Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বেঙ্গালুরুতে ডেল স্টেইনকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে অনন্য নজির রবীচন্দ্রন অশ্বিনের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন একসঙ্গে টপকে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। এবারে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় অর্থাৎ দিন-রাতের টেস্ট অশ্বিন এবারে সর্বকালীন টেস্ট উইকেট শিকারিদের তালিকায় পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনকে।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে এই ভারতীয় অলরাউন্ডারের ঝুলিতে ছিল ৪৩৬টি টেস্ট ক্রিকেট। অন্যদিকে ডেল স্টেইন তার টেস্ট কেরিয়ারে ৯৩টি ম্যাচে উইকেট নিয়েছিলেন ৪৩৯টি। বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন পান দুটি উইকেট। আর এরপরে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডিসিলভাকে আউট করার সাথে সাথেই ৪৪০ টেস্ট উইকেট নিয়ে স্টেইনকে পেছনে ফেলে দেন অশ্বিন। ‌

বর্তমানে টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা অশ্বিন রয়েছেন ৮ নম্বর স্থানে। তার আগে রয়েছেন কটনি ওয়ালস (৫১৯), স্টুয়ার্ট ব্রড (৫৩৭), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৬৪০), শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলিধরন (৮০০)।

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ব্যাটিং ব্যর্থতায় পার্থে ধরাশায়ী ভারত…

Published

on

নিজস্ব প্রতিনিধি, পার্থ: বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে না হতেই বেরিয়ে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপের কঙ্কালসার চেহারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে একরকম নাস্তানাবুদ হলেন ভারতের ব্যাটিং তারকারা। দেড়শো রানের মধ্যে গুটিয়ে গেল ভারতের ইনিংস। এমনকি টেনেটুনে ৫০ ওভারও খেলতে পারলেন না বিরাট কোহলিরা।

পার্থ মানেই ব্যাটারদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে বোলারদের কাছে একটা দারুণ সুযোগ। ঘাসে ঢাকা পিচ, তাতে বল লাফিয়ে উঠবে জোর গতিতে। আর ঠিক এই সুযোগকেই কাজে লাগালেন জশ হ্যাজেলউডরা। মাত্র দুটো সেশন এর মধ্যেই আত্মসমর্পণ করতে বাধ্য হল ভারত। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বুমরাহ। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন পাডিক্কল। কিন্তু রান আসেনি তাঁর ব্যাট থেকে। অন্যদিকে বিতর্কিতভাবে প্যাভিলিয়নের পথে ফিরে যান কেএল রাহুলও। তাঁর অবদান ২৬। মাত্র ১২ বল খেলে একটি বাউন্ডারি সহযোগে ৫ রান করে পার্থ টেস্টেও হতাশ করেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৫১ রানে চার উইকেট খুইয়ে নাজেহাল অবস্থা ছিল ভারতের। এরপর ব্যাট করতে নেমে পরপর আউট হন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। ঠিক এখানেই ভারতের হাল ধরেন ঋষভ পন্থ। সবাইকে তাক লাগিয়ে দিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন প্রথমবার টেস্ট খেলতে আসা নীতিশ রেড্ডি। দুজনে একসাথে গড়ে তোলেন ৪৮ রানের পার্টনারশিপ। অন্যদিকে প্রথমবার টেস্ট খেলতে আসা হর্ষিত রানা ৫ বলে ৭ রান করে আউট হন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ। অন্যদিকে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন জশ হ্যাজেলউড।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।

গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।

প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: সহকারী কোচ ছাড়াই প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে দুবার অজি ভূমিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। তবে ঘরের মাঠে তৃতীয়বার সেই হার আটকাতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। পার্থ টেস্টে ডাগআউটে সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই খেলতে নামতে হবে প্যাট কামিন্সদের। শোনা যাচ্ছে আইপিএল নিলামের জন্য ওই সময়ে সৌদি আরবে থাকবেন তিনি।

পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। প্রথম টেস্ট আয়োজিত হবে পার্থে। তবে সেই সময় অর্থাৎ আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে আসন্ন আইপিএলের মহা নিলাম। আইপিএলে হায়দ্রাবাদ দলের হেড কোচ এই ড্যানিয়েল ভেটোরি। যার ফলে সেই সময় নিলামের টেবিলে উপস্থিত থাকার কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ডাগআউটে দেখা যাবেনা তাঁকে। যদিও এই বিষয়ে অজি ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছেন ভেটোরি। শুধু অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বই নয়, তার পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দলেরও কোচিং করান ভেটোরি। তবে যা খবর তাতে হয়ত প্রথম টেস্টের দুদিন দলের সঙ্গে থেকে তারপর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই বিষয়ে অস্ট্রেলিয়া দলের মুখপাত্র জানিয়েছেন, “নিলাম শেষ হওয়ার পর পুর বর্ডার-গাভাস্কার সিরিজে দলের সঙ্গেই থাকবেন ভেটোরি”।

Continue Reading

Trending