ভারতীয় ফুটবল
অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার…
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে জানালেন আগামী অক্টোবর মাসে ভারতে আসতে চলেছেন কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গার। গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের মুখ্য পদে রয়েছেন ওয়েঙ্গার। ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ভারতে একটি ফুটবল একাডেমির উন্মোচন হতে চলেছে। অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের জন্য এই একাডেমির পথ চলা শুরু হতে চলেছে। কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গারের হাত দিয়েই শুরু হবে এই পথ চলা। আসন্ন সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরসেন ওয়েঙ্গার এই বিশেষ পদক্ষেপটির ঘোষণা করবেন। ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এআইএফেফ দ্বারা নির্মিত এই একাডেমি একক ভাবে কাজ করবে না, সঙ্গে থাকবে আরও বেশ কয়েকটা একাডেমি। কল্যাণ চৌবে জানালেন এই একাডেমি পথ চলা শুরু হলে ভারতীয় ফুটবলের তরুন প্রজন্মের খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। তিনি বললেন “আমরা চাই আরও বেশি করে ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে। সকলের মধ্যে আরও সুযোগ তৈরি করে দিতে।” আরসেন ওয়েঙ্গারের মতো ব্যক্তির হাত ধরে এই পথ চলা শুরু হলে তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারি হবে।
ফুটবল
বছরের শেষ ম্যাচেও এলনা জয়। ড্র করেই মাঠ ছাড়ল ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বছরের শুরু থেকেই জয় পাচ্ছিলনা ভারত। শুধু তাই নয়, ভাল ফুটবলও খেলতে ভুলে গিয়েছিলেন মানবীর, আপুইয়া, গুরপ্রিত সিংহ সান্ধুরা। তারই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। বদল হয়েছে কোচও। নতুন কোচের দায়িত্বে এসেছেন এফসি গোয়া দলের হেড কোচ মানোলো মার্কেজ। কিন্তু তাও বদল হলোনা ভাগ্য। অপরদিকে চোট সরিয়ে মাঠে ফিরলেন সন্দেশ ঝিঙ্ঘান। কিন্তু বছরের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়ল ভারত।
ম্যাচের শুরুটা ভালই করেছিল মানোলো মার্কেজের দল। শুরুর থেকেই মুহুর্মুহু আক্রমণ করছিলেন ভারতের ফুটবলাররা। তবে ম্যাচের ১৯ মিনিটে গুরপ্রীত সিংহের ভুলে গোল হজম করে ভারত। মালয়েশিয়ার হয়ে গোলটি করে যান পাউলো জোশুয়ে। তারপরেও অনেকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করে উঠতে পারেনি ভারত। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে, ব্র্যান্ডনের ভাসানো কর্নার থেকে বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ১-১ গোলের ফলাফলের পর সবাই ভেবেছিল দ্বিতীয়ার্ধে জয়ের জন্য সর্বস্ব ঝাপাবে ভারত। কিন্তু চেষ্টা চালালেও গোলটাই তুলে আনতে ব্যার্থ হলেন ইরফান ইয়াদওয়াদরা। অপরদিকে ম্যাচের একদম শেষের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মালয়েশিয়া। তবে সেই সুযোগ তারা হাতছাড়া করায় অবশেষে ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হল মানোলো মার্কেজদের।
ফুটবল
কঠিন ম্যাচে নামার আগে প্রস্তুত দুই দল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের মাঝেই হতে চলেছে ভারত বনাম মালয়েশিয়া ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ১৮ই নভেম্বর হায়দ্রাবাদের গাচিবোলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে ৩২ বার এক অপরের মুখোমুখি হয়েছে ভারত এবং মালয়েশিয়া যেখানে উভয়েই জয় পেয়েছে ১২ বার এবং ড্র হয়েছে ৮টি ম্যাচ। এছাড়াও ভারত, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশের থেকেও বেশি ম্যাচ খেলেছে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই। এছাড়া গতবছর মার্ডেকা কাপে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই ২-৪ গোলে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে।
আসন্ন মার্চ মাসে রয়েছে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তার আগেই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং মালয়েশিয়া। এছাড়া গতবছরের মার্ডেকা কাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই সময়ের ভারতীয় দলের ৯ জন ফুটবলার এবারেও রয়েছেন জাতীয় দলে। অপরদিকে মালয়েশিয়া দলের ২৬ জন সদস্যের মধ্যে ১৪ জন ছিলেন গতবছর মার্ডেকা কাপের দলে। সেখানে রয়েছেন দুজন গোলস্কোরার আরিফ আইমান এবং দিওন কুলস। ফলে দুই দলের ফুটবলাররাই একে অপরকে খুব ভালোমতই চেনেন। ফলে সবাই সবার খেলা সম্পর্কে অবগত।
ইতিমধ্যে ভারতীয় দলে এসেছে আমূল পরিবর্তন। জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। এছাড়া পরিবর্তন হয়েছে দলের কোচও। ইগোর স্টিমাচের পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন বর্তমান এফসি গোয়া দলের কোচ মানোলো মার্কেজ। অপরদিকে কোচ পরিবর্তন হয়েছে মালয়েশিয়ারও। জুলাই মাসে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যার্থ হওয়ার পর, পরিবর্তন হয় দলের কোচ। তার পরেই দলের দায়িত্ব নেন পাউ মার্তি। তিনি দায়িত্ব নেওয়ার পরেই মার্ডেকা প্রতিযোগিতা জেতে মালয়েশিয়া দল। ফিলিপিন্সকে ২-১ এবং লেবাননকে ১-০ গোলে হারিয়ে কাপ নিজেদের নামে করে তাঁরা। তবে গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৪ গোলে হেরে যায় মালয়েশিয়া। যার ফলে ভারতকে টপকে উপরে উঠে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
চলতি মাসের ১৬ তারিখ হায়দ্রাবাদে এসে তার পরেরদিন পাউ মার্তির তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পর্বে গোটা মালয়েশিয়া দল। হায়দ্রাবাদ এফসির অনুশীলন মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলবে তাঁরা। ফলে ফ্রেন্ডলি ম্যাচ হলেও যথেষ্ট উত্তেজগ হবে এই ম্যাচই সেটাই বলাই যায়।
আইএসএল
চোটের কবলে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহ। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়লেন দুজনেই..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট। এই ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল বাগান কোচ হোসে মোলিনার কাছে। তবে কোনভাবে ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু এই ম্যাচে চোট পান মোহনবাগান মাঝমাঠের ফুটবলার অনিরুদ্ধ থাপা। যার ফলে আসন্ন জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। এছাড়াও চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন মুম্বাই দলের বিক্রম প্রতাপ সিংহ।
আমরা গতকালই জানিয়েছিলাম যে চোটের কারণে হয়ত জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিতে পারবেন না অনিরুদ্ধ থাপা। এবারে সেই খবরেই পড়ল সিলমোহর। চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়লেন মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপা। রবিবার আহমেদ জাহু বারবার অনিরুদ্ধকে কড়া ট্যাকেল করেই চলেছিলেন তবে একটিবারও রেফারি তাকে কোনও কার্ড দেখাননি। ঠিক আগের বছর আইএসএলে এই মোহনবাগানের বিরুদ্ধেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আহমেদ জহুর করা ট্যাকেলের জন্যই দীর্ঘদিন মাঠের বাইরে চলে যেতে হয়েছিল বাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদকে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরিবর্তন হল শুধু স্টেডিয়াম এবং ফুটবলার।
জহুর ট্যাকেলের পর সঙ্গেসঙ্গেই মোহনবাগান চিকিৎসাকর্মীরা মাঠে প্রবেশ করেন থাপার শুশ্রূষার জন্য। তবে অনিরুদ্ধকে দেখেই তাঁরা বুঝে যান এই ম্যাচে আর খেলার মত জায়গায় নেই তিনি। তাই সঙ্গে সঙ্গেই তাঁকে পরিবর্তন করার নির্দেশ দেন চিকিৎসাকর্মীরা। এমনকি মাঠের বাইরে বেরোনোর সময়ও হাঁটতে খুবই অসুবিধে হচ্ছিল অনিরুদ্ধ থাপার। এবারে এই চোটের কারণে আসন্ন ভারতের জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। তবে শুধু অনিরুদ্ধ নয়, চোটের কারণে বাদ পড়েছেন মুম্বাই দলের আক্রমণভাগের ফুটবলার বিক্রম প্রতাপ সিংহও। তবে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন থোইবা সিংহ। এবারে দেখার কত দ্রুত নিজেদের সুস্থ করে আবার ফুটবল মাঠে প্রত্যাবর্তন ঘটে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহের।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি