ক্রিকেট
ভলিবলে মজলেন বিরাট, রিঙ্কুরা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ গুলি খেলতে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে আগামী ২০ জুন প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মা ব্রিগেড। তবে রশিদ খানদের মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র সৈকতে বেশ হালকা মেজাজেই ধরা দিলেন বিরাট কোহলি, রিঙ্কু সিংরা।
প্রসঙ্গত বৃষ্টির কারণে ফ্লোরিডায় গ্রুপ পর্যায়ে ভারত বনাম কানাডা ম্যাচটি ভেস্তে যায়। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে পাড়ি দেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে সমুদ্র সৈকতে ভলিবল খেলতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের।
বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী টিম হোটেলের ঠিক পাশে একটি ছবির মত সুন্দর সমুদ্র সৈকতে ভলিবলে মজে কোহলি, হার্দিক, রিঙ্কু, অর্শদ্বীপরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে। প্রসঙ্গত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রোহিত ব্রিগেড। তাঁরা আয়ারল্যান্ড, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে এবং কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে একটি ফিল গুড ফ্যাক্টর কাজ করছে।
প্রসঙ্গত আগামী ২০ জুন সুপার এইট পর্বের প্রথম ম্যাচে ব্রিজটাউনে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ২২ জুন নর্থ সাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ। এরপর তৃতীয় ম্যাচে ২৪ জুন গ্রস আইলিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তাই এই ম্যাচগুলি খেলতে নামার আগে, কিছুটা মনোরম সময় কাটালেন ভারতীয় ক্রিকেটাররা তা বলাই যায়।
তবে ভারতীয় দল সুপার এইটে নামার আগে, টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে বৃষ্টি। ২০ জুন বার্বাডোজে যেখানে রোহিতরা খেলবেন সেখানে সেদিন ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ২২ এবং ২৩ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেড়ে প্রায় ৪০-৪৫ শতাংশ। ২২ জুন ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, ২৪ জুন সেন্ট লুসিয়ায় ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। ২৯ মে বার্বাডোজে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেদিনও ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু সেখানে নিকাশি ব্যবস্থা ভালো, তাই বৃষ্টি থেমে গেলে দ্রুত ম্যাচ শুরু করা যাবে বলে আশাবাদী সংগঠকরা।