আন্তর্জাতিক ফুটবল
UEFA NATIONS LEAGUE: বড় জয় দিয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই কেরিয়ারের ৯০০তম গোলটি সম্পূর্ণ করেছিলেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে এসেও ছুটে চলেছেন নিজের ১০০০তম গোলের দিকে। এবারে নেশনস লিগের ম্যাচে পুরোন সি আর সেভেনকে দেখল ফুটবলবিশ্ব। নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পোলান্ডকে ৫-১ গোলে হারানোর সাথেই করে গেলেন বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল। এছাড়াও গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেটো।
শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল লেওয়ানডস্কির দল পোল্যান্ড। দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। কিন্তু এই ম্যাচে একপেশে জয় পেয়েছে পর্তুগাল। প্রথমার্ধে কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তারপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু এখানেই থামেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে থেকে ভেসে আসা একটি বলে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দিয়ে বিশ্বমানের গোল করে গেলেন রোনাল্ডো। এই গোলটি মনে করিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে করা তার সেই ঐতিহাসিক গোলটির কথা।
শুধু গোল নয়, এদিনের ম্যাচে রোনাল্ডো বাড়িয়েছেন একটি গোলের বলও। অপরদিকে ম্যাচের ৮০ মিনিটে গোল পান ব্রুনো ফার্নান্দেজ। ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পেদ্রো নেটো। এছাড়া ৮৮ মিনিটে ডমিনিক মারজুকের গোলে ব্যবধান কমায় পোল্যান্ড। তবে একটি গোল শোধ করলেও, যেই ব্যবধানে পর্তুগাল এগিয়ে ছিল, তা সামাল দেওয়া কোনওভাবেই সম্ভব ছিলনা লেওয়ানডস্কিদের কাছে। অবশেষে এই ম্যাচে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।
আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৫ বছরের শাপমোচন করল লিভারপুল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেনা রিয়াল মাদ্রিদ। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লীগ, কোনও জায়গাতেই যেন নিজেদের মেলে ধরতে পারছেননা ফুটবলাররা। যার ফল পাওয়া গেলো বুধবার রাতেও। এদিন ১৫ বছরে বাদে লিভারপুলের কাছে প্রথমবারের জন্য হার স্বীকার করল রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন তারকা ম্যাক আলিস্টার এবং গাকপোর করা গোলে ঘরের মাঠে ২-০ গোলে রিয়ালকে হারায় লিভারপুল।
২০০৯ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিভারপুলের বিরুদ্ধে হারতে হল রিয়াল মাদ্রিদকে। তবে মহম্মদ সালাহর পেনাল্টি মিসের জন্য ব্যবধান আর বাড়েনি। তবে শুধু মহম্মদ সালাহ নয়, এদিনের ম্যাচে পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপেও। ফ্রান্স জাতীয় দলের হয়ে যেই ধারাবাহিক প্রদর্শন করেন কিলিয়ান এমবাপে, রিয়ালে যোগ দেওয়ার পর সেই প্রদর্শনের ধারেকাছেও পাওয়া যায়নি তাকে। শুধু পেনাল্টি মিসই নয়, গোটা ম্যাচ জুড়ে নিজের সাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি। যদিও ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো অ্যানসেলোত্তি স্বীকার করেছেন যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন এমবাপে। তবে তিনি আশাবাদী যে খুব শীঘ্রই নিজের সমহিমায় ফিরবেন এমবাপে। তিনি বলেন, “আমাদের সবাইকে এমবাপের পাশে দাঁড়াতে হবে। ও খুব পরিশ্রম করলেও আমার মনে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগছে ও”। এই হারের ফলে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২৪ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে ঘরের মাঠে জয় পেয়ে লিগ টেবিলের প্রথম স্থানেই থাকল লিভারপুল।
আন্তর্জাতিক ফুটবল
AFC CHAMPIONS LEAGUE: রোনাল্ডোর জোড়া গোলে নকআউটের আরও কাছে আল নাসের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গতম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে বাইসাইকেল কিকে অসামান্য গোল করে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলা দেখে কখনই মনে হয়না যে তার বয়স ৩৯ বছর। এই বয়েসে এসেও ম্যাচ জেতার এবং গোল করার একটা অদম্য খিদে রয়েছে তাঁর ভেতরে। আর সেই জেদ দেখা গেলো সোমবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্বের ম্যাচে। আল বায়েত স্টেডিয়ামে ৩-১ গোলে আল ঘারাফাকে হারিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে আল নাসের। এদিনের ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
অ্যাওয়ে ম্যাচে সোমবার কাতারের দল আল ঘারাফার বিরুদ্ধে খেলতে নেমে প্রথমে কিছুটা দিশেহারা ছিল আল নাসের। বেশ কিছু গোলের সুযোগ নষ্টও করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাছাড়াও ওটাভিওর বাড়ানো বল থেকে ফাঁকা হেডার মিস করেন রোনাল্ডো। অপরদিকে প্রথমার্ধে ভালো ফুটবল খেলে আল ঘারাফা। বেশ কিছুবর আল নাসেরের গোলের দিকে আক্রমণ ধেয়ে আনে তারা। তবুও প্রথমার্ধে ০-০ থাকে ফলাফল।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যার ফলে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৬ মিনিটে জোড়ালো হেডে বল জালে জড়িয়ে দিয়ে যান রোনাল্ডো। ৫৮ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসের। অপরদিকে ম্যাচের ৬৪ মিনিটে অ্যাঞ্জেলোর বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান সি আর সেভেন। ৭৫ মিনিটে আল ঘারাফার হয়ে হয়ে একটিমাত্র গোল করেন জোসেলু। এছাড়াও ম্যাচের ৮৪ মিনিটে লাল কার্ড দেখতে হয় আল ঘারাফার রক্ষণের ফুটবলার সেইডো সানোকে। এই ম্যাচে জোড়া গোলের ফলে আন্তর্জাতিক ফুটবলে মোট ৯১৩টি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও এই জয়ের ফলে নকআউটের রাস্তা প্রায় পাকা করে ফেললো আল নাসের।
আন্তর্জাতিক ফুটবল
LA LIGA 2024/25: জয় অধরা লামিনহিন বার্সেলোনার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মরশুম নতুন কোচের তত্ত্বাবধানে দারুন শুরু করেছিল বার্সেলোনা। একেরপর জয় পেয়েছিলেন লেওয়ানডস্কি, পেদ্রিরা। তবে বিগত কিছু ম্যাচে যেন নিজেদের পুরানো ছন্দ ফিরে পাচ্ছেননা ফুটবলাররা। অপরদিকে চোটের কারণে দলে নেই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তবে তার অভাব খুব ভালোভাবেই অনুবহ করছে বার্সেলোনা। গত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর আবারও সেলটা ভিগোর কাছে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে দুই গোল হজম করে ড্র করল বার্সেলোনা। বার্সার হয়ে দুটি গোল করেছেন রাফিনহা এবং রবার্ট লেওয়ানডস্কি। এছাড়াও এদিনের ম্যাচে একটিমাত্র লালকার্ড দেখেছেন বার্সেলোনা ফুটবলার মার্ক কাসাদো।
এই মরশুম মূলত তরুণ ফুটবলারদের নিয়েই দল গড়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার এই দলের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন লামিন ইয়ামাল। তবে চোটের কারণে পাওয়া যাচ্ছেনা তাকে। সেই কারণে তার অভাব খুব ভালোমতই অনুভব করতে পারছে বার্সেলোনা। ইয়ামালকে ছাড়া তিনটি ম্যাচ হয়ে গেছে বার্সেলোনা জয়ের মুখ দেখেনি। দুটি ম্যাচে হার এবং গত ম্যাচে সেলতা ভিগোর বিরুদ্ধে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। তবে প্রথমার্ধে আর গোল না এলেও দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে লেয়নডস্কির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। যখন সবাই প্রায় ধরে নিয়েছিল যে এই ম্যাচে জয় নিশ্চিত বার্সার ঠিক তখনই পরিবর্তন হয় ম্যাচের রং। ৮০ মিনিটের পর খেলা থেকে হারিয়ে যায় বার্সেলোনার ফুটবলারেরা। তাছাড়াও ম্যাচের ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান মার্ক কাসাদো। এই সুযোগের সদব্যবহার করেন সেলতা ভিগোর ফুটবলাররা। ম্যাচের ৮৪ এবং ৮৬ মিনিটে আলফনসো গঞ্জালেস এবং হুগো আলভারেজের গোলে সমতায় ফেরে তাঁরা। যার ফলে ২-২ গোলে ড্র করে, অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় হান্সি ফ্লিকের দলকে। অপরদিকে পয়েন্ট নষ্ট হলেও, ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ২৯ এবং ২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি