আইএসএল
বড় ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে হারাল মুম্বই সিটি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের অবস্থান অনুযায়ী বেঙ্গালুরুর থেকে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল মুম্বই সিটি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিতর্কিত জয় তারপর চারটি ম্যাচে ড্র, একটিতে হার। পয়েন্ট নষ্ট করতে করতে কোণঠাসা হয়ে পড়েছে বেঙ্গালুরু এফসি। আজ মুম্বইয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেই মাঠে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। মুম্বই সিটি এফসির হাই প্রেসিং খেলায় কার্যত উড়ে গেল বেঙ্গালুরু এফসি। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় মুম্বইয়ের ফুটবলাররা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই এল খায়াতির গোলে এগিয়ে যায় মুম্বই। গ্রেগ স্টুয়ার্টের বাড়ানো বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জাল জড়িয়ে দেন তিনি। ৩০ মিনিটের মাথায় আকাশ মিশ্রর ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই আরও বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মুম্বই। ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে পারেনি তারা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সুযোগ চলে এসেছিল সুনীল ছেত্রীর কাছে। বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান কমাতে পারত বেঙ্গালুরু। ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বেঙ্গালুরু এফসি।
শুরু থেকেই গোলের জন্য আক্রমণের ঝাঁঝ বাড়ান সুনীল ছেত্রীরা। কিন্তু একের পর এক গোলমুখী আক্রমণ ভোঁতা হয়ে যায় মুম্বই সিটির রক্ষণের কাছে। ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুকে প্রায় ম্যাচ থেকে ছিটকে দেন পেরেরা দিয়াজ। ঠান্ডা মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে গোল করেন পেরেরা দিয়াজ। চাপের মাথায় আরও একবার ভুল করে বসে বেঙ্গালুরুর রক্ষণভাগ। ৬০ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকাশ মিশ্রকে ফাউল করে ম্যাচের দ্বিতীয় পেনাল্টিটি উপহার দেয় মুম্বই সিটিকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ছাংতে।
একই ম্যাচে চারজন আলাদা আলাদা গোলদাতা। এভাবেই গোটা ম্যাচে বেঙ্গালুরু এফসির উপর আধিপত্য বজায় রাখল মুম্বই। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেননি সুনীল ছেত্রীরা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হয়ে আসা মনিরুল মোল্লাও কিন্তু শেষ দিকে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমাতে সক্ষম হননি কেউই। ০-৪ গোলে মুম্বই সিটি এফসির কাছে হেরে লিগের দৌড়ে আরও পিছিয়ে পড়ল বেঙ্গালুরু এফসি। সুনীলদের হারিয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রইল মুম্বই।