Connect with us

আইপিএল

“দুজনেরই উচিত বিষয়টা মিটিয়ে নেওয়া”, কোহলি-গম্ভীর বিতর্কে মুখ খুললেন রবি শাস্ত্রী

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ২০২৩ আইপিএলে ফের একবার পুনরাবৃত্তি হল ইতিহাসের। মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের দুই অন্যতম সফল ক্রিকেটার, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। এবং সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ঘটনাটি ঘটে সোমবার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়ান্টস এর ম্যাচের শেষে। লখনৌ তে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এদিন লখনৌকে হারিয়ে ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালোর। আর তারপরেই ম্যাচ শেষে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে বচসাও চলে। দুজনেই আগে ভারতের হয়ে একসাথে খেলেছেন। এমনকি ঘরোয়া ক্রিকেটে একই দলের হয়ে মাঠে নেমেছেন দুজনে। কিন্তু বরাবরই তাদের সম্পর্ক খুব যে ভালো ছিল এমন বলা যায় না। ২০১৩ আইপিএলে এরকমই এক ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট দর্শকরা। ব্যাঙ্গালোর বনাম কলকাতার ম্যাচে দুই দলের তৎকালীন অধিনায়ক অর্থাৎ বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি দেখে শুধু যে হতাশ ক্রিকেট মহল তাই নয় কিছুটা বিরক্তও। আর সেই সুরই প্রকাশ পেল খোদ প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথায়।

“আমার মনে হয় দু একদিনের মধ্যেই ওরা বুঝতে পারবে যে বিষয়টা অন্যভাবে সামলানো যেত। দুজনেই ভারতের তারকা ক্রিকেটার এবং যথেষ্ট পরিমাণ ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছে। গম্ভীর দুবার ভারতের বিশ্বকাপ জয়ী দলের সেনাপতি ছিল, অন্যদিকে বিরাট একজন আদর্শ। তার উপর দুজনেই দিল্লির ছেলে। আমার মনে হয় ওদের মুখোমুখি বসে বিষয়টাকে মিটিয়ে নেওয়া উচিত। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই মঙ্গল। এমনকি আমাকেও যদি মধ্যস্থতা করতে হয়, আমি রাজি” বলেন রবি শাস্ত্রী।

এদিন বিরাট কোহলির ব্যাঙ্গালোর ১৮ রানে হারিয়ে দেয় লখনউকে। এর আগে চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে লখনৌ জেতার পরে দর্শকদের দিকে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে জয় উদযাপন করেছিলেন গম্ভীর। অনেকেই মনে করছেন সেই রাগেই ভিতর ভিতর ফুঁসছিলেন কোহলি। এদিনের বাকবিতণ্ডা শুধু সেদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে দুই ক্রিকেটারকেই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending