ইস্টবেঙ্গল

দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ হঠাৎই ছবিটা বদলে গেল। যে ইস্টবেঙ্গল কলকাতা লিগে গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্সে যোগ্যতা অর্জন করল তাদেরই হঠাৎ ছন্দপতন। কলকাতা লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার সিক্সের প্রথম ম্যাচেই পরাজিত হতে হল লাল হলুদ ব্রিগেডকে। ইস্টবেঙ্গল সিনিয়র দলের প্রায় ৮ জন ফুটবলারকে ব্যবহার করেও জয় এলনা বিনো জর্জের দলের। ডেভিডের জোড়া গোলে তিন পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নশিপের দিকে আরও এক ধাপ এগোল মহামেডান স্পোর্টিং।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি এল পেনাল্টি থেকে। ৫৯ মিনিটে সৌভিকের শট ইরশাদের হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নন্দকুমার। শেষ দিকে গোল পরিশোধের জন্য ইস্টবেঙ্গল মরিয়া হয়ে উঠলেও সমতায় ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যান লাল হলুদের ফুটবলাররা। তবুও শেষ কাজটা করে উঠতে পারেননি তারা। নিদেনপক্ষে ড্র করে মাঠ ছাড়লেও এক পয়েন্ট ঘরে আসত। সেখানে পয়েন্ট নষ্ট করায় চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল।

এবারের কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি এবং ইস্টবেঙ্গল। লাল হলুদের এখনও দুটো বড় ম্যাচ বাকি। সুতরাং চ্যাম্পিয়ন হতে গেলে পড়ের ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে হবে বিনো জর্জের ছেলেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version