Connect with us

আন্তর্জাতিক ফুটবল

UCL: দশ জনের বার্সেলোনাকে হারাল মোনাকো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যেখানে লামিন ইয়ামাল গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী গোলদাতা হলেন, সেখানেই খেলার ১০ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা।

প্রথম থেকেই ভালো ফুটবল খেলা শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক টারস্টেগানের ভুলের জন্য, মোনাকোর খেলোয়াড়কে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। সেই কারণের জন্য প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও, পড়ে সেটিকে পরিবর্তন করে লাল কার্ড দেখান এরিককে। তার পর থেকে দশ জনে খেলতে হয় বার্সেলোনাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করে মোনাকো। খেলার ১৬ মিনিটেই আকলিয়াচের বক্সের ভেতর বাঁ পায়ের শটে ১-০ গোলে এগিয়ে যান তারা। তারপর থেকে ডিফেন্সকে সজাগ রেখে আক্রমণে উঠে আসতে থাকে বার্সা। খেলার ২৮ মিনিটে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে কমবয়সী গোলদাতা হলেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ থেকেই মোনাকো ক্রমাগত বার্সা ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল মোনাকো। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই গোল বাঁচিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টারস্টেগান। ৭১ মিনিটে খেলার বিপরীতে গিয়ে গোল তুলে নেয় মোনাকো। পরিবর্ত খেলোয়াড় হিসেবে আসা লেনিখেনার জোড়ালো শটে গোল পেয়ে ২-১ গোলে ম্যাচ জিতে যায় এএস মোনাকো।

আন্তর্জাতিক ফুটবল

বিদায় ইন্টার মায়ামির। মেজর লিগ সকার প্লেঅফের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেজর লিগ সকারের প্রথম প্লেঅফে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় প্লেঅফে আবার পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসিদের। অপরদিকে সেই দুই ম্যাচেই মেসির পা থেকে কোনও গোল আসেনি। তবে শনিবার তৃতীয় প্লেঅফে আটলান্টার বিরুদ্ধে গোল পেলেও, ২-৩ ব্যবধানে ম্যাচ হারতে হয় লিওনেল মেসিদের। যার ফলে মেজর লিগ সকারের প্লেঅফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ইন্টার মায়ামি।

প্রথম প্লেঅফে জয় পেলেও, দ্বিতীয় প্লেঅফে হারতে হয়েছিল ইন্টার মায়ামিকে। যার ফলে শনিবার তৃতীয় প্লেঅফে মুখোমুখি হয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন লিওনেল মেসিরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দেয় সকল মায়ামি ফুটবলাররা। তবে আক্রমণ চালায় আটলান্টা ইউনাইটেডের ফুটবলাররাও। আক্রমণ প্রতিআক্রমনের খেলায় ম্যাচের ১৭ মিনিটে, মাতিয়াস রাজোস গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। কিন্তু তার পরেই ঘটে ছন্দপতন। ম্যাচের ১৯ এবং ২১ মিনিটে জামাল থিয়ারে পরপর দুটি গোল করে এগিয়ে দেন আটলান্টাকে। তার পরেও গোল করতে তৎপর হয়ে ওঠে মায়ামি ফুটবলাররা। তবে প্রথমার্ধের শেষে ১-২ গোলেই পিছিয়ে থাকে তাঁরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা চালিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে তিনটি ফুটবলার পরিবর্তন করেন ইন্টার মায়ামি কোচ জেরার্ড মার্তিনো। এই পরিবর্তনের ফলে খেলার গতি আরও বেরে যায় মায়ামি দলের। এর সুবাদেই ম্যাচের ৬৫ মিনিটে, মার্সেলো ভাইগান্টের বাড়ানো ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। টানা দুই ম্যাচ বাদে এই ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে শেষরক্ষা হলোনা। ম্যাচের ৭৬ মিনিটে বার্তোজ সিলজের গোলে ম্যাচ জিতে যায় আটলান্টা। এরই সঙ্গে মেজর লিগ সকারের প্লেঅফ পর্ব থেকে বিদায় ঘটল ইন্টার মায়ামির। অপরদিকে সেমিফাইনালে, আটলান্টার বিরুদ্ধে মুখোমুখি হবে অরল্যান্ডো সিটি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। আতলেতিকোর কাছে হার পিএসজির…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গাতেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের আগমনে যেন নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছেন পেদ্রি, লামিন ইয়ামালরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়নডস্কি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হার স্বীকার করে পিএসজি।

বুধবার রাইকো মিতিচ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে, রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। তারপর আক্রমণ তুলে আনতে থাকে রেড স্টার বেলগ্রেডও। ফলে ম্যাচের ২৭ মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফেরে তাঁরা। তারপর মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে শুরু করে হান্সি ফ্লিকের ছেলেরা। ফলে প্রথমার্ধের একদম শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় লেওয়নডস্কির গোলে এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লেওয়নডস্কির। তবে সেই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। ৫৩ মিনিটেই জুলস কুন্দের বাড়ান বল জালে ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান লেওয়নডস্কি। এরই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০০তম গোলটিও সম্পূর্ণ হয় বার্সেলোনার। ম্যাচের ৫৫ মিনিটে সেই জুলস কুন্দের বাড়ান বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৬ মিনিটে ফারমিন লোপেজের করা গোলে ৫-১ গোল এগিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিট মিলসনের করা গোলে রেড স্টার বেলগ্রেডের ব্যবধান কমালেও ৫-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সেলোনা।

অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে যায় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর এমিরির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের ১৮ মিনিটে নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলেই ম্যাচ শেষের দিকে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ে আনহেল কোরেয়ার গোলে জয় তুলে আনতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের দল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে আল নাসেরের হয়ে প্রতিটি পেনাল্টিতেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে, আল তাউনের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে গেল আল নাসের। অপরদিকে রোনাল্ডোর মারা পেনাল্টি শটে ভেঙেছে এক সমর্থকের মোবাইল ফোনও।

এখনও অবধি আল নাসেরের হয়ে কোনও বড় ট্রফি জেতেনি রোনাল্ডো। মঙ্গলবার কিংস কাপেও সেই ভাগ্য বদল হল না। ম্যাচের ২০ মিনিটে ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় আল তাউন। কিন্তু ম্যাচের সংযোজিত সময়ে সেই আল-আহমাদই বক্সে ফাউল করে পেনাল্টি দেন আল নাসেরকে। সেই পেনাল্টি মারতে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার সেই শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। অপরদিকে তাঁর পেনাল্টির মুহূর্ত ভিডিও করছিলেন এক সমর্থক। তবে রোনাল্ডোর জোড়ালো শট গিয়ে সোজা সেই সমর্থকের ফোনে লাগায় ভেঙে যায় তাঁর ফোন।

নতুন কোচ স্টেফানো পিয়োলির অধীনে এটাই প্রথম হার আল নাসেরের। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। সৌদি লিগে তাঁর দল শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। অপরদিকে এই ম্যাচে হেরে কোচ পিয়োলি জানিয়েছেন, “আমরা ম্যাচটা ভাল খেলেও জিততে পারলাম না।” এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে আল নাসের।

Continue Reading

Trending