আন্তর্জাতিক ক্রিকেট
বেঙ্গালুরুতে ডেল স্টেইনকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে অনন্য নজির রবীচন্দ্রন অশ্বিনের…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন একসঙ্গে টপকে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। এবারে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় অর্থাৎ দিন-রাতের টেস্ট অশ্বিন এবারে সর্বকালীন টেস্ট উইকেট শিকারিদের তালিকায় পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনকে।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে এই ভারতীয় অলরাউন্ডারের ঝুলিতে ছিল ৪৩৬টি টেস্ট ক্রিকেট। অন্যদিকে ডেল স্টেইন তার টেস্ট কেরিয়ারে ৯৩টি ম্যাচে উইকেট নিয়েছিলেন ৪৩৯টি। বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন পান দুটি উইকেট। আর এরপরে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডিসিলভাকে আউট করার সাথে সাথেই ৪৪০ টেস্ট উইকেট নিয়ে স্টেইনকে পেছনে ফেলে দেন অশ্বিন।
বর্তমানে টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা অশ্বিন রয়েছেন ৮ নম্বর স্থানে। তার আগে রয়েছেন কটনি ওয়ালস (৫১৯), স্টুয়ার্ট ব্রড (৫৩৭), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৬৪০), শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলিধরন (৮০০)।