Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

Asia Cup: এশিয়া কাপে না খেললেও, বিরাটের ব্যাটিং দেখতে মাঠে যাবেন শাহিন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চোট পাওয়ার কারণে ইতিমধ্যেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। তবে তিনি পাকিস্তান দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে গেছেন এবং সেখানেই নিজের রিহ্যাব জারি রেখেছেন। আর সেখানেই ভারতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি, যজুবেন্দ্র চাহাল, ঋষভ পন্থদের দেখা গেল অনুশীলনে যাওয়ার সময় শাহিনকে দেখে দাঁড়িয়ে যেতে এবং সে কেমন আছে তার খোঁজ নিতে। এমনই একটি ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যা খুব ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত হাঁটুর চোটের কারণে এই এশিয়া কাপের ঠিক আগে পাকিস্তান টিম থেকে ছিটকে গিয়েছেন শাহিন, তবে তিনি দলের সঙ্গেই রয়েছেন। দিন দুয়েক ধরেই দেখা যাচ্ছে যে অনুশীলনের মাঝে মাঝে ভারত-পাকিস্তান ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন, হাত মেলাচ্ছেন এবং ২২ গজের যুদ্ধে নামার আগে সৌহার্দের পরিচয় দিচ্ছেন।

তেমনিই পিসিবির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যে সাইড লাইনের ধারে বসে থাকা শাহিনকে দেখে এগিয়ে আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, চাহাল, রাহুল এবং অন্যান্যরা। এদের মধ্যে বিরাট বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে শাহিনের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। সেখানেই শাহিন বিরাটকে তার আসন্ন ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের জন্য শুভকামনা জানান এবং সাথে সাথে এও জানান যে তিনি বিরাটের ব্যাটিং দেখতে মাঠে অবশ্যই যাবেন।

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রেয়স আইয়ারকে নিয়ে বিস্ফোরক বিসিসিআই কর্তা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শ্রেয়াসের নাম বিবেচনা করেন নি নির্বাচকরা। তবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল তাঁর কাছে। এবার সেটাও হারালেন শ্রেয়স। চলতি দলীপ ট্রফিতে চার ইনিংসে মাত্র ১০৪ রান এসেছে আইয়ারের ব্যাট থেকে। একদিকে ইংল্যান্ড টেস্টে সারফারাজ খান, ধ্রুব জুড়েলের অনবদ্য পারফরমেন্স, অন্যদিকে বাংলাদেশ সিরিজের দলে ঋষভ পন্থ এবং কেএল রাহুল ফিরে আসায়, টেস্ট ক্রিকেটে আইয়ারের প্রত্যাবর্তন ঘটানো এখন বেশ কঠিন হতে চলেছে।

এই কথাই সরকারিভাবে ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিশেষ আধিকারিক এদিন জানান, “এই মুহূর্তের টেস্ট দলে আইয়ারের কোন জায়গা নেই। কার পরিবর্ত হিসেবে নেওয়া হবে ওকে? সর্বোপরি রবিবার দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন মোটেই আশানুরূপ ছিল না। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর পরেও ভুল শট কি করে ও খেলল তা জানি না।” এখন ঘরোয়া ক্রিকেট খেললেও, আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও তাঁর জন্য বিশেষ কোন সুখবর নিয়ে আসবে না, এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের আরেক অধিকর্তা। তবে জাতীয় দলে ফের জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা ছাড়া এই মুহূর্তে আর কোন রাস্তা খোলা নেই শ্রেয়স আইয়ারের সামনে এ কথা স্পষ্ট।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

Trending