আন্তর্জাতিক ক্রিকেট
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
সৌরভ রায়, দিল্লি: বিশ্বকাপে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি প্যাভিলিয়নে ফিরেছিলেন কোনও রান না করেই। স্বাভাবিকভাবেই নিজের এই ব্যাটিং ব্যর্থতা চাপে রেখেছিল ভারতীয় অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মাকে। তবে দ্বিতীয় ম্যাচে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করলেন ভারতীয় অধিনায়ক। একদিকে যেমন শুরুতেই কিছুটা শক্ত ভিতের উপর বসিয়ে দিয়ে গেলেন ভারতীয় ব্যাটিংকে, আর তার সঙ্গে তৈরি করলেন বিশ্বকাপে নতুন নজির।
বিশ্বকাপের মঞ্চে এদিন নিজের ১০০০ রানের গণ্ডি টপকে গেলেন রোহিত। আর তার সঙ্গেই যুগ্মভাবে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। ১৯টি ইনিংস খেলে এই নজির তৈরি করলেন তিনি। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপে ১৯টি ইনিংস খেলে ১০০০ রানের নজির তৈরি করেছিলেন। শচীন তেন্ডুলকার এবং এ বি ডিভিলিয়ার্স ২০টি ইনিংসে ১০০০ রান করেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সৌরভ গাঙ্গুলি ২১টি এবং বিরাট কোহলি ২৫টি ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান করেন।
আর এর সঙ্গেই এদিন আরও একটি নতুন রেকর্ড তৈরি করলেন ভারতীয় অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়লেন তিনি। পেছনে ফেলে দিলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলকে। ৫৫৪টি ছয় মেরে এই নজির তৈরি করলেন রোহিত শর্মা।