আইপিএল
IPL 2023: জয়ের মোমেন্টাম ধরে রাখতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ আইপিএলের শেষ ল্যাপে জয়ের সরণিতে ফিরে সবাইকে চমকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মরশুমের শুরুটা তাদের জন্য একেবারেই ভাল হয়নি। সেখান থেকে হঠাৎই প্লে-অফের দৌড়ে ঢুকে পড়েছে রোহিত শর্মার দল। মুম্বইয়ের উইনিং স্ট্রিক ভেঙে দিয়ে আজ চমক দিতে চাইবে লখনউ সুপার জায়েন্টস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই চাইবে লখনউকে হারিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছাতে। দুই দলের মধ্যে মাত্র এক পয়েন্টের পার্থক্য। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই এবং ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে লখনউ সুপার জায়ান্টস। তাই দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ। একমাত্র গুজরাট টাইটান্স প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। বাকি রয়েছে তিনটি স্থান। আটটি দলের মধ্যে লড়াই চলছে প্লে-অফে পৌঁছানোর। আজ যে দল জিতবে তারা একধাপ এগিয়ে যাবে। সূর্যকুমারের ফর্ম মুম্বাইকে বাড়তি সুবিধা দেবে। শেষ কয়েকটি ম্যাচ রোহিত শর্মা ছন্দে ফিরছেন। আজ লখনউয়ের বিরুদ্ধে তিনি চাইবেন বড় রান করতে। তিলক বর্মার পরিবর্তে আসা নেহাল ওয়াধেরাও ভরসা দিচ্ছেন দলকে। তবে ডেথ ওভার এর বোলিং চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। জোফ্রে আর্চারের পরিবর্তে আসা ক্রিস জর্ডন বেশি এক্সপেন্সিভ হয়ে পড়ছেন। আজ দুই দলই স্পিন বোলিংয়ের উপর ভরসা করবে বলে মনে হয়। তাই খুব বড় স্কোর হয়তো দেখা যাবেনা আজকের ম্যাচে।
অন্যদিকে কেএল রাহুলের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে লখনউ শিবিরকে। যদিও রাহুলের পরিবর্তে কুইন্টন ডিকক ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন দলকে। কাইল মায়ার্স এই মরশুমে লখনউয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন রবি বিষ্ণোই। স্পিন নির্ভর পিছে আজ অমিত মিশ্রকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবেনা। মিডল অর্ডার নিকোলাস পুরানের মত বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে লখনউকে জেতানোর জন্য। সব মিলিয়ে ধারেভারে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে থাকলেও লখনউ সুপার জায়ান্টসও জমি ছেড়ে দেবেনা।
আইপিএল
মুম্বইতে হার্দিকের সমান অর্থ পেতে চলেছেন রোহিত? জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মিটতে চলেছে বৈষম্য? অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমপরিমাণ অর্থ পেতে চলেছেন রোহিত-বুমরাহরা? ২০২৫ আইপিএল শুরুর আগেই একাধিক জল্পনা শুরু হয়েছে। আর তারই মধ্যে শিরোনামে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ন্স।
আগামী মরশুমের আইপিএল এর আগে নতুন নিয়ম চালু করেছে আইপিএলের গভর্নিং বডি। এর মধ্যেই শনিবার প্লেয়ার রিটেনশন নিয়ে প্রকাশ্যে এলো নতুন তথ্য। “পে মোর রিটেইন মোর” ফর্মুলায় হেঁটে স্পষ্ট জানানো হয়েছে ফ্রাঞ্চাইজিগুলিকে তাদের চতুর্থ এবং পঞ্চম রিটেনশন প্লেয়ারের ক্ষেত্রে বাড়াতে হবে অর্থের পরিমাণ। প্রতিটি দলের জন্য মোট নিলামের অঙ্ক ধার্য হয়েছে ১২০ কোটি। এর মধ্যে প্রথম তিনটি রিটেনশনের ক্ষেত্রে অর্থ মূল্য ধার্য হয়েছে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। অর্থাৎ কোন দল যদি কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় সেক্ষেত্রে তাদের নিলামের অর্থের পরিমাণ কমে যাবে অনেকটাই। এবং সবথেকে আশ্চর্যজনক হল চতুর্থ এবং পঞ্চম রিটেনশনের প্লেয়ারের ক্ষেত্রে অর্থ দিতে হবে প্রথম এবং দ্বিতীয় প্লেয়ারের সমান। অর্থাৎ রিটেনশনের পাঁচ জন ক্রিকেটারের জন্য ধার্য মূল্য থাকবে ৭৯ কোটি, এবং বাকি দলের জন্য ফ্রাঞ্চাইজিগুলি পাবে মাত্র ৪১ কোটি। আরও বলা হয়েছে এক্ষেত্রে পাঁচ জন ক্রিকেটারকেই ধরে রাখতে পারবে দলগুলি। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোন সংখ্যা বেঁধে দেওয়া হয়নি।
মুম্বই ইন্ডিয়ন্সের ক্ষেত্রে যে চারজন প্লেয়ারকে তারা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে তার মধ্যে রয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক এবং সূর্যকে প্রথম এবং দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যদি দল ধরে রাখে তাহলে তাদের দিতে হবে যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি। অন্যদিকে রোহিত শর্মা এবং বুমরাহকে ধরে রাখতে চাইলে তারা হবে দলের চতুর্থ এবং পঞ্চম নাম। সেক্ষেত্রে তাদের জন্যও একই পরিমাণ অর্থ ধার্য করা হবে। প্রসঙ্গত ২০২২-এর নিলামে সবথেকে দামি ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিশানের। তাঁকে ধরে রাখতে চাইলে দিতে হবে ১১ কোটি।
আইপিএল
IPL 2025: নতুন নিয়ম লাগু হল আইপিএলে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নিলামে কোটি টাকা খরচ করে দলে নেওয়ার পরও আইপিএল থেকে নাম তুলে নেন অনেক বিদেশি ক্রিকেটাররা। প্রায় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির এই একই সমস্যা থাকে প্রতি বছর। এই কারণের জন্য সেই ক্রিকেটারের জায়গায় উপযুক্ত পরিবর্তন পেতে হিমসিম খেতে হয় দলগুলিকে। এর ফলে নতুন নিয়ম নিয়ে এল আইপিএল। নিলামে কোনো দলে বিক্রি হওয়ার পড়ে নাম তুলে নিলে বড় শাস্তির মুখে পড়তে হবে সেই খেলোয়াড়কে।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে, শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মের নতুন তালিকাও তৈরি করা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও বিদেশী ক্রিকেটার যদি মূল নিলামে নিজের নাম নথিবদ্ধ না করেন, তাহলে পরের বছরের নিলামেও সে তার নাম নথিবদ্ধ করতে পারবেন না। এছাড়াও বলা হয়েছে কোন বিদেশি ক্রিকেটার যদি নিলামে বিক্রি হওয়ার পর খেলায় অংশগ্রহণ না করেন বা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তাহলে, সেই বছর এবং পরের বছরও আইপিএলে নিজের নাম দিতে পারবেন না। তার পাশাপাশি তাদের জানাতে হবে যে তাকে কতদিন দল গুলি পাবে। সেইমতোই খেলোয়াড়দের ক্রয়-বিক্রয় করবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
আইপিএল
IPL 2025: কেকেআরের নতুন মেন্টর হলেন ব্র্যাভো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রাক্তন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। জাতীয় দলকে কোচিং করানোর জন্য তাঁকে ছাড়তে হয়েছে কেকেআর মেন্টরের পদ। সেই জায়গায় নতুন মেন্টর পেল শাহরুখ খানের দল। চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন ক্রিকেটার ডোয়াইন ব্র্যাভো মেন্টর হিসেবে নিযুক্ত হলেন কেকেআর দলের।
গতকালই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ডোয়াইন ব্র্যাভো। এবারে নতুন ভূমিকায় তিনি আসছেন কলকাতায়। আসন্ন আইপিএল ২০২৫ মরশুমে তাঁকে দেখা যাবে কেকেআর ডাগআউটে দলের মেন্টর হিসেবে। যদিও শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি খুব একটা অচেনা নয় ব্র্যাভোর কাছে। এর আগে আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স, মেজর লিগ ক্রিকেটে লস এঞ্জেলেস নাইট রাইডার্স এবং নিজের দেশের লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে আইপিএলে তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন যুক্ত হলেন।
এবারে দেখার গম্ভীরের জায়গা পূরণ করে কেকেআরকে কতটা সাফল্য এনে দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়েন ব্র্যাভো।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট12 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি