আন্তর্জাতিক ফুটবল
UCL: দশ জনের বার্সেলোনাকে হারাল মোনাকো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যেখানে লামিন ইয়ামাল গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী গোলদাতা হলেন, সেখানেই খেলার ১০ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা।
প্রথম থেকেই ভালো ফুটবল খেলা শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক টারস্টেগানের ভুলের জন্য, মোনাকোর খেলোয়াড়কে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। সেই কারণের জন্য প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, পড়ে সেটিকে পরিবর্তন করে লাল কার্ড দেখান এরিককে। তার পর থেকে দশ জনে খেলতে হয় বার্সেলোনাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোনাকো। খেলার ১৬ মিনিটেই আকলিয়াচের বক্সের ভেতর বাঁ পায়ের শটে ১-০ গোলে এগিয়ে যান তারা। তারপর থেকে ডিফেন্সকে সজাগ রেখে আক্রমণে উঠে আসতে থাকে বার্সা। খেলার ২৮ মিনিটে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে কমবয়সী গোলদাতা হলেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধ থেকেই মোনাকো ক্রমাগত বার্সা ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল মোনাকো। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই গোল বাঁচিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টারস্টেগান। ৭১ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল তুলে নেয় মোনাকো। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লেনিখেনার জোড়ালো শটে গোল পেয়ে ২-১ গোলে ম্যাচ জিতে যায় এএস মোনাকো।