ফুটবল
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গতকালই বাংলাদেশের কিংস এরিনায় মোহনবাগানকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ২-১ গোলে সবুজ মেরুন ব্রিগেডকে হারিয়ে গ্রুপ “ডি”-এর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের ক্লাবটি। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বসুন্ধরা কিংসের ম্যাচ আয়োজন নিয়ে। কিংস এরিনার যে মাঠে গতকাল খেলা হয়েছে সেই মাঠের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। মাঠের বেশ কিছু জায়গায় ঘাস নেই। ঘাসের অভাব ঢাকতে মাঠে রঙ করে দেওয়া হয়েছিল। কিংস এরিনার মাঠটি এখনও নির্মীয়মান। তাই মাঠের যে পরিকাঠামো প্রয়োজন তা এখনও গড়ে ওঠেনি। বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য এই মাঠের আরও উন্নতি প্রয়োজন। মরশুমের শুরু থেকে একের পর এক ম্যাচ খেলা হচ্ছে এই একই মাঠে। তাই মাঠ প্রস্তুতির পর্যাপ্ত সময় পাচ্ছেননা মাঠ কর্মীরা।
ম্যাচের আগের দিন মাঠ দেখেই অসন্তোষ প্রকাশ করেন বাগান কোচ। তার মতে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ম্যাচ এই মাঠে আয়োজন করা উচিৎ নয়। ম্যাচের পরেও সাংবাদিক সম্মেলনে একই কথা বললেন জুয়ান ফেরান্দো। শুধু মাঠ নয় মাঠের বাইরেও ব্যর্থতার ছাপ রেখে গেল বসুন্ধরা কিংসের টিম ম্যানেজমেন্ট। প্রতিটি দলের সমর্থকই নিজের প্রিয় দলের হয়ে গলা ফাটায়। তবে গতকাল বসুন্ধরা কিংসের সমর্থকেরা বিপক্ষ দলের ফুটবলার থেকে সমর্থকদের যে ভাষায় আক্রমণ করেন তা কখনই গ্রহণযোগ্য নয়। এখানেই শেষ নয়, ম্যাচ শেষে মিক্সড জোনে চলে এলেন বেশ কিছু বসুন্ধরা কিংসের সমর্থক। সেখানে উপস্থিত বাগান কোচ এবং ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেন তারা। এএফসি নির্ধারিত ভলেন্টিয়াররা তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শুধু বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করতে বারণ করেন৷
বাংলাদেশকে ফুটবলের অত্যন্ত জনপ্রিয় জায়গা বলেই জানি আমরা। কিন্তু সেই বাংলাদেশেই কোচ, ফুটবলারদের প্রতি এমন আচরণ সত্যিই অবাক করছে সকলকে। এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতের ক্লাবকে হারানোর পরেও ফুটবল প্রেমীদের চোখে অনেকটাই নিচে নেমে গেল বসুন্ধরা কিংস।