Connect with us

Uncategorized

বিশ্বকাপের আগে নতুন চমক, ওপেনিং জুটিতে বদল ভারতের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আর তার আগেই নতুন রহস্য ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা। জানালেন ভারতের ওপেনিং জুটিতে থাকছে চমক। বুধবার ডমিনিকায় তার পাশে নামতে চলেছে ২১ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল।

সাদা বলে ক্রিকেটে জয়সওয়াল এর রেকর্ড দেখার মত। ২০২৩ আইপিএলে তার করা মোট রান ৬২৫। গড় ৪৮, স্ট্রাইক রেট ১৬৩.৬১। লাল বলেও যথেষ্ট দক্ষতা রয়েছে তার। প্রথম ২৬ টা প্রথম শ্রেণীর ইনিংসে তার গড় রান ৮০। গত বছর দিলীপ ট্রফি ফাইনালে দ্বিতীয় ইনিংসে মোট ২৬৫ রান যোগ করেছিলেন তিনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা। সেই শূন্যস্থান পূরণ করবেন শুভমান গিল। ফলে স্বাভাবিকভাবেই ওপেনিং জুটিতে রোহিত শর্মার সাথে অন্য একজনের প্রয়োজন। এই প্রসঙ্গে ভারতের অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, “গিল তিন নম্বরে খেলবে কারণ ও নিজেই তিনে খেলতে চায়। এই ব্যাপারে ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছে। ওর বিশ্বাস ও নিজের সমস্ত খেলা তিন নম্বরে খেলে এসেছে, এবং সেখানে খেললেই ও দলকে আরো অনেক কিছু দিতে পারবে। তাছাড়া ওপেনিং জুটিতে বাঁ এবং ডানের কম্বিনেশন থাকলে, আমাদেরও কিছুটা সুবিধা হবে। তাই আমার মনে হয় এটা একটা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত হতে চলেছে। আরো একটা দিক হল আমরা বহুদিন ধরে একজন বাঁ হাতি ওপেনার খুঁজছিলাম। এখন যখন পাওয়াই গেছে আশা করি ও দলে নিজের জায়গাটা পাকাপাকিভাবে তৈরি করে নিতে পারবে।”

নিঃসন্দেহে জয়সওয়াল এর কাছে এটা একটা বড় সুযোগ। এখন দেখার জাতীয় দলে নিজের স্থান কত তাড়াতাড়ি পাকা করে নিতে পারে তরুণ এই ক্রিকেটার।

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending