ফুটবল
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবলে নতুন ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে, ইন্টার কাশি। আসন্ন মরশুমে আইলিগে অংশ নেবে বারানসির এই ক্লাবটি। উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই ক্লাবটি ভারতীয় ফুটবলের অন্য ক্লাব গুলির সাথে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই দলগঠনের কাজ সম্পূর্ণ করতে চান ইন্টার কাশির টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের বেশ কিছু পরিচিত নামকে দলে নিয়েছে ইন্টার কাশি। মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য রয়েছেন এই দলে। সুমিত পাসি, সেহনাজ সিংয়ের মতো ফুটবলাররাও যোগ দিয়েছেন ইন্টার কাশিতে।
ইন্টার কাশির হেড কোচের পদে রয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস সান্তামারিনা। মরশুম শুরুর আগেই দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছে ইন্টার কাশি। কলকাতায় রাজারহাটের এনসিই গ্রাউন্ডে প্রাক মরশুম অনুশীলন শুরু করেছেন তারা। কিছুদিনের মধ্যেই আইলিগের দিনক্ষণ জানা যাবে। আইলিগ এখন ভারতের দ্বিতীয় টায়ারের প্রতিযোগিতা। আইলিগে ভালো ফল করে ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ করাই ইন্টার কাশির মূল লক্ষ্য।