কয়েকমাস আগেই হেরেছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিলো তারা। অন্যদিকে একই দিনে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারল ব্রাজিল।

কলম্বিয়ার ঘরের মাঠে মস্কেরার গোলে প্রথম ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনজালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, বক্সে রোমেরোর ফাউল থেকে পেনাল্টি পায় কলম্বিয়া। সেখান থেকে গোল করতে কোন ভুল করেন নি হামেস রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠে ছাড়ে কলম্বিয়া।

উল্টোদিকে অসংখ্য সুযোগ নষ্ট করে প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ৫ ম্যাচের মধ্যে এটি ব্রাজিলের চুতর্থ হার। চিলির বিরুদ্ধে খেলা ব্রাজিল দলকে খুঁজেই পাওয়া গেলনা এদিন। ২০ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের করা গোল ম্যাচের জয়সূচক গোল হয়ে যায়। তারপর গোটা ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগতে ব্যর্থ হন ভিনিশিয়াসরা। দীর্ঘ ১৬ বছর পর ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে।
এই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে কলম্বিয়ার কাছে হেরেও শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কলম্বিয়ার কাছে হার আর্জেন্টিনার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা ফাইনালে হারের বদলা নিলো কলম্বিয়া। ঘরের মাঠে ম্যাচ হারলো আর্জেন্টিনা।

কোপা ফাইনালে চোট লাগায় এই ম্যাচেও দলে ছিলেননা লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এসে কলম্বিয়ার কাছে আটকে গেলো আর্জেন্টিনা।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় জেমস রদ্রিগেসের বাড়ানো বল থেকে ইয়েরসন মসকেরা গোল করে এগিয়ে দেয় কলম্বিয়াকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেমস রদ্রিগেসের ভুল পাস থেকে বল পেয়ে কলম্বিয়া গোলরক্ষকের পায়ের ফাঁক থেকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজকে বক্সের ভেতর ট্যাকেল করে বসেন রোমেরো। প্রথমে ফাউল না দিলেও পরে ভারের সাহায্য নিয়ে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। রদ্রিগেসের পেনাল্টি থেকে ২-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। তার পরে আর্জেন্টিনা আর সময়তায় ফিরতে পারেনি। গত ম্যাচে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার সেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি এই ম্যাচে। হয়তো সেই কারণের জন্যই এই ম্যাচটি থেকে পয়েন্ট হাতছাড়া করতে হলো আর্জেন্টিনাকে।

Continue Reading

Trending