মোহনবাগান
মোহনবাগান দিবসে উলুবেড়িয়ার মোহনবাগান পরিবারে অভিনব অন্নপ্রাশন
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ এক সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন উলুবেড়িয়ার মোহনবাগান দম্পতি। অরিন্দম এবং সুপর্ণা দুজনেই আদ্যান্ত মোহনবাগানী। আর তাদের সন্তান যে মোহনবাগান সমর্থক হয়েই জন্ম নেবেন সেটা বলার অপেক্ষা রাখেনা। মোহনবাগান মানেই যেন আবেগ, ভালোবাসা, ঐতিহ্য এবং পরম্পরার মেলবন্ধন। মোহনবাগান মানে প্রাণ ঢালা আবেগ। সেই আবেগের রেশ ধরেই ২৯ জুলাই মোহনবাগান দিবসে হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা তথা মোহনবাগান ক্লাব সদস্য অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের যমজ সন্তান পুত্র অগ্নীশ্বর (লিও) ও কন্যা দেবপর্ণার (ওলি)-র অন্নপ্রাশন হল। আর সমগ্র অনুষ্ঠানটিতে ছিল রীতিমত সবুজ মেরুনের ছোঁয়া। “সবুজ-মেরুন” দম্পতি তাঁদের যমজ পুত্র-কন্যার অন্নপ্রাশনের কার্ড থেকে শুরু করে ডেকরেশন সবেতেই তুলে ধরেছিলেন মোহনবাগানকে।
অরিন্দম জানান, “মোহনবাগান পরিবারে জন্মগ্রহণ মানেই জন্মগতভাবে মোহনবাগানী হয়েই জন্মানো। আমাদের সন্তানদের জন্য সেই পরম্পরার ভিত প্রস্তুত হলো আজ।” উল্লেখ্য, অরিন্দম ও সুপর্ণার পুত্র অগ্নীশ্বরের নিয়মমাফিক অন্নপ্রাশন হয় গত ২৮ জুন আর কন্যা দেবপর্ণার অন্নপ্রাশন হয় একমাস পর চলতি মাসের ২৭ তারিখ। তারপর মোহনবাগান দিবসের সন্ধ্যায় এমন অভিনব আনুষ্ঠানিক আয়োজন।
অরিন্দমের স্ত্রী সুপর্ণা দেবী জানান, “আমাদের পুত্র ও কন্যা একসঙ্গে হবার পর থেকেই অনেকে বলেছিলেন একসঙ্গে ওরা জন্মগ্রহণ করলেও মুখেভাত হবে আলাদা আলাদা। এবং আমাদের পুত্রের নান্দীমুখ বা বৃদ্ধি সংস্কার হলেও কন্যার কোনও নান্দীমুখ হবে না। যা হবে সেই বিবাহের সময়। নান্দীমুখ আদতে একটি অন্নপ্রাশনের সংস্কার। যা আমাদের সমাজে কেবলমাত্র পুত্রসন্তান জন্ম হলেই হয়ে আসে। আর এটার ফলে পিতৃকুল ও মাতৃকুলের তিন পুরুষ জল পান এবং তারা স্বর্গ থেকে আশীর্বাদ করেন। এটি শোনার পর থেকে আমরা ভাবতে থাকি তবে কি আমাদের শুধুই পুত্রের নান্দীমুখ ও বৃদ্ধি সংস্কার হবে আর তার সময় আমাদের পূর্ব পুরুষ জল পাবে? সমাজের এই লোকাচার নিয়ম আমরা শাস্ত্রমতেই ভাঙতে সক্ষম হই আমাদের কন্যার অন্নপ্রাশনে। আসলে আমাদের শাস্ত্রে পরিষ্কার উল্লেখ আছে কন্যা সন্তান হলেও তারও নান্দীমুখ ও বৃদ্ধি সংস্কার সম্ভব। কিন্ত অনেকেই এই নিয়ম না মেনে কন্যা হলে তার নান্দীমুখ সেই বিবাহের সময়েই করে। আমরা আমাদের কন্যার নান্দীমুখ অন্নপ্রাশনে করে একটা সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করেছি যে, কন্যা হলেও শাস্ত্রমতেই তার এই সংস্কার করা উচিত।”
প্রিয় দলের জন্য আবেগ বোধহয় একেই বলে। জীবনের প্রতিটি চলার পথে ব্যাতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মোহনবাগান আবেগ বুকে করে জীবন তরী পার করছে কোটি কোটি সবুজ মেরুন সমর্থক। তাদেরই এক প্রতিনিধি অরিন্দম-সুপর্ণা।
আইএসএল
মোহনবাগানে যোগ দিলেন নতুন ডিফেন্ডার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল শুরুর আগে থেকে দলের রক্ষণ নিয়ে যথেষ্ট মাথা ব্যাথা ছিল বাগান কোচ হোসে মলিনার। সামনে এসিএল টু-এর খেলাও রয়েছে। তার আগে নুনো রেইসকে সই করালো মোহনবাগান।
ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। তারপর আইএসএলের প্রথম ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ম্যাচ ড্র হয়। মরশুম শুরু থেকে বাগানের দুই ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিলোই। তারই মাঝে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে দলের সপ্তম বিদেশী হিসেবে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট।
৩৩ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার গত মরসুম খেলছিলেন এ লিগের দল মেলবোর্ন সিটি এফসিতে। সেই দলেরই আরেকজন তারকা খেলোয়াড় ছিলেন জেমি ম্যাকলারেন। এবারে দুই সতীর্থকে একসঙ্গে দেখা যেতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। ১৮ তারিখ মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলতে নামতে চলেছে তাদের এসিএল টু-এর ম্যাচে। তার আগে এই সইটি করিয়ে রীতিমতো দলের রক্ষণকে আরও শক্তিশালী করে তুলল মোহনবাগান। এবারে দেখার নুনো রেইস এসে বাগান রক্ষণে কতটা ভরসা দিতে পারেন।
আইএসএল
এগিয়ে গিয়েও পয়েন্ট হাতছাড়া মোহনবাগানের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান। এর আগেও খারাপ রক্ষণের জন্য ডুরান্ড কাপের ফাইনালে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছিল বাগানকে।
ম্যাচের প্রথম দিকে মুম্বাই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে মুম্বাই একটি গোল করে দিয়েছিল কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। কিন্তু হঠাৎই ম্যাচের গতির বিপরীতে তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২৮ মিনিটে। রক্ষণের খেলোয়াড় আলবার্তো রদ্রিগেজের পা থেকে আসা শটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে মুম্বাই আরও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। কিন্তু মোহনবাগান তাদেরকে কিছুক্ষণ আটকে রাখতে সক্ষম হলেও ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় মুম্বাই। পরিবর্ত হয়ে আসা নৌফলের বাড়ানো বল থেকে গোল করেন তিরি। ৭৯ মিনিটে আলবার্তোর জায়গায় মাঠে নামেন টম আলড্রেড। ম্যাচের ৯০ মিনিটে আবারও ডিফেন্সের ভুলের কারণে সেই নৌফলের বাড়ানো বল থেকেই গোল করেন মুম্বাইয়ের থায়ের ক্রোমা। ২-২ গোলে সমতায় ফেরে মুম্বাই।
কার্যত ডিফেন্সের ভুলেই ২-০ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠ থেকে জয় তুলে নিতে পারলনা মোহনবাগান। সামনে তাদের চ্যাম্পিয়ন্স লীগ ২ এর খেলা। এবারে দেখার মোলিনা কত তাড়াতাড়ি তার ডিফেন্সের ভুলত্রুটি শুধরে নিয়ে পরবর্তী মরশুমের জন্য তার দলকে তৈরি করে নিতে পারেন।
আইএসএল
চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।
শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।
তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি