আন্তর্জাতিক ফুটবল

UCL: সহজেই সেমিফাইনালে লিভারপুল; অ্যাটলেটিকো-ম্যান সিটি ম্যাচ নিল কুরুক্ষেত্রের চেহারা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বেনফিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ার পরে একরকম নিশ্চিতই ছিল যে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছছে লিভারপুল। তবে ঘরের মাঠে দেখা গেল অন্য ছবি। লিভারপুলের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করল বেনফিকা, তবুও ক্লপের দল হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছালো।

এদিন ঘরের মাঠে লিভারপুলকে প্রথমে কর্নার থেকে হেডে গোল করে এগিয়ে দেন ইব্রাহিমা কোনাটে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল এবং গতির বিরুদ্ধে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ফেরান রামোস। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে নিজেদের খেলা আরও মেলে ধরে লিভারপুল। খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর চাপ বাড়ায় রেডসরা। ৫৫ ও ৬৫ মিনিটে রবার্তো ফির্মিনো দুই গোল করে লিভারপুলকে ৩-১ লিড এনে দেওয়ার পর সহজেই সেমিতে পৌঁছে যাবে বলে মনে হচ্ছিল রেডসরা। তবে লড়াকু বেনফিকা হার মানতে একেবারেই রাজি ছিল না। অন্যদিকে অভিজ্ঞ ভার্জিল ভ্যান ডাইকের অনুপস্থিত কারণে বেশ ভঙ্গুর ছিল লিভারপুল ডিফেন্স। আর সেই সুযোগে ৭৩ মিনিটে ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডারউইন নুনেস গোল করে ম্যাচে বেনফিকাকে সমতায় ফেরান। দুই গোলই প্রথমে অফসাইডের জন্য বাতিল হলেও, ভিএআরের সহায়তা সিদ্ধান্ত বদল হয়। নুুনেস ম্যাচের শেষের দিকে একেবারে জ্বলে উঠেন। তাঁর একটি শট দারুণভাবে বাঁচিয়ে দেন লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার। আরেকটি শটে বল জালে জড়ালেও, তা অফসাইডে বাতিল হয়। কোনওক্রমে ম্যাচ ড্র করতে সক্ষম হয় জুরগেন ক্লপের দল। তবে দুই লেগ মিলিয়ে জিতে তারা পাঁচ মরশুমে তৃতীয়বার সেমির টিকিট পাকা করে।

অন্যদিকে স্পেনের দল অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে মাত্র ১-০ গোলে জিতে থাকায় ম্যানচেস্টার সিটির ম্যাচটি ছিল বেশ কঠিন। আর এদিন অ্যাটলেটিকোও জেতার জন্য মরীয়া হয়ে চলছিল। যদিও এই ম্যাচে শৈল্পিক ফুটবলের বদলে দুই দলের খেলোয়াড়দের মাঠে শারীরিক লড়াই বেশি ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শেষের দিকে ম্যান সিটি সময় নষ্ট করার ভাবনা নিলেই, দুই দলের খেলোয়াড়দের মধ্যে জোর লেগে যায়।

খেলার বয়স যখন ৯১ মিনিট তখন অ্যাটলেটিকো ডিফেন্ডার ফিলিপে রেড কার্ড দেখেন এবং তারপরই ১২ মিনিটের অতিরিক্ত সময় যোগ করেন মাঠে থাকা রেফারি। তবে এই অতিরিক্ত সময় এবং তারপরে দুই দলের মধ্যে মাথা গরম করা নিয়ে উত্তেজনা ছড়ায়। এমনকি মাঠ ছাড়ার পর টানেলের মধ্যেও হাতাহাতির ছবি ধরা পড়ে। শেষমেশ পুলিশ দিয়ে দুই দলের খেলোয়াড়দের আলাদা করতে হয়। তবে গোলশূন্য ম্যাচ থাকায় আরেক মাদ্রিদ দল রিয়ালের বিরুদ্ধে নিজেদের সেমিফাইনালের টিকিট পাকা করে নেয় সিটি। লিভারপুলও সেমিফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধেই মাঠে নামবে। তারা খেলবে এ মরশুমের ‘সারপ্রাইজ প্যাকেজ’ ভিলারিয়ালের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version