ভারতীয় ফুটবল

অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে জানালেন আগামী অক্টোবর মাসে ভারতে আসতে চলেছেন কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গার। গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের মুখ্য পদে রয়েছেন ওয়েঙ্গার। ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ভারতে একটি ফুটবল একাডেমির উন্মোচন হতে চলেছে। অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের জন্য এই একাডেমির পথ চলা শুরু হতে চলেছে। কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গারের হাত দিয়েই শুরু হবে এই পথ চলা। আসন্ন সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরসেন ওয়েঙ্গার এই বিশেষ পদক্ষেপটির ঘোষণা করবেন। ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআইএফেফ দ্বারা নির্মিত এই একাডেমি একক ভাবে কাজ করবে না, সঙ্গে থাকবে আরও বেশ কয়েকটা একাডেমি। কল্যাণ চৌবে জানালেন এই একাডেমি পথ চলা শুরু হলে ভারতীয় ফুটবলের তরুন প্রজন্মের খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। তিনি বললেন “আমরা চাই আরও বেশি করে ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে। সকলের মধ্যে আরও সুযোগ তৈরি করে দিতে।” আরসেন ওয়েঙ্গারের মতো ব্যক্তির হাত ধরে এই পথ চলা শুরু হলে তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version