Connect with us

ক্রিকেট

মোহনবাগান মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেট পিচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ অভিনব উদ্যোগের ব্যপারে মোহনবাগান ক্লাব নামটা বরাবরই এগিয়ে থাকতে ভালোবাসে। মোহনবাগান, এই নামটার সাথে সবেচেয়ে বেশি জড়িত ফুটবল নামক খেলাটি। তবে অন্যদিকেও কী পিছিয়ে থাকলে চলে? হকি হোক বা ক্রিকেট সবুজ মেরুন রঙটাই লড়াইয়ের প্রতীক। আরও একবার এমনই নতুন উদ্যোগের নিদর্শন রাখল মোহনবাগান ক্লাব। ফুটবলের পাশাপাশি ক্রিকেট অনুশীলনের জন্য পিচ তৈরি হল মোহনবাগান মাঠে। এই উদ্যোগ ফুটবলের পাশাপাশি ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মোহনবাগান মাঠে গোল পোস্টের ঠিক পিছনে অর্থাৎ যে জায়গাটাকে বলা হয় র‍্যামপার্ট সেখানেই প্রস্তুত হচ্ছে ক্রিকেট পিচ। ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পিচ অবস্থান করছে। অর্থাৎ এবার থেকে মোহনবাগান মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও অনুশীলন হবে তা বলাই যায়।

ক্রিকেট পিচ দুটি নির্মাণের দায়িত্বে ছিলেন শেখ নোমান এবং শিশির চক্রবর্তী। ন্যাচারাল টার্ফ সলিউশনের প্রতিষ্ঠাতা এই শিশির চক্রবর্তীর তত্বাবধানেই মোহনবাগান মাঠে নবরূপে রূপায়িত হচ্ছে এই ক্রিকেট পিচ। যদিও এই মুহূর্তে অনুশীলনের জন্য নকল ঘাসের পিচ বানানো হচ্ছে। নজর রাখা হচ্ছে পিচের গুনগত মানের দিকে। পিচ বিশেষজ্ঞদের পরামর্শেই নির্মিত হচ্ছে পিচটি। নিঃসন্দেহে বলাই যায় মোহনবাগান ক্লাবের এই উদ্যোগ ক্রিকেট প্রেমী মানুষের মনে জায়গা করে নেবে।

ক্রিকেট

১৫তম ইরানি কাপ জয় মুম্বাইয়ের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির পর এবারে রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে ইরানি কাপও নিজেদের দখলেই রাখল অজিঙ্ক রাহানের দল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন মুম্বইয়ের ক্রিকেটার তনুষ কোতিয়ান। এর পাশাপাশিই ম্যাচে দ্বিশতরান করেন সরফরাজ খান।

প্রথম ইনিংসে মুম্বই ব্যাট করে তুলেছিল ৫৩৭ রান। দ্বিশতরানের তাবড় ইনিংস খেলেন সরফরাজ খান। শতরান একটুর জন্য হাতছাড়া হয় অধিনায়ক আজিঙ্কা রাহানের। তার সঙ্গে অর্ধশতরানের ইনিংস খেলেন অভিজ্ঞ শ্রেয়স আইয়ার এবং তনুশ কোতিয়ানও। এরপর ব্যাট করতে নামে রেস্ট অফ ইন্ডিয়া দল। সেখানে অভিমন্যু ঈশ্বরণ করেন ১৯১ রান। তারপর ৪১৬ রানেই অলআউট হয়ে যায় তাঁরা। যার ফলে প্রথম ইনিংসে ১২১ রানে এগিয়ে থাকে মুম্বাই।

সেই লিড সঙ্গে নিয়েই মুম্বাই তোলে ৮ উইকেটে ৩২৯ রান। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন মুম্বইয়ের মোহিত অবস্থা। ব্যাট হাতে ৭৪ রান করেন ওপেনার পৃথ্বী শ। যার ফলে এই ম্যাচে জেতার কোনরকম সম্ভাবনা ছিলনা রেস্ট অফ ইন্ডিয়া দলের কাছে। অবশেষে ফাইনালে রুতুরাজ গায়েকওয়াডের দলকে হারিয়ে, ইরানি কাপের ট্রফি জিতল আজিঙ্কা রাহানের মুম্বই।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

WT20WC: প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টিতে এর আগে মোট তেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু জয় বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ক্রিকেটভক্তদের আশা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়ত নিউজিল্যান্ডকে হারিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। কিন্তু সেটা হল না। প্রস্তুতি ম্যাচে পরপর জয় পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং। ২০০৯ সাল থেকে প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতীয় মহিলারা।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তাদের দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লামার। পাওয়ারপ্লেতেই ৫০ রানের উপর স্কোরবোর্ডে রান তুলে ফেলেন কিউই ওপেনাররা। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারতের বোলাররাও। পরপর দুই ওভারে তারা আউট করে দেন, নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। মাঝের ওভারগুলোতে যথেষ্ট ভাল বোলিং করেন ভারতীয়রা। তবে শেষের দিকে এসে মাত্র ৩৬ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেই ইনিংসের দরুন ১৫০ রানের গণ্ডি পার করে তার দল। কুড়ি ওভার শেষে তাদের রান হয় ১৬০। অপরদিকে ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে সফল বোলিং করেন রেনুকা সিং। চার ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আশা শোভানা এবং অরুন্ধতী রেড্ডি।

১৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় ভারতের দুই তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে। বেশিক্ষণ ক্রিজে থাকেন নি অধিনায়ক হরমনপ্রীতও। তাঁকে আউট করেন নিউজিল্যান্ড বোলার রোজম্যারি মায়ের। প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং। অবশেষে ৫৮ রানের বিরাট ব্যবধানে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয় হরমনপ্রীতদের। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অবশ্যই চাপে থাকবে ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম প্রস্তুতি ম্যাচে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেটাররা। এবারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা ২৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এর ফলে বেশ ভাল আত্মবিশ্বাস নিয়েই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে নামবে ভারত, তা বলাই যায়।

আগামী ৪ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা ব্রিগেড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তারা। শেষ ম্যাচে দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষের দুরন্ত খেলায় ১৪৪ রান করে ভারত। রান করেন স্মৃতি মান্ধানাও।

বল করতে নেমে দুরন্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের। চার ওভারে তিনি দেন মাত্র ১৬ রান দেন রেণুকা সিং। অপরদিকে দীপ্তি এবং হারমনপ্রীত দুজনে মিলে তিন ওভার বল করে মাত্র ৩ রান দেন। ফলে রানরেটে অনেকটাই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওপেনার লাউড় ওয়ালভার্ড এবং তাজমিন ব্রিটজ দুরন্ত পার্টনারশিপ তৈরি করেন। কিন্তু মাঝের ওভারে ভারতের স্পিনাররা রানের গতিতে বাধা দিয়ে দেন। যার ফলে ২০ ওভারের শেষে ১১৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং এবং ২৮ রানের সহজ জয় পান হারমনপ্রীত-দীপ্তিরা।

Continue Reading

Trending