Connect with us

আইপিএল

IPL 2023: জয়ের মোমেন্টাম ধরে রাখতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ আইপিএলের শেষ ল্যাপে জয়ের সরণিতে ফিরে সবাইকে চমকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমের শুরুটা তাদের জন্য একেবারেই ভাল হয়নি। সেখান থেকে হঠাৎই প্লে-অফের দৌড়ে ঢুকে পড়েছে রোহিত শর্মার দল। মুম্বইয়ের উইনিং স্ট্রিক ভেঙে দিয়ে আজ চমক দিতে চাইবে লখনউ সুপার জায়েন্টস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই চাইবে লখনউকে হারিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছাতে। দুই দলের মধ্যে মাত্র এক পয়েন্টের পার্থক্য। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই এবং ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে লখনউ সুপার জায়ান্টস। তাই দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ। একমাত্র গুজরাট টাইটান্স প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। বাকি রয়েছে তিনটি স্থান। আটটি দলের মধ্যে লড়াই চলছে প্লে-অফে পৌঁছানোর। আজ যে দল জিতবে তারা একধাপ এগিয়ে যাবে। সূর্যকুমারের ফর্ম মুম্বাইকে বাড়তি সুবিধা দেবে। শেষ কয়েকটি ম্যাচ রোহিত শর্মা ছন্দে ফিরছেন। আজ লখনউয়ের বিরুদ্ধে তিনি চাইবেন বড় রান করতে। তিলক বর্মার পরিবর্তে আসা নেহাল ওয়াধেরাও ভরসা দিচ্ছেন দলকে। তবে ডেথ ওভার এর বোলিং চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। জোফ্রে আর্চারের পরিবর্তে আসা ক্রিস জর্ডন বেশি এক্সপেন্সিভ হয়ে পড়ছেন। আজ দুই দলই স্পিন বোলিংয়ের উপর ভরসা করবে বলে মনে হয়। তাই খুব বড় স্কোর হয়তো দেখা যাবেনা আজকের ম্যাচে।

অন্যদিকে কেএল রাহুলের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে লখনউ শিবিরকে। যদিও রাহুলের পরিবর্তে কুইন্টন ডিকক ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন দলকে। কাইল মায়ার্স এই মরশুমে লখনউয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন রবি বিষ্ণোই। স্পিন নির্ভর পিছে আজ অমিত মিশ্রকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবেনা। মিডল অর্ডার নিকোলাস পুরানের মত বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে লখনউকে জেতানোর জন্য। সব মিলিয়ে ধারেভারে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে থাকলেও লখনউ সুপার জায়ান্টসও জমি ছেড়ে দেবেনা।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending