Connect with us

আইএসএল

সন্দেশ ঝিঙ্গানকেও ছেড়ে দিল বেঙ্গালুরু এফসি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ একের পর এক বিদায় বার্তায় ভরে উঠছে বেঙ্গালুরু এফসির টুইটার ওয়াল। বেঙ্গালুরুর পক্ষ থেকে অফিসিয়ালি টুইট করে জানিয়ে দেওয়া হল সন্দেশ ঝিঙ্গানকে ছেড়ে দেওয়া হচ্ছে। সন্দেশের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১শে মে। আগামী মরশুমের জন্য তাকে দলে রাখছেনা বেঙ্গালুরু কর্তারা। তাহলে কোথায় হতে চলেছে সন্দেশে নতুন গন্তব্য? যা শোনা গিয়েছিল পরের মরশুমের জন্য এফসি গোয়ায় যেতে পারেন তিনি। প্রাথমিক কথাবার্তা ও শুরু হয়েছিল। এফসি গোয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলীকে বড় চুক্তিতে ঘরে তুলতে চলেছে মোহনবাগান। আনোয়ার আলীর পরিবর্ত হিসেবে সন্দেশকে চাইছে গোয়ার ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর হয়ে গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছেন সন্দেশ।

২৪টি ম্যাচের মধ্যে ২২ট ম্যাচেই খেলেছেন তিনি। একটি ম্যাচ কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি। অন্যটি এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগেই বেঙ্গালুরু প্লে-অফে কোয়ালিফাই করে যাওয়ায় তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সন্দেশ এবং আনোয়ার দুজনেই এখন জাতীয় দলের হয়ে খেলছেন। ফলে এফসি গোয়াতে আনোয়ারের যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন সন্দেশ ঝিঙ্গান। শেষ দুটি মরশুমে সন্তোষজনক ফল করতে পারেনি এফসি গোয়া। আগামী মরশুমে শক্তিশালী দল গঠন করে ভালো ফল করতে মরিয়া গোয়ার ম্যানেজমেন্ট।

আইএসএল

অনুশীলনে চোট পেলেন কাদিরী। কতটা গুরুতর এই চোট?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল। সেই কারণে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলার তিন প্রধান। এরই মধ্যে চোটের কবলে পড়লেন মহামেডান স্পোর্টিংয়ের বিদেশি ফুটবলার আব্দুল কাদিরী মহম্মদ।

মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের খেলোয়াড় হলেও দরকারে রক্ষণকেও নেতৃত্ব দিতে পারেন তিনি।

গতকাল আইএসএল মিডিয়া ডে-তে মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন “আমরা সব কিছুই নতুন ভাবে ভাবছি। কারণ আইএসএল আমাদের কাছে একটা নতুন লীগ, নতুন চ্যালেঞ্জ। যেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মত বড় দল রয়েছে। তাই আমরা সেই ভাবেই প্রস্তুত হচ্ছি।” আর এরই মাঝে চোটের খবর চিন্তায় রাখবে সাদা-কালো ব্রিগেডকে। ঘরের মাঠে অনুশীলন চলাকালীন পায়ে চোট পান কদিরী। একটি চলতি বলে ট্যাকেল করতে গিয়েই তার পায়ে চোট লাগে এবং সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেওয়া হয়। চোট কতটা গুরুতর সেটা এখনই বোঝা না গেলেও, ক্লাব কর্তারা আশাবাদী যে চোট খুব গুরুতর নয়। কালকে দলের ফিজিও তার চোটের জায়গা পরীক্ষা করে দেখবেন। তারপরেই স্থির হবে চোটের জায়গায় এমআরআই করতে হবে কিনা। যদি এমআরআই করতে হয় তাহলে সেই রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন কোচ এবং ক্লাব কর্তারা।

মরশুম শুরুর আগেই চোটের কারণে কিছুটা অসস্তিতে থাকবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

Continue Reading

আইএসএল

পিটার ক্রাটকির সঙ্গে চুক্তি বৃদ্ধি মুম্বইয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসির দায়িত্ব নিয়েছিলেন তিনি। হেড কোচ হিসেবে এটাই তার প্রথম মরসুম। এর আগে মেলবোর্ন সিটির সহকারী কোচ ছিলেন ক্রাটকি। হেড কোচ হিসেবে প্রথম মরসুমেই সাফল্য। মুম্বই সিটি এফসিকে আইএসএল ট্রফি এনে দিয়েছেন তিনি। তাই পিটার ক্রাটকির সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি টিম ম্যানেজমেন্ট।

Continue Reading

আইএসএল

ওড়িশা এফসিতে সই করলেন রোহিত কুমার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুম শেষ, শুরু হয়ে গিয়েছে দল বদলের লড়াই। কে কাকে টেক্কা দিয়ে কোন বড় নামটা নিজের দলে তুলবে সেই নিয়েই প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রথম সইটা করিয়ে ফেলল ওড়িশা এফসি। বেঙ্গালুরু থেকে রোহিত কুমারকে তুলে নিল তারা। ২০২১ থেকে বেঙ্গালুরু এফসিতে খেলছেন রোহিত।

Continue Reading

Trending