ক্রিকেট
ভলিবলে মজলেন বিরাট, রিঙ্কুরা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ গুলি খেলতে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে আগামী ২০ জুন প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মা ব্রিগেড। তবে রশিদ খানদের মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র সৈকতে বেশ হালকা মেজাজেই ধরা দিলেন বিরাট কোহলি, রিঙ্কু সিংরা।
প্রসঙ্গত বৃষ্টির কারণে ফ্লোরিডায় গ্রুপ পর্যায়ে ভারত বনাম কানাডা ম্যাচটি ভেস্তে যায়। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে পাড়ি দেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে সমুদ্র সৈকতে ভলিবল খেলতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের।
বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী টিম হোটেলের ঠিক পাশে একটি ছবির মত সুন্দর সমুদ্র সৈকতে ভলিবলে মজে কোহলি, হার্দিক, রিঙ্কু, অর্শদ্বীপরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে। প্রসঙ্গত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রোহিত ব্রিগেড। তাঁরা আয়ারল্যান্ড, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে এবং কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে একটি ফিল গুড ফ্যাক্টর কাজ করছে।
প্রসঙ্গত আগামী ২০ জুন সুপার এইট পর্বের প্রথম ম্যাচে ব্রিজটাউনে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ২২ জুন নর্থ সাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ। এরপর তৃতীয় ম্যাচে ২৪ জুন গ্রস আইলিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তাই এই ম্যাচগুলি খেলতে নামার আগে, কিছুটা মনোরম সময় কাটালেন ভারতীয় ক্রিকেটাররা তা বলাই যায়।
তবে ভারতীয় দল সুপার এইটে নামার আগে, টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে বৃষ্টি। ২০ জুন বার্বাডোজে যেখানে রোহিতরা খেলবেন সেখানে সেদিন ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ২২ এবং ২৩ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেড়ে প্রায় ৪০-৪৫ শতাংশ। ২২ জুন ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, ২৪ জুন সেন্ট লুসিয়ায় ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। ২৯ মে বার্বাডোজে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেদিনও ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু সেখানে নিকাশি ব্যবস্থা ভালো, তাই বৃষ্টি থেমে গেলে দ্রুত ম্যাচ শুরু করা যাবে বলে আশাবাদী সংগঠকরা।
ক্রিকেট
“আমরা প্রস্তুত” : প্যাট কামিন্স
সৌরভ রায়, পার্থ: গত দশকে একবারও বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষ ২০১৪-১৫ সালে এই প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছিল তারা। আগামী ২২ শে নভেম্বর শুক্রবার থেকেই শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। আর এই প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজ হতে চলেছে দুই দেশের মধ্যে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এবার নিজেদের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সাংবাদিক সম্মেলনে এদিন কামিন্স বলেন, “ঘরের মাঠে খেললে বাড়তি চাপ থাকেই। ভারত শক্তিশালী দল। তাই লড়াইটা ভালোই জমবে। বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারা নিঃসন্দেহে দারুন খুশির খবর হবে। তবে আবারও বলছি ভারতকে হাল্কা ছলে নেওয়া যাবে না। ওরা শক্তিশালী দল, যদিও আমরাও ওদের মোকাবিলা করতে প্রস্তুত।”
প্রসঙ্গত বহু দশকের মধ্যে বোধহয় প্রথমবার দুই দলেরই অধিনায়কত্ব করতে চলেছেন দুই পেস বোলার। একদিকে যেমন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স, অন্যদিকে তেমনি রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে ফের যোগ দিতে চলেছেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…
সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।
গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।
প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।
ক্রিকেট
AUS vs IND: কোহলিকে ওপেন চ্যালেঞ্জ লিয়নের, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সম্প্রতি ঘরের মাঠেও স্পিনের সামনে বেশ নাস্তানাবুদ হয়েছিলেন তিনি। আর আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে এই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন নাথান লিয়ন। এই প্রতিযোগিতায় বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াই যে তার লক্ষ্য একথা সরাসরি জানালেন অস্ট্রেলিয়ার তারকা।
প্রসঙ্গত গত শতাব্দীতে বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। শেষবার তারা জিতেছিল ২০১৪-১৫ সালে। এরপর ২০১৬-১৭, ২০১৮-১৯ বিরাট কোহলি, ২০২১ অজিঙ্ক রাহানে এবং ২০২৩ রোহিত শর্মার ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। হারের এই খরা কাটিয়ে ওঠার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন বিরাট কোহলীকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভেলিয়ানে ফেরানো। আর সেই গুরুদায়িত্ব নিজের উপর তুলে নিয়েছেন লিয়ন যিনি ২০১৪-১৫ সালে ভারতকে হারানো অস্ট্রেলিয়া স্কোয়াডের সদস্য ছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে ভালইবাসেন বিরাট কোহলি। ২৫ টি টেস্ট ম্যাচে গড় ৪৭.৪৮ নিয়ে তার মোট রান ২০৪২, যার মধ্যে মোট আটটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে। তবে সম্প্রতি নিজের চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে। আর সেই সুযোগকে কাজে লাগানোর প্রসঙ্গে অস্ট্রেলিয়া তারকা নাথান লিয়ন বলেন, “একবার শুধু ওর রেকর্ডের দিকে তাকানো যাক। খারাপ সময় গেলেও চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই থাকে। ওর জন্য আমার মনে গভীর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমি চাই ওর উইকেট তুলে নিতে এবং সেটা লুকোনোর কিছু নেই, কিন্তু বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। কোহলি আর স্মিথি (স্টিভ স্মিথ) এই গোটা দশকের সেরা দুই ব্যাটার। আর তাই ওর বিরুদ্ধে মাঠে নামতে পারা আমার কাছে খুবই গর্বের বিষয়।” নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের আত্মবিশ্বাসে কিছুটা দাগ পড়লেও, এখনো যে কোনো দলকে ভারত হারানোর ক্ষমতা রাখে এমনটাই বিশ্বাস করেন লিয়ন। “ভারত সবসময়ই মারাত্মক। ওদের দলে প্রায় সবাই সুপারস্টার। একদিকে যেমন দলে রয়েছে অভিজ্ঞতা অন্যদিকে সেরকমই রয়েছে তারুণ্য। যদিও নিউজিল্যান্ড ম্যাচ দেখে আমি বেশ উত্তেজনা অনুভব করেছি তবুও আশা করব ভারত নিজের সেরাটাই দেবে। গত কয়েক বছর ধরে যে চেনা ভারতের মুখোমুখি হয়েছি আমরা সেই ভারতকেই দেখার প্রত্যাশায় রয়েছি” বলেন লিয়ন। আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি