Connect with us

ফুটবল

AFC Asian Cup 2023: ঠান্ডা মাথায় ম্যাচ বের করতে চান স্টিমাচ

Published

on

সৌরভ রায়, দোহা: ঝাঁ চকচকে প্রেস কনফারেন্স এরিয়া। সেই ঝলমলে পরিবেশেও আলাদা করে চোখ টানছিল ইগর স্টিমাচের হাসিটা। কী হল? প্রথম ম্যাচে তাঁর দল হেরে গেছে। তারপরও তাঁর মুখে যে আত্মবিশ্বাসের হাসি। আত্মবিশ্বাস। স্টিমাচের সাংবাদিক সম্মেলনে প্রতিটা ছত্র ছিল আত্মবিশ্বাসে ভরপুর। সে আত্মবিশ্বাস লড়াইয়ের। সে আত্মবিশ্বাস ফুটবলারদের হার না মানা মানসিকতার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে উজবেকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করতে চাইছে ভারত। ভীষণভাবে। যদিও উজবেকিস্তানকে যথেষ্ট সমীহ করছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। তিনি মনে করছেন যতই কঠিন হোক লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁর দলের ফুটবলাররা। তিনি বললেন “এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার দলের ছেলেরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেটা ভবিষ্যতে কাজে লাগবে। উজবেকিস্তানের বিরুদ্ধে আরও একটা কঠিন ম্যাচের জন্য অপেক্ষা করে আছি আমরা।” তিনি আরও যোগ করেন “উজবেকিস্তানকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। শেষ কয়েক বছরে ভালো ছন্দে রয়েছে দলটি। আগামীকাল ম্যাচের প্রথম মিনিট থেকেই আমাদের উপর চাপ আসবে। তবে সেই চাপ সামলানোর জন্য আমার দল প্রস্তুত।”

উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা নিয়ে খাতায়-কলমে কাজ সেরে রেখেছেন। স্টিমাচ বললেন “ওরা টেকনিকালি আমাদের থেকে অনেক এগিয়ে। ফুটবলাররা ইউরোপ, রাশিয়া, ফ্রান্স এবং গ্রিসের মত দেশে ফুটবল খেলে। আমাদের অনেকবেশি সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে। আক্রমণের সময় কোনরকম ভুল করলে চলবে না।” উজবেকিস্তান তাদের প্রথম ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। সুতরাং তারাও চাইবে এই ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে। আগের ম্যাচের প্রসঙ্গে স্টিমাচ বললেন “সিরিয়ার বিরুদ্ধে যথেষ্ট চাপ তৈরি করেছিল উজবেকিস্তান। সিরিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেও গোল করতে পারেনি তারা।”
মোহনবাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদ চোট পেয়েছিলেন আইএসএলে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরেও তাকে ভারতীয় দলের সুযোগ দিয়েছিলেন স্টিম্যাচ। কিন্তু তিনি নিজেই জানালেন প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দলে থাকবেন না সাহাল। তিনি এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নয় এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ। সাহালের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ম্যাচে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে দলে কিছু পরিবর্তন আসতে পারে বলেই ইঙ্গিত দিয়ে রাখলেন ইগর স্টিমাচ।
গত ম্যাচে গুরপ্রীত সিং সান্ধুর পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তবুও অভিজ্ঞতার ভারে অনেকটাই এগিয়ে থাকবেন গুরপ্রীত। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের গোলরক্ষক অমরিন্দর সিং। অমরিন্দর বললেন “আমরা জানি উজবেকিস্তান সিরিয়ার বিরুদ্ধে কেমন খেলেছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আগামীকাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে।” আগামীকাল প্রথম একাদশে কাকে দেখা যাবে তা নিয়ে বিশেষ ভাবতে চান না অমরিন্দর। তিনি বললেন “আমি এবং গুরপ্রীত দুজনেই জাতীয় দলের জন্য মাঠে নামি। আমদের লক্ষ্য দলকে জেতানো। তাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের।”

আন্তর্জাতিক ফুটবল

FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

Continue Reading

ফুটবল

বছরের শেষ ম্যাচেও এলনা জয়। ড্র করেই মাঠ ছাড়ল ভারত…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বছরের শুরু থেকেই জয় পাচ্ছিলনা ভারত। শুধু তাই নয়, ভাল ফুটবলও খেলতে ভুলে গিয়েছিলেন মানবীর, আপুইয়া, গুরপ্রিত সিংহ সান্ধুরা। তারই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বদল হয়েছে কোচও। নতুন কোচের দায়িত্বে এসেছেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কেজ। কিন্তু তাও বদল হলোনা ভাগ্য। অপরদিকে চোট সরিয়ে মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। কিন্তু বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়ল ভারত।

ম্যাচের শুরুটা ভালই করেছিল মানোলো মার্কেজের দল। শুরুর থেকেই মুহুর্মুহু আক্রমণ করছিলেন ভারতের ফুটবলাররা। তবে ম্যাচের ১৯ মিনিটে গুরপ্রীত সিংহের ভুলে গোল হজম করে ভারত। মালয়েশিয়ার হয়ে গোলটি করে যান পাউলো জোশুয়ে। তারপরেও অনেকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করে উঠতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে, ব্র্যান্ডনের ভাসানো কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ১-১ গোলের ফলাফলের পর সবাই ভেবেছিল দ্বিতীয়ার্ধে জয়ের জন্য সর্বস্ব ঝাপাবে ভারত। কিন্তু চেষ্টা চালালেও গোলটাই তুলে আনতে ব্যার্থ হলেন ইরফান ইয়াদওয়াদরা। অপরদিকে ম্যাচের একদম শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মালয়েশিয়া। তবে সেই সুযোগ তারা হাতছাড়া করায় অবশেষে ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হল মানোলো মার্কেজদের।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।

গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।

অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

Continue Reading

Trending