ক্রিকেট
মোহনবাগান মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেট পিচ
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ অভিনব উদ্যোগের ব্যপারে মোহনবাগান ক্লাব নামটা বরাবরই এগিয়ে থাকতে ভালোবাসে। মোহনবাগান, এই নামটার সাথে সবেচেয়ে বেশি জড়িত ফুটবল নামক খেলাটি। তবে অন্যদিকেও কী পিছিয়ে থাকলে চলে? হকি হোক বা ক্রিকেট সবুজ মেরুন রঙটাই লড়াইয়ের প্রতীক। আরও একবার এমনই নতুন উদ্যোগের নিদর্শন রাখল মোহনবাগান ক্লাব। ফুটবলের পাশাপাশি ক্রিকেট অনুশীলনের জন্য পিচ তৈরি হল মোহনবাগান মাঠে। এই উদ্যোগ ফুটবলের পাশাপাশি ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মোহনবাগান মাঠে গোল পোস্টের ঠিক পিছনে অর্থাৎ যে জায়গাটাকে বলা হয় র্যামপার্ট সেখানেই প্রস্তুত হচ্ছে ক্রিকেট পিচ। ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পিচ অবস্থান করছে। অর্থাৎ এবার থেকে মোহনবাগান মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও অনুশীলন হবে তা বলাই যায়।
ক্রিকেট পিচ দুটি নির্মাণের দায়িত্বে ছিলেন শেখ নোমান এবং শিশির চক্রবর্তী। ন্যাচারাল টার্ফ সলিউশনের প্রতিষ্ঠাতা এই শিশির চক্রবর্তীর তত্বাবধানেই মোহনবাগান মাঠে নবরূপে রূপায়িত হচ্ছে এই ক্রিকেট পিচ। যদিও এই মুহূর্তে অনুশীলনের জন্য নকল ঘাসের পিচ বানানো হচ্ছে। নজর রাখা হচ্ছে পিচের গুনগত মানের দিকে। পিচ বিশেষজ্ঞদের পরামর্শেই নির্মিত হচ্ছে পিচটি। নিঃসন্দেহে বলাই যায় মোহনবাগান ক্লাবের এই উদ্যোগ ক্রিকেট প্রেমী মানুষের মনে জায়গা করে নেবে।