Connect with us

Uncategorized

সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আক্রম

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ৩৬০ ডিগ্রিতে ব্যাট চালানো দেখে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আক্রম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাত্র ২৫ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন সূর্য। দলের বড় স্কোরের পিছনে তার এই ইনিংসের অবদান অনস্বীকার্য। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র এক বছরে এক হাজারের বেশি রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন তিনি। আর এবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ ওয়াসিম আক্রম।

আক্রম বলেছেন, “ওকে দেখলে মনে হয় ও অন্য গ্রহ থেকে এসেছে। শুধুমাত্র জিম্বাবোয়ে নয় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়েও ওর খেলা দেখা চোখের পক্ষে আরামদায়ক। অন্য সবার থেকে ও আলাদা। মাত্র এই কদিনে করা ওর রান সে কথাই বলে দেয়। এতটা নির্ভীক ও যে কখনো শরীরের চোট লাগার ভয়ও পায় না। আমি সত্যিই ওর খেলা দেখতে ভালোবাসি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ছন্দে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদবকে। সর্বোচ্চ রানের তালিকায় বিরাট কোহলির পরেই দ্বিতীয় স্থানে আপাতত রয়েছে তার নাম। ১৮০ স্ট্রাইক রেট নিয়ে যে কোনো প্রতিপক্ষকে দুরমুশ করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। মাঠের যে সমস্ত দিকগুলোয় ব্যাট চালানো প্রায় অসম্ভব মনে হয় সেখানেও অনায়াসে বল পাঠান তিনি। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সূর্যকুমার যাদব বলেন, মূলত রবার বলে ক্রিকেট খেলার ফলেই এই ধরনের শট নেওয়া শিখেছেন তিনি। আর বর্তমানে সেটাই কাজে লাগাচ্ছেন নিজের দেশের হয়ে।

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Uncategorized

অতীত ভুলে ভবিষ্যতেই নজর মোলিনার

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ঢাকে কাঠি পড়ে গেল ইন্ডিয়ান সুপার লিগের। বুধবার কলকাতার এক পাঁচ তারা হোটেলে আয়োজিত হয়ে গেল আইএসএলের মিডিয়া ডে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান হেড কোচ হোসে মোলিনা। সদ্য ডুরান্ড কাপ ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া করেছে তাঁর দল। সেই ব্যার্থতা ভুলে এবার সামনের দিকে তাকাতে চাইছে বাগান ব্রিগেড। মোলিনা বললেন “আমি অতীত নিয়ে ভাবতে চাই না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়ে ভাবতে চাই এবং ভবিষ্যৎটা সুন্দর করে তৈরি করতে চাই।” তিনি আরও বলেন “আমরা প্রায় এক মাস অনুশীলন করছি। একটা সিস্টেমের মধ্যে গোটা দলটাকে আনতে চাইছি আমি। আইএসএল শুরুর আগে প্রায় দশ দিন সময় আছে আমাদের হাতে। সেই সময় নিজেদের গুছিয়ে নিতে চাই।”

আসন্ন আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান। গতবার আইএসএল ফাইনালে এই মুম্বইয়ের কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। আইএসএল অভিযান শুরু হওয়ার আগে এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চাইছেন না মোলিনা। তিনি বললেন “আমরা প্রতিটা ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। তাই এখন শুধু মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়েই ভাবছি আমরা।” জাতীয় দলের খেলার জন্য আগামী কয়েকদিন বেশ কিছু ফুটবলারকে অনুশীলনে পাবেন না মোলিনা। যদিও এই ব্যাপারে কোন অজুহাত দিতে রাজি নন তিনি।

অন্যদিকে, দিমিত্রি পেত্রাতস বললেন “নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য মুখিয়ে রয়েছি। গত বছরের তুলনায় এবছর আমাদের দল অনেক বেশি শক্তিশালী। তবে নিজেদের পারফরম্যান্সে সেটা প্রমাণ করতে হবে।” কোচ হোসে মোলিনার তত্ত্বাবধানে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন জেসন কামিন্স। তিনিও নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন।

Continue Reading

Uncategorized

ফলাফল বদলাতে চান কুয়াদ্রাত

Published

on

রে স্পোটজ নিউজ ডেস্ক: রাত পোহালেই মহারণ। দীর্ঘ ৯ বছর পরে ফের একবার এএফসির কোনও প্রতিযোগিতায় নামতে চলেছে ইস্টবেঙ্গল। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে নামার আগে একেবারেই প্রতিশোধের কথা ভাবছেন না ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। ২০১৮ সালে তিনি যখন বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন, তখন এই আল্টিন আসিরের বিরুদ্ধেই এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে হেরেছিল বেঙ্গালুরু।

এই ম্যাচটা কি তাহলে প্রতিশোধের? উত্তরে হাসি মুখে লাল-হলুদ হেড কোচ বললেন,”আমি একেবারেই প্রতিশোধের কথা ভাবছি না। এখানে আসার আগেই আমার ওদের কোচের সঙ্গে দেখা হল। ওরা প্রায় প্রতিটা এএফসি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শেষবার ওদের বিরুদ্ধে আমার দল বড় ব্যবধানে হেরেছিল। তবে এবারে আমি সেই ফলাফল বদলাতে চাই।”

তাঁর দলে বেশ কয়েকজন বিদেশি ফুটবলার থাকলেও, প্রতিপক্ষের স্কোয়াডে একজন বিদেশি ফুটবলারও নেই। এতে তাঁর দলের বাড়তি কোনও সুবিধা হবে কিনা, প্রশ্নের উত্তরে কুয়াদ্রাত বলেন, “বিদেশি ফুটবলার দলে থাকলে তা সব সময় দলকে সাহায্য করে। বর্তমান সময়ে সব দলই, একটা সেরা স্কোয়াড তৈরির চেষ্টা করে। আমরাও একটা ভালো স্কোয়াড তৈরির চেষ্টা করছি।”

দুটি প্রতিযোগিতা একসাথে খেলার কারণে, এএফসি কাপ এবং ডুরান্ড ডার্বি মাত্র কয়েকদিনের ব্যবধানে খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। যদিও কার্লেস এই ব্যাপারে চিন্তিত নন। তিনি বলেন, “এএফসি কাপ এবং ডার্বি পরপর হওয়ায় আমরা একেবারেই চিন্তিত নই। আমাদের এইরকম ম্যাচ খেলার জন্যই প্রস্তুতি নিতে হয়। আমার দলের ফুটবলাররা প্রত্যেকেই তৈরি। তবে বর্তমানে আমাদের একমাত্র লক্ষ্য এএফসি কাপের ম্যাচে ভালো ফলাফল করা। তারপরে আমরা ডার্বি নিয়ে ভাবব।”

ইস্টবেঙ্গলে মরশুমের শুরু থেকেই চোট আঘাত লেগেই রয়েছে। যদিও বুধবারের ম্যাচের জন্য তাঁর স্কোয়াড যে পুরোপুরি তৈরি তা জানিয়ে দিলেন কুয়াদ্রাত। “জিকসন সহ সব ফুটবলাররাই স্কোয়াডে থাকবে। নিশু কুমার ছাড়া সকলেই এই ম্যাচের জন্য প্রস্তুত। তবে আমাদের দলের সব ফুটবলাররা ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়। সেই ফুটবলারদের প্রয়োজন মতো আমি ব্যবহার করব।”

পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নিজের দলকে আন্ডারডগ বলে গেলেন লাল-হলুদ হেড কোচ। “আল্টিন এই দলটা দীর্ঘ কয়েক বছর ধরে রেখেছে। শুধু তাই নয় ওরা পরপর এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছে। তাই আমি মনে করি এই ম্যাচে আমরা আন্ডারডগ হয়েই নামব।”

Continue Reading

Trending