Connect with us

আন্তর্জাতিক ফুটবল

দোহায় এশিয়ান কাপ নিয়ে স্বপ্ন দেখছেন সন্দেশ ঝিঙ্গান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চেহারায় বড়, শক্তিশালী এবং আক্রমণাত্মক, এটাই একটা সেন্টার ব্যাকের প্রকৃত ছবি হতে পারে। যে কোন দলের সেন্টার ব্যাক হিসাবে এমন কাউকে আশা করা হয় যে ঠান্ডা মাথায় সূক্ষ্ম বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে। এশিয়ান ফুটবলে সর্বদাই ভারত শ্রেষ্ঠ সেন্টার ব্যাক তৈরি করে গেছে। স্বাধীনতার আগে গোষ্ঠ পাল হোক বা স্বর্ণ যুগের জার্নাল সিং বা সৈয়দ নইমুদ্দিনের মত ফুটবলাররা ভারতীয় ফুটলের মান উন্নত করে গেছে। বর্তমানে সেই ধারা বয়ে নিয়ে চলেছেন সন্দেশ ঝিঙ্গান। ২০১৫ সালে ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ ঘটে সন্দেশ ঝিঙ্গানের। এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে ৬০ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৭ টি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও পড়েছেন তিনি।

গত বছর ভারতীয় রক্ষণভাগ দুর্দান্ত ছন্দে ছিল। মোট ৯ টি ম্যাচ ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছিল তারা। আর এই সাফল্যের পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন ভারতের বর্তমান সহকারী কোচ এবং প্রাক্তন সেন্টার ব্যাক মহেশ গাউলি। মহেশ গাউলির প্রসঙ্গে সন্দেশ বললেন “তাঁকে আলাদা করে বিশেষিত করার কিছু নেই। আমরা সকলেই যানি তিনি কত বড় মাপের ফুটবলার ছিলেন। আমরা প্রতিনিয়ত তার থেকে কিছু না কিছু শিখছি।” ঝিঙ্গান আরও যোগ করলেন “আমি যখন প্রথম ভারতীয় দলে যোগ দিয়েছিলাম তখন সুব্রত পাল আমাকে মহেশ গাউলির সাথে পরিচয় করিয়ে দেয়। তার আশীর্বাদ নিয়েই আমি ভারতের জার্সি গায়ে পড়েছিলাম।”

আর মাত্র কয়েকটা দিন পরেই এএফসি এশিয়ান কাপে খেলতে নামবে ভারত৷ অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার মত কঠিন দলের বিরুদ্ধে বড় পরীক্ষা হতে চলেছে ভারতীয় রক্ষণের। এশিয়ার অন্যতম সেরা দলগুলির আক্রমণভাগকে আটকাতে বড় ভূমিকা নিতে হবে সন্দেশদের। সন্দেশ ঝিঙ্গান মনে করছেন এএফসি এশিয়ান কাপ ভারতীয় ফুটবলারদের জন্য একটা বড় মঞ্চ হতে চলেছে। যেখানে সকলে নিজের মত করে নিজেদের সাফল্যের পথ খুঁজে পেতে পারেন।

আন্তর্জাতিক ফুটবল

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে আল নাসেরের হয়ে প্রতিটি পেনাল্টিতেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে, আল তাউনের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে গেল আল নাসের। অপরদিকে রোনাল্ডোর মারা পেনাল্টি শটে ভেঙেছে এক সমর্থকের মোবাইল ফোনও।

এখনও অবধি আল নাসেরের হয়ে কোনও বড় ট্রফি জেতেনি রোনাল্ডো। মঙ্গলবার কিংস কাপেও সেই ভাগ্য বদল হল না। ম্যাচের ২০ মিনিটে ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় আল তাউন। কিন্তু ম্যাচের সংযোজিত সময়ে সেই আল-আহমাদই বক্সে ফাউল করে পেনাল্টি দেন আল নাসেরকে। সেই পেনাল্টি মারতে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার সেই শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। অপরদিকে তাঁর পেনাল্টির মুহূর্ত ভিডিও করছিলেন এক সমর্থক। তবে রোনাল্ডোর জোড়ালো শট গিয়ে সোজা সেই সমর্থকের ফোনে লাগায় ভেঙে যায় তাঁর ফোন।

নতুন কোচ স্টেফানো পিয়োলির অধীনে এটাই প্রথম হার আল নাসেরের। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। সৌদি লিগে তাঁর দল শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। অপরদিকে এই ম্যাচে হেরে কোচ পিয়োলি জানিয়েছেন, “আমরা ম্যাচটা ভাল খেলেও জিততে পারলাম না।” এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে আল নাসের।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ব্যালন ডি’অর জেতার পথে কোথায় ভিনিকে পেছনে ফেললেন রদ্রি? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয় থেকে শুরু করে গোটা মরশুম জুড়ে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল খেলে গাছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডি’অরের ক্ষেত্রে সবার আগেই ছিল তাঁর নাম। তবে এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই ছড়িয়ে পড়ে যে, ব্যালন ডি’অর পাচ্ছেন স্পেনের রদ্রি। অবশেষে সেই জল্পনাই সত্যিও হয়। কিন্তু প্রশ্ন হলো এত চর্চার পরও কেন বঞ্চিত হলেন ভিনি। এই নিয়ে স্বাভাবিকভাবেই এই নিয়ে তোলপাড় সমাজমাধ্যম জগৎ।

গত মরশুমে সব মিলিয়ে মোট ৩৬টি গোল করেছেন ভিনি। তার সঙ্গে করেছেন ১১টি অ্যাসিস্টও। চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। তবে এই আচমকা ব্যালন ডি’অর নাম ‘ফাঁস’ হয়ে যাওয়ায়, রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার হাজির হননি এই অনুষ্ঠানে। এমনকি অনেকে এই ব্যালন ডি’অরকে দুর্নীতিগ্রস্থ বলেও অভিযোগ করেছেন।

আরেকটা বিষয়ও ভিনিসিয়াসের বিপক্ষে গিয়েছে, তা হল ব্রাজিলের হয়ে তাঁর সাফল্য না পাওয়া। এছাড়া বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হওয়ার পরেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগও করেছেন তিনি। এদিকে এই হার মানতে রাজি নন ভিনিসিয়াস। নিজের সমাজমাদ্যমে তিনি লিখেছেন, “নিজের আরও দশ গুণ দিতে রাজি আমি”। সেখানে স্পেনের ইউরো জিতার পেছনে অন্যতম কারিগর ছিলেন রদ্রি। ইউরোর সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি, ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগও জিতেছেন তিনি। যার ফলেই, ব্যালন ডি’অরের ট্রফি উঠেছে তাঁর হাতে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ব্যালন ডি’অর জিতলেন স্পেনের রদ্রি…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সোমবার স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লেখা হল ব্যালন ডি’অর-এর হাত ধরে। ম্যানচেস্টার সিটির আঠাশ বছরের মিডফিল্ডার রদ্রি এদিন জিতে নিলেন এই পুরস্কার। খেতাব জয়ের পথে তিনি পিছনে ফেললেন দুই কঠিন প্রতিপক্ষ ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যামকে।

গত মরশুমে রদ্রির দুরন্ত পারফরমেন্সের কারণেই টানা চতুর্থবারের জন্য প্রিমিয়ার লিগ জিতে নেয় ম্যানচেস্টার সিটি। এর পাশাপাশি স্পেনের হয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন রদ্রি। প্রসঙ্গত ১৯৯০ সালে শেষ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লোথার ম্যাথাউস এই ব্যালন ডি’অর জিতেছিলেন। এর পাশাপাশি তৃতীয় স্প্যানিশ হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। তার আগে ১৯৫৭ এবং ১৯৫৯ এ আলফ্রেডো ডি স্টেফানো, এবং ১৯৬০ লুইস সুয়ারেজ এই পুরস্কার জিতেছিলেন। প্রায় ৬০ বছরের ব্যবধানে আবার স্পেনের কোন ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অর। আর তাই এই জয়কে শুধুমাত্র নিজের ব্যক্তিগত জয় হিসেবেই দেখছেন না রদ্রি।

“আজকের জয় শুধু আমার একার জয় নয় বরং গোটা স্পেনের জয় এবং সেই সমস্ত ফুটবলারদের জয়, যারা এই খেতাবের দাবিদার হয়েও কখনো তা জিততে পারেননি। আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সর্জিও বুসকেটস, ক্যাসিয়াস এবং আরও অনেকের নামই নেওয়া যেতে পারে সেই তালিকায়। এটা তাদের জন্য এবং অবশ্যই মিডফিল্ডার পজিশনে খেলা বাকিদের জন্যও”, পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বলেন রদ্রি।

“আজকের জয় শুধু আমার একার জয় নয় বরং গোটা স্পেনের জয় এবং সেই সমস্ত ফুটবলারদের জয়, যারা এই খেতাবের দাবিদার হয়েও কখনও তা জিততে পারেননি।”

তিনি আরও বলেন এই জয় আসলে ফুটবলের জয়, কারণ তাঁর এই জয়ের পর থেকে মিডফিল্ডারদের উপরেও নজর যাবে নির্বাচকদের।

Continue Reading

Trending