Connect with us

আইএসএল

হায়দ্রাবাদ বনাম মোহনবাগান ম্যাচে থাকছেনা কোন টিকিট

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। আইএসএলে চার ম্যাচে চারটেতেই জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। চলতি আইএসএলের পঞ্চম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হলেও নিউট্রাল ভেনিউতে খেলতে হচ্ছে দুই দলকে। আগামীকালের ম্যাচে মাঠে প্রবেশের জন্য কোন টিকিটের ব্যবস্থা থাকছেনা।

কোন প্রবেশ মূল্য ছাড়াই দুই দলের সমর্থক ম্যাচ দেখার সুযোগ পাবেন। ওড়িশা মানেই এক প্রকার মোহনবাগানের ঘরের মাঠ। বহুবার এই স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমেছে সবুজ মেরুন ব্রিগেড। আর যতবারই কলিঙ্গ স্টেডিয়ামে মাঠে নেমেছে মোহনবাগান ততবারই উপস্থিত থেকেছে সবুজ মেরুন জনতা। আশা করা যায় শনিবারের সন্ধ্যায় মোহনবাগানকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকবে মোহন জনতা।

আইএসএল

ISL 2024/25: অজস্র গোল মিসের খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে

Published

on

নিজস্ব প্রতিনিধি, জামশেদপুর: বিনো জর্জের তত্ত্বাবধানে ভাল ফুটবল খেললেও বহু প্রত্যাশিত পয়েন্ট থেকে আজও বঞ্চিত রইল ইস্টবেঙ্গল। অজস্র গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হন ক্লেইটন-তালালরা। আর সেই মিসের খেসারতই দিতে হল তাদের। আইএসএলে টানা চার ম্যাচে হারের মুখ দেখল লাল-হলুদ ব্রিগেড। অপরদিকে সুযোগের সদ্ব্যবহার করে ২-০ গোলে ম্যাচ জিতল খালিদ জামিলের জামশেদপুর এফসি। এর ফলে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল রেড মাইনার্সরা।

এদিন ম্যাচের ১০ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ইস্টবেঙ্গলের মাঝ মাঠের ফুটবলার মাদিহ তালাল। প্রভাত লাকড়ার বাড়ান বল অল্পের জন্য বার ঘেষে চলে যায় বাইরে। তার পরেও মুহুর্মুহু আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিটে জর্ডান মারের নিশ্চিত গোল বাঁচিয়ে দেন গোলরক্ষক দেবজিত মজুমদার। ম্যাচের শুরু থেকেই বলের উপর আধিপত্য রেখেই ফুটবল খেলছিল গোটা ইস্টবেঙ্গল দল। কিন্তু ম্যাচের গতির বিপরীতে গিয়েই ২০ মিনিটে, বক্সের বাইরের দূরপাল্লা শটে বল জালে জড়িয়ে দেন রেই তাচিকাওয়া। ম্যাচের ৩১ মিনিটে সহজ একটা সুযোগ বার উঁচিয়ে বাইরে মেরে বসেন ক্লেইটন সিলভা। আবারও ৩৫ মিনিটে সহজ গোল মিস করেন সেই ক্লেইটন সিলভা। ৪৪ মিনিটে গোল রক্ষককে একা পেয়ে গিয়েও গোল করতে ব্যর্থ হন নন্দকুমার সেকার। অজস্র গোল মিসের কারণে প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে থাকে লাল-হলুদ ব্রিগেড।

আক্রমণ-প্রতিআক্রমণে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ৫৩ মিনিটে প্রায় গোলমুখ খুলে ফেলেছিল জামশেদপুর। ইমরানের ভাসানো ক্রস সরাসরি গিয়ে লাগে পোস্টে। ৬৩ মিনিটে বক্সের ভেতরে পেনাল্টি আদায় করে নেন ক্লেইটন সিলভা। কিন্তু পেনাল্টি মিস করেন সউল ক্রেস্পো। ৬৫ মিনিটে ক্লেইটনের শট পোস্টে লেগে প্রতিহত হয়। কোনভাবেই গোলমুখ খুলতে পারছিলেণ না লাল-হলুদ ফুটবলাররা। তারই মধ্যে ম্যাচের ৭০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার লালচুংনুঙ্গা। ২-০ গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। তার পরেও বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। মাদিহ তালালের একটি দুরন্ত শট সেভ করেন জামশেদপুর গোলরক্ষক অ্যালবিনো গোমজ। তারপরে ইস্টবেঙ্গলের পরিবর্ত ফুটবলার হিসেবে আসা পিভি বিষ্ণু এবং আমান সিকেও অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে ব্যর্থ হন। অবশেষে ০-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় বিনো জর্জের দলকে।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় চাইছেন খালিদ জামিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি। ইতিমধ্যেই জামশেদপুর তাদের তিনটি ম্যাচের মধ্যে ছয় পয়েন্ট নিয়ে লীগ টেবিলের চার নম্বর স্থানে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল এখনও তাদের প্রথম পয়েন্টের খোঁজে রয়েছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল এবং ফুটবলার মোবাশির রহমান।

পরপর দুই ম্যাচে জয় পাওয়ার পর গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ হারতে হয় জামশেদপুরকে। সেই বিষয়ে তাদের কোচ খালিদ জামিল জানিয়েছেন, “গত ম্যাচে আমরা খুব একটা ভালো শুরু করতে পারিনি এবং আশানুরূপ ফল পাইনি। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সেই জায়গাটা শুধরে নিতে পারি।” অপরদিকে মরশুমের শুরুটা ইস্টবেঙ্গলের একদমই ভাল হয়নি। প্রথমে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হার এবং তারপর আইএসএলের প্রথম তিন ম্যাচেও হার দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। তাঁর উপরে তাদের হেড কোচ কার্লেস কুয়াদ্রতও দল থেকে সরে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখন দল সামলাচ্ছেন বিনো জর্জ। তবে এই লড়াইটা ভারতীয় ফুটবলের কাছে খুব উপভোগ্যের হবে কারণ কাল লড়াই হবে দুই ভারতীয় কোচের মগজাস্ত্রের। ইতিমধ্যেই বিগত তিন ম্যাচে জামশেদপুরকে হারাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। সেই বিষয়ে জামশেদপুর কোচকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি মনে করি প্রতিটা ম্যাচের গুরুত্ব ভিন্ন রকমের। তবে আমরা ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে ভাল ফুটবল খেলার চেষ্টা করব এবং ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্যই ঝাঁপাব।”

অপরদিকে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মোবাশির রহমান তাদের খেলার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবং তিনি সমর্থকদের জন্য জয় পেতেও মরিয়া। তিনি জানিয়েছেন, “আমরা প্রতিটা খেলায় জিততে চাই সমর্থকদের জন্য কারণ সেই জয়ের পেছনে তাদের সমর্থনের অনেকটা বড় ভূমিকা থাকে। আমরা ঘরের মাঠে খেলি বা বাইরের মাঠে, তাঁরা আমাদের নিরন্তর সমর্থন করেন। তাই আমরা চেষ্টা করব তাদেরকে জয় উপহার দেওয়ার।” এবারে দেখার ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়তে পারেন কিনা খালিদ জামিলের ছেলেরা। নাকি বিনো জর্জ পারবেন ইস্টবেঙ্গলকে জয়ের সরণীতে ফেরতে।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: নিজের দল নিয়ে আশাবাদী বিনো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন লাল-হলুদের হেড স্যার কার্লেস কুয়াদ্রাত। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ। তার তত্ত্বাবধানেই শনিবার জেআরডি টাটা স্পোর্ট কমপ্লেক্সে, শক্তিশালি জামশেদপুর এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

বিনো জর্জের তত্ত্বাবধানেই কলকাতায় তিনদিন অনুশীলন করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল দল। শক্তিশালী জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্ট পেতে মরিয়া বিনো। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “দলের ফুটবলারদের ওপর আমার সম্পুর্ণ ভরসা আছে। তাঁরা যথেষ্ট ভাল মানের ফুটবলার। এটা ঠিক যে গত তিনটি ম্যাচে আমরা ভাল ফল করতে পারিনি। তবে আমি জানি আমার ছেলেরা ঘুরে দাঁড়াতে জানে এবং তারা সেটা করবেও। আমার দৃঢ় বিশ্বাস, একটা ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল আবারও ছন্দে ফিরবে। আমাদের কাজ হল দলের ফুটবলারদের উজ্জীবিত করা এবং ওদের থেকে সেরাটা বের করে আনা”।

টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও বিনো মনে করেন এই লিগে এখনও অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। তিনি বলেছেন, “আইএসএল একটা লম্বা লিগ। এখনও ২১টা ম্যাচ বাকি রয়েছে আমাদের। আমরা এই বছর একটা ভাল দল তৈরি করেছি এবং ফুটবলাররাও নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছে। আমরা আশা করি, জামশেদপুরের বিরুদ্ধে ভালো ফুটবল খেলব এবং ম্যাচটা জিতব।” তার পাশাপাশি সমর্থকদেরও দলের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন বিনো। তিনি বলছেন, “সমর্থকেরা সবসময়েই আমাদের পাশে থেকেছেন। তার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। তবে সমর্থকদের বলব জামশেদপুরে এসে মাঠ ভরাতে। আমরা আমাদের একশো শতাংশ দেব”। এবারে দেখার জামশেদপুর থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারে কিনা সউল ক্রেসপো, মাদিহ তালাল, ক্লেইটন সিলভারা।

Continue Reading

Trending