Connect with us

অন্যান্য খেলা

২০২৪ ডায়মন্ড লিগের ফাইনালে নিরাজ চোপড়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্যারিস অলিম্পিকের রুপো জয়ী নিরাজ চোপড়া কোয়ালিফাই করলেন ২০২৪ ডায়মন্ড লিগ ফাইনালে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বেলজিয়ামের ব্রাসেলসে। ভারতের “গোল্ডেন বয়” নিরাজ চোপড়ার লক্ষ্য এখন সিজন শেষে আরেকটি ট্রফি জয় করা।

প্যারিস অলিম্পিকে রুপো পেলেও এই মরসুমের প্রথম থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন নিরাজ। তবে তিনি জানিয়েছেন, “আমার প্রথম লক্ষ্য হল ডাক্তারের কাছে যাওয়া, চোটের সমস্যার সমাধান করা এবং যতো তাড়াতাড়ি সম্ভব নিজেকে ১০০% ফিট করে ফেরা”

অন্যান্য খেলা

পঞ্চমবারের জন্য এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুগরাজ সিংহের করা একমাত্র গোলে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে চীনকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। গোটা প্রতিযোগিতা জুড়ে দুরন্ত ছন্দে ছিল ভারতীয় দল। টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জয়ীরা। আজকের জয়ের ফলে পঞ্চমবারের জন্য হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুল ভারত।

এদিন ফাইনালে হরমানপ্রীতের দলের কাছে কাজটা খুব একটা সহজ ছিলনা। ম্যাচের প্রথম তিনটি কোয়ার্টারে, ভারত বার বার ব্যার্থ হচ্ছিল চীনের রক্ষণকে ভেদ করতে। কিন্তু ম্যাচের ৫১ মিনিটের মাথায় ভারতের রক্ষণের খেলোয়াড় যুগরাজ সিংহ জয়সূচক গোলটি করে ভারতকে ২০২৪ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতান। অপরদিকে পাকিস্তান দল দক্ষিণ কোরিয়াকে ৫-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান পাকা করে।

Continue Reading

অন্যান্য খেলা

ডায়মন্ড লিগ খেতাব হাতছাড়া নিরাজের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাত্র ১ সেন্টিমিটারের জন্য হাতছাড়া খেতাব! ব্রাসেলসে অনুষ্ঠিত ২০২৪ ডায়মন্ড লিগ ফাইনালেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের “গোল্ডেন বয়” নীরাজ চোপড়াকে। প্রথম হলেন গ্রানাডার এন্ডারসন পিটার।

শনিবার রাতে একদম কাছে পৌঁছে গিয়েও ১ সেন্টিমিটারের জন্য ট্রফি হাতছাড়া করেন নিরাজ। ৮৭.৮৬ মিটারের থ্রো করেন নীরাজ। কিন্তু তাঁর প্রতিপক্ষ এন্ডারসন পিটার ৮৭.৮৭ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। এই অল্পের জন্যই ডায়মন্ড লিগ ফাইনালের ট্রফি নিয়ে যান গ্রানাডার প্রতিযোগী। জার্মানির জুলিয়ান ওয়েবের ৮৫.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

এই নিয়ে পর পর দুই বছর ডায়মন্ড লিগ ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করলেন নীরাজ। এই মরসুমে চোটের কারণে তিনি তাঁর পুরোনো ছন্দে ছিলেন না। সেই কারণেই এই মরসুম দুটো বড় প্রতিযোগিতার এত কাছে এসে গিয়েও ট্রফি হাতছাড়া হল নীরাজের। এই মরসুমেই তিনটি ৮৯+ মিটারের লম্বা থ্রো করেছেন নীরাজ। আশা করা যায়, দ্রুত সম্পূর্ণ ফিট হয়ে আসন্ন প্রতিযোগিতায় আরও ভালো ফল করতে পারবেন ভারতের সোনার ছেলে।

Continue Reading

অন্যান্য খেলা

হকিতে পাকিস্তান বধ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত ভারতের। শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারালেন জার্মানপ্রীত-অমিত রুইদাসরা। ভারতের হয়ে জোড়া গোল করে নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং।

এদিন ম্যাচের শুরুতেই পাকিস্তানের নাদিম আহমেদ অপ্রতিরোধ্য হয়ে উঠছিল ভারত ডিফেন্সের জন্য। তাঁর গোলেই এগিয়ে যায় পাকিস্তান। শুরুতে গোল হজম করলেও প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে সমতায় ফিরিয়ে আনেন অধিনায়ক হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবার গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন সেই হরমনপ্রীত। এটিই ছিল ম্যাচের জয়সূচক গোল। প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা হরমনপ্রীত এই প্রতিযোগিতার শুরুর দিকে সেরকমভাবে নিজের ফর্মে না থাকলেও যত সময় গেছে তত নিজের ফর্ম খুঁজে পেয়েছেন তিনি।

এই ম্যাচটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত।

Continue Reading

Trending