Connect with us

মোহনবাগান

মোহনবাগান দিবসে উলুবেড়িয়ার মোহনবাগান পরিবারে অভিনব অন্নপ্রাশন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ এক সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন উলুবেড়িয়ার মোহনবাগান দম্পতি। অরিন্দম এবং সুপর্ণা দুজনেই আদ্যান্ত মোহনবাগানী। আর তাদের সন্তান যে মোহনবাগান সমর্থক হয়েই জন্ম নেবেন সেটা বলার অপেক্ষা রাখেনা। মোহনবাগান মানেই যেন আবেগ, ভালোবাসা, ঐতিহ্য এবং পরম্পরার মেলবন্ধন। মোহনবাগান মানে প্রাণ ঢালা আবেগ। সেই আবেগের রেশ ধরেই ২৯ জুলাই মোহনবাগান দিবসে হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা তথা মোহনবাগান ক্লাব সদস্য অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের যমজ সন্তান পুত্র অগ্নীশ্বর (লিও) ও কন্যা দেবপর্ণার (ওলি)-র অন্নপ্রাশন হল। আর সমগ্র অনুষ্ঠানটিতে ছিল রীতিমত সবুজ মেরুনের ছোঁয়া। “সবুজ-মেরুন” দম্পতি তাঁদের যমজ পুত্র-কন্যার অন্নপ্রাশনের কার্ড থেকে শুরু করে ডেকরেশন সবেতেই তুলে ধরেছিলেন মোহনবাগানকে।

অরিন্দম জানান, “মোহনবাগান পরিবারে জন্মগ্রহণ মানেই জন্মগতভাবে মোহনবাগানী হয়েই জন্মানো। আমাদের সন্তানদের জন্য সেই পরম্পরার ভিত প্রস্তুত হলো আজ।” উল্লেখ্য, অরিন্দম ও সুপর্ণার পুত্র অগ্নীশ্বরের নিয়মমাফিক অন্নপ্রাশন হয় গত ২৮ জুন আর কন্যা দেবপর্ণার অন্নপ্রাশন হয় একমাস পর চলতি মাসের ২৭ তারিখ। তারপর মোহনবাগান দিবসের সন্ধ্যায় এমন অভিনব আনুষ্ঠানিক আয়োজন।

অরিন্দমের স্ত্রী সুপর্ণা দেবী জানান, “আমাদের পুত্র ও কন্যা একসঙ্গে হবার পর থেকেই অনেকে বলেছিলেন একসঙ্গে ওরা জন্মগ্রহণ করলেও মুখেভাত হবে আলাদা আলাদা। এবং আমাদের পুত্রের নান্দীমুখ বা বৃদ্ধি সংস্কার হলেও কন্যার কোনও নান্দীমুখ হবে না। যা হবে সেই বিবাহের সময়। নান্দীমুখ আদতে একটি অন্নপ্রাশনের সংস্কার। যা আমাদের সমাজে কেবলমাত্র পুত্রসন্তান জন্ম হলেই হয়ে আসে। আর এটার ফলে পিতৃকুল ও মাতৃকুলের তিন পুরুষ জল পান এবং তারা স্বর্গ থেকে আশীর্বাদ করেন। এটি শোনার পর থেকে আমরা ভাবতে থাকি তবে কি আমাদের শুধুই পুত্রের নান্দীমুখ ও বৃদ্ধি সংস্কার হবে আর তার সময় আমাদের পূর্ব পুরুষ জল পাবে? সমাজের এই লোকাচার নিয়ম আমরা শাস্ত্রমতেই ভাঙতে সক্ষম হই আমাদের কন্যার অন্নপ্রাশনে। আসলে আমাদের শাস্ত্রে পরিষ্কার উল্লেখ আছে কন্যা সন্তান হলেও তারও নান্দীমুখ ও বৃদ্ধি সংস্কার সম্ভব। কিন্ত অনেকেই এই নিয়ম না মেনে কন্যা হলে তার নান্দীমুখ সেই বিবাহের সময়েই করে। আমরা আমাদের কন্যার নান্দীমুখ অন্নপ্রাশনে করে একটা সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছি যে, কন্যা হলেও শাস্ত্রমতেই তার এই সংস্কার করা উচিত।”

প্রিয় দলের জন্য আবেগ বোধহয় একেই বলে। জীবনের প্রতিটি চলার পথে ব্যাতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান আবেগ বুকে করে জীবন তরী পার করছে কোটি কোটি সবুজ মেরুন সমর্থক। তাদেরই এক প্রতিনিধি অরিন্দম-সুপর্ণা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

ফুটবল

মোহনবাগানে যোগ দিলেন ধীরাজ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সবুজ-মেরুন জার্সি গায়ে চাপালেন যুব বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরাজ সিং। এর আগেও তিনি মোহনবাগানের হয়ে খেলেছেন। শেষ তিন বছর এফসি গোয়াতে ছিলেন ধীরাজ। এক বছরের চুক্তিতে ধীরাজকে দলে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। ২৯ জুলাই দলের প্রথম অনুশীলনেই যোগ দেবেন তিনি।

Continue Reading

Trending