আইপিএল

“দুজনেরই উচিত বিষয়টা মিটিয়ে নেওয়া”, কোহলি-গম্ভীর বিতর্কে মুখ খুললেন রবি শাস্ত্রী

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ২০২৩ আইপিএলে ফের একবার পুনরাবৃত্তি হল ইতিহাসের। মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের দুই অন্যতম সফল ক্রিকেটার, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। এবং সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ঘটনাটি ঘটে সোমবার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়ান্টস এর ম্যাচের শেষে। লখনৌ তে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এদিন লখনৌকে হারিয়ে ম্যাচ জিতে যায় ব্যাঙ্গালোর। আর তারপরেই ম্যাচ শেষে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে বচসাও চলে। দুজনেই আগে ভারতের হয়ে একসাথে খেলেছেন। এমনকি ঘরোয়া ক্রিকেটে একই দলের হয়ে মাঠে নেমেছেন দুজনে। কিন্তু বরাবরই তাদের সম্পর্ক খুব যে ভালো ছিল এমন বলা যায় না। ২০১৩ আইপিএলে এরকমই এক ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট দর্শকরা। ব্যাঙ্গালোর বনাম কলকাতার ম্যাচে দুই দলের তৎকালীন অধিনায়ক অর্থাৎ বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি দেখে শুধু যে হতাশ ক্রিকেট মহল তাই নয় কিছুটা বিরক্তও। আর সেই সুরই প্রকাশ পেল খোদ প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথায়।

“আমার মনে হয় দু একদিনের মধ্যেই ওরা বুঝতে পারবে যে বিষয়টা অন্যভাবে সামলানো যেত। দুজনেই ভারতের তারকা ক্রিকেটার এবং যথেষ্ট পরিমাণ ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছে। গম্ভীর দুবার ভারতের বিশ্বকাপ জয়ী দলের সেনাপতি ছিল, অন্যদিকে বিরাট একজন আদর্শ। তার উপর দুজনেই দিল্লির ছেলে। আমার মনে হয় ওদের মুখোমুখি বসে বিষয়টাকে মিটিয়ে নেওয়া উচিত। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই মঙ্গল। এমনকি আমাকেও যদি মধ্যস্থতা করতে হয়, আমি রাজি” বলেন রবি শাস্ত্রী।

এদিন বিরাট কোহলির ব্যাঙ্গালোর ১৮ রানে হারিয়ে দেয় লখনউকে। এর আগে চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে লখনৌ জেতার পরে দর্শকদের দিকে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে জয় উদযাপন করেছিলেন গম্ভীর। অনেকেই মনে করছেন সেই রাগেই ভিতর ভিতর ফুঁসছিলেন কোহলি। এদিনের বাকবিতণ্ডা শুধু সেদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে দুই ক্রিকেটারকেই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version