Connect with us

ফুটবল

লিগের দ্বিতীয় ড্র। গোকুলাম কেরালার কাছে আটকে গেল মহামেডান স্পোর্টিং

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে গোকুলাম কেরালার মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জিতে লিগ তালিকায় শীর্ষে থেকেই মাঠে নেমেছিল সাদা কালো ব্রিগেড। এডি, এলেক্সিসদের সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন চেরনিশভ। ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান ইরশাদ। তার জায়গায় দলে সুযোগ করে নেন সামাদ আলি। ম্যাচের প্রথম কোয়ার্টারে এন্ড টু এন্ড ফুটবলে দুই দলই গোলের খোঁজে ছিল। ২৯ মিনিটের মাথায় সবচেয়ে সহজ সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে সুন্দর বল পেয়েও শট নিতে দেরি করে ফেলেন এলেক্সিস।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে ম্যাচের বয়স যখন ৪০ মিনিট এলেক্সিসের বাঁক খাওয়ানো কর্ণার বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়িয়ে যায়। এক গোলে আগুয়ান মহামেডান স্পোর্টিং আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এগিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এডির হেড। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান স্পোর্টিং। তবে পিছিয়ে থাকেনি গোকুলাম কেরালা। একের পর এক আক্রমণ তুলে আনে মহামেডান স্পোর্টিং রক্ষণে। ৫৩ মিনিটের মাথায় বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় গোকুলাম কেরালা। এডু বেডিয়ার শট গোলে থাকলে বিপদে পড়তে পারতেন মহামেডান স্পোর্টিংয়ের গোলরক্ষক পাদাম ছেত্রী। ৫৬ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে।

পরপর দুবার সমতায় ফেরার সুযোগ নষ্ট করে গোকুলাম কেরালার ফুটবলাররা। অবশেষে ৬৪ মিনিটে দলকে সমতায় ফেরান শ্রীকুট্টান। অনবদ্য শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচে সমতা ফেরার দু’মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল মহামেডান স্পোর্টিংয়ের কাছে। বক্সের মধ্যে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও বল জালে জড়াতে ব্যর্থ হন এডি। তবে ম্যাচে সমতায় ফেরার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে গোকুলাম কেরালা। সাদা কালো ব্রিগেডের আত্মবিশ্বাসী রক্ষণে বারবার বাঁধা পায় গোকুলাম কেরালার আক্রমণ। ম্যাচের ভাগ্য বদলাতে ৭৭ মিনিটের মাথায় এডির পরিবর্তে মাঠে আসেন ডেভিড। ৮১ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। দলের হয়ে অনিবার্য পতন রোধ করলেন গোলরক্ষক পাদাম ছেত্রী। রক্ষণের ভুলেই বল পেয়ে যান বিপক্ষ দলের ফুটবলার ফ্রান্সিস্কো বর্জেস। গোলের গন্ধ পেয়ে একেবারে দূরপাল্লার শট রেখেছিলেন তিনকাঠিতে। গোলরক্ষকের একক দক্ষতায় সে যাত্রায় রক্ষা পায় সাদা কালো ব্রিগেড।

পরিবর্ত হয়ে এসে কাজের কাজটাও করে ফেলেছিলেন ডেভিড। ম্যাচের নির্ধারিত সময়ের বাকি তখন প্রায় পাঁচ মিনিট। বক্সের মধ্যে ঢুকে পড়ে বাম প্রান্ত থেকে গোল লক্ষ্য করে শট রাখেন। আবারও গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষকের দস্তানা। দেভাংসের বিশ্বস্ত হাতে রক্ষা পায়ে গোকুলাম কেরালা। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবেই ম্যাচ শেষ হয়। শেষ বাঁশি বাজার আগেও সুযোগ চলে এসেছিল গোকুলাম কেরালার কাছে। তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দু’পক্ষ।

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

ফুটবল

ইন্টার কাশির কোচ হলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের নতুন গন্তব্য। গত মরশুম শেষে মোহনবাগানের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। শোনা যাচ্ছিল শারীরিক অসুস্থতার জন্যই তিনি নাকি কোচিংয়ের পর থেকে সরে দাঁড়াতে চাইছেন। সেইমতো নতুন কোচ নিযুক্ত করা হয়েছে মোহনবাগানে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কোচের পদে নিযুক্ত হয়েছেন মানোলো মার্কুয়েজ রোকা। এবার চূড়ান্ত হয়ে গেল হাবাসের নতুন গন্তব্য। আসন্ন মরশুমে ইন্টার কাশির কোচের হট সিটে বসতে চলেছেন তিনি। ইন্টার কাশির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এই খবর জানানো হয়।

Continue Reading

Trending