Connect with us

মোহনবাগান

মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পেতে চলেছেন গৌতম সরকার, জীবনকৃতী সম্মানে সম্মানিত হবেন শঙ্কর ব্যানার্জি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ ২৯শে জুলাই মানেই সাজো সাজো রব মোহনবাগান ক্লাবের অভ্যন্তরে। প্রতিবছর এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবেই পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে ২৯ শে জুলাই মহরম। তাই এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে দুইদিন ধরে পালিত হবে এই বছরের মোহনবাগান দিবসের অনুষ্ঠান। ২৯শে জুলাই দুপুর ১:৩০ মিনিটে থাকছে প্রাক্তনীদের ফুটবল ম্যাচ। দুপুর ৩:৩০ মিনিটে শ্রী সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ, “ষোলো আনা বাবল”। ৩০শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান রত্নে সম্মানিত হবেন প্রাক্তন ফুটবলার শ্রী গৌতম সরকারের হাতে। জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।

গত মরশুমের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়েছেন মোহনবাগানের আইএসেল জয়ী দলের গোল রক্ষক বিশাল কাইথ। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন অর্ণব নন্দী। ২০২২-২৩ মরশুমের সেরা ফরওয়ার্ডের পুরস্কার পেতে চলেছেন দিমিত্রি পেত্রাতোস এবং সেরা যুবক খেলোয়াড়ের পুরস্কার পাবেন এংসন সিং। সম্মাননা প্রদান ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি লোপামুদ্রা মিত্র এবং বাবুল সুপ্রিয়। তাদের সুরের ঝংকারে পালিত হবে এই বছরের মোহনবাগান দিবস।

আইএসএল

মোহনবাগানে যোগ দিলেন নতুন ডিফেন্ডার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল শুরুর আগে থেকে দলের রক্ষণ নিয়ে যথেষ্ট মাথা ব্যাথা ছিল বাগান কোচ হোসে মলিনার। সামনে এসিএল টু-এর খেলাও রয়েছে। তার আগে নুনো রেইসকে সই করালো মোহনবাগান।

ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। তারপর আইএসএলের প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ম্যাচ ড্র হয়। মরশুম শুরু থেকে বাগানের দুই ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিলোই। তারই মাঝে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে দলের সপ্তম বিদেশী হিসেবে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট।

৩৩ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার গত মরসুম খেলছিলেন এ লিগের দল মেলবোর্ন সিটি এফসিতে। সেই দলেরই আরেকজন তারকা খেলোয়াড় ছিলেন জেমি ম্যাকলারেন। এবারে দুই সতীর্থকে একসঙ্গে দেখা যেতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। ১৮ তারিখ মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলতে নামতে চলেছে তাদের এসিএল টু-এর ম্যাচে। তার আগে এই সইটি করিয়ে রীতিমতো দলের রক্ষণকে আরও শক্তিশালী করে তুলল মোহনবাগান। এবারে দেখার নুনো রেইস এসে বাগান রক্ষণে কতটা ভরসা দিতে পারেন।

Continue Reading

আইএসএল

এগিয়ে গিয়েও পয়েন্ট হাতছাড়া মোহনবাগানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান। এর আগেও খারাপ রক্ষণের জন্য ডুরান্ড কাপের ফাইনালে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছিল বাগানকে।

ম্যাচের প্রথম দিকে মুম্বাই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে মুম্বাই একটি গোল করে দিয়েছিল কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। কিন্তু হঠাৎই ম্যাচের গতির বিপরীতে তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২৮ মিনিটে। রক্ষণের খেলোয়াড় আলবার্তো রদ্রিগেজের পা থেকে আসা শটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে মুম্বাই আরও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। কিন্তু মোহনবাগান তাদেরকে কিছুক্ষণ আটকে রাখতে সক্ষম হলেও ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় মুম্বাই। পরিবর্ত হয়ে আসা নৌফলের বাড়ানো বল থেকে গোল করেন তিরি। ৭৯ মিনিটে আলবার্তোর জায়গায় মাঠে নামেন টম আলড্রেড। ম্যাচের ৯০ মিনিটে আবারও ডিফেন্সের ভুলের কারণে সেই নৌফলের বাড়ানো বল থেকেই গোল করেন মুম্বাইয়ের থায়ের ক্রোমা। ২-২ গোলে সমতায় ফেরে মুম্বাই।

কার্যত ডিফেন্সের ভুলেই ২-০ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠ থেকে জয় তুলে নিতে পারলনা মোহনবাগান। সামনে তাদের চ্যাম্পিয়ন্স লীগ ২ এর খেলা। এবারে দেখার মোলিনা কত তাড়াতাড়ি তার ডিফেন্সের ভুলত্রুটি শুধরে নিয়ে পরবর্তী মরশুমের জন্য তার দলকে তৈরি করে নিতে পারেন।

Continue Reading

আইএসএল

চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।

শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।

তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।

Continue Reading

Trending