ভারতীয় ফুটবল
অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার…
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে জানালেন আগামী অক্টোবর মাসে ভারতে আসতে চলেছেন কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গার। গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের মুখ্য পদে রয়েছেন ওয়েঙ্গার। ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ভারতে একটি ফুটবল একাডেমির উন্মোচন হতে চলেছে। অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের জন্য এই একাডেমির পথ চলা শুরু হতে চলেছে। কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গারের হাত দিয়েই শুরু হবে এই পথ চলা। আসন্ন সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরসেন ওয়েঙ্গার এই বিশেষ পদক্ষেপটির ঘোষণা করবেন। ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এআইএফেফ দ্বারা নির্মিত এই একাডেমি একক ভাবে কাজ করবে না, সঙ্গে থাকবে আরও বেশ কয়েকটা একাডেমি। কল্যাণ চৌবে জানালেন এই একাডেমি পথ চলা শুরু হলে ভারতীয় ফুটবলের তরুন প্রজন্মের খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। তিনি বললেন “আমরা চাই আরও বেশি করে ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে। সকলের মধ্যে আরও সুযোগ তৈরি করে দিতে।” আরসেন ওয়েঙ্গারের মতো ব্যক্তির হাত ধরে এই পথ চলা শুরু হলে তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারি হবে।
ফুটবল
চানমারিকে হারিয়ে তৃতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে নতুন শক্তি হিসেবে উঠে আসছে ডায়মন্ড হারবার এফসি। ইতিমধ্যেই দুরন্ত ফুটবল খেলে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ দ্বিতীয় ডিভিশনে উঠে এসেছিল তারা। আজ নৈহাটি স্টেডিয়ামে চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে আই লিগ তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন হল কিবু ভিকুনার দল।
অপরাজিত থেকেই তৃতীয় ডিভিশন আই লিগ জিতল ডায়মন্ড হারবার এফসি। রবিবার নৈহাটি স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কিবু ভিকুনার ছেলেরা। এর সুবাদেই ম্যাচের ৩০ মিনিটে রাঘব গুপ্ত গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। তারপর চানমারি দলের ফুটবলাররাও আক্রমণ তুলে আনতে শুরু করে, তবে প্রথমার্ধে ১-০ গোলেই শেষ হয় খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলেন চানমারি ফুটবলাররা। তবে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হন তাঁরা। দুরন্ত ফুটবল খেলেও কিবু ভিকুনার দলের বিরুদ্ধ হার স্বীকার করতে হয় তাদের। গতবছর দুরন্ত ফুটবল খেলেও দ্বিতীয় ডিভিশন আই লিগে উঠে আসতে পারেনি ডায়মন্ড হারবার। এবারে তৃতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে নিজেদের জায়গা পাকা করলেন জবি জাস্টিনরা। এবার কিবু ভিকুনার কাছে লক্ষ্য হবে দ্বিতীয় ডিভিশনে ভালো ফুটবল খেলে সরাসরি প্রথম ডিভিশনে উঠে আসার।
আইএসএল
ISL 2024/25: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় চাইছেন খালিদ জামিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি। ইতিমধ্যেই জামশেদপুর তাদের তিনটি ম্যাচের মধ্যে ছয় পয়েন্ট নিয়ে লীগ টেবিলের চার নম্বর স্থানে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল এখনও তাদের প্রথম পয়েন্টের খোঁজে রয়েছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল এবং ফুটবলার মোবাশির রহমান।
পরপর দুই ম্যাচে জয় পাওয়ার পর গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ হারতে হয় জামশেদপুরকে। সেই বিষয়ে তাদের কোচ খালিদ জামিল জানিয়েছেন, “গত ম্যাচে আমরা খুব একটা ভালো শুরু করতে পারিনি এবং আশানুরূপ ফল পাইনি। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সেই জায়গাটা শুধরে নিতে পারি।” অপরদিকে মরশুমের শুরুটা ইস্টবেঙ্গলের একদমই ভাল হয়নি। প্রথমে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হার এবং তারপর আইএসএলের প্রথম তিন ম্যাচেও হার দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। তাঁর উপরে তাদের হেড কোচ কার্লেস কুয়াদ্রতও দল থেকে সরে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এখন দল সামলাচ্ছেন বিনো জর্জ। তবে এই লড়াইটা ভারতীয় ফুটবলের কাছে খুব উপভোগ্যের হবে কারণ কাল লড়াই হবে দুই ভারতীয় কোচের মগজাস্ত্রের। ইতিমধ্যেই বিগত তিন ম্যাচে জামশেদপুরকে হারাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। সেই বিষয়ে জামশেদপুর কোচকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি মনে করি প্রতিটা ম্যাচের গুরুত্ব ভিন্ন রকমের। তবে আমরা ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে ভাল ফুটবল খেলার চেষ্টা করব এবং ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার জন্যই ঝাঁপাব।”
অপরদিকে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মোবাশির রহমান তাদের খেলার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবং তিনি সমর্থকদের জন্য জয় পেতেও মরিয়া। তিনি জানিয়েছেন, “আমরা প্রতিটা খেলায় জিততে চাই সমর্থকদের জন্য কারণ সেই জয়ের পেছনে তাদের সমর্থনের অনেকটা বড় ভূমিকা থাকে। আমরা ঘরের মাঠে খেলি বা বাইরের মাঠে, তাঁরা আমাদের নিরন্তর সমর্থন করেন। তাই আমরা চেষ্টা করব তাদেরকে জয় উপহার দেওয়ার।” এবারে দেখার ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়তে পারেন কিনা খালিদ জামিলের ছেলেরা। নাকি বিনো জর্জ পারবেন ইস্টবেঙ্গলকে জয়ের সরণীতে ফেরতে।
আইএসএল
ISL 2024/25: নিজের দল নিয়ে আশাবাদী বিনো
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন লাল-হলুদের হেড স্যার কার্লেস কুয়াদ্রাত। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ। তার তত্ত্বাবধানেই শনিবার জেআরডি টাটা স্পোর্ট কমপ্লেক্সে, শক্তিশালি জামশেদপুর এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
বিনো জর্জের তত্ত্বাবধানেই কলকাতায় তিনদিন অনুশীলন করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল দল। শক্তিশালী জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্ট পেতে মরিয়া বিনো। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “দলের ফুটবলারদের ওপর আমার সম্পুর্ণ ভরসা আছে। তাঁরা যথেষ্ট ভাল মানের ফুটবলার। এটা ঠিক যে গত তিনটি ম্যাচে আমরা ভাল ফল করতে পারিনি। তবে আমি জানি আমার ছেলেরা ঘুরে দাঁড়াতে জানে এবং তারা সেটা করবেও। আমার দৃঢ় বিশ্বাস, একটা ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল আবারও ছন্দে ফিরবে। আমাদের কাজ হল দলের ফুটবলারদের উজ্জীবিত করা এবং ওদের থেকে সেরাটা বের করে আনা”।
টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও বিনো মনে করেন এই লিগে এখনও অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। তিনি বলেছেন, “আইএসএল একটা লম্বা লিগ। এখনও ২১টা ম্যাচ বাকি রয়েছে আমাদের। আমরা এই বছর একটা ভাল দল তৈরি করেছি এবং ফুটবলাররাও নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছে। আমরা আশা করি, জামশেদপুরের বিরুদ্ধে ভালো ফুটবল খেলব এবং ম্যাচটা জিতব।” তার পাশাপাশি সমর্থকদেরও দলের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন বিনো। তিনি বলছেন, “সমর্থকেরা সবসময়েই আমাদের পাশে থেকেছেন। তার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। তবে সমর্থকদের বলব জামশেদপুরে এসে মাঠ ভরাতে। আমরা আমাদের একশো শতাংশ দেব”। এবারে দেখার জামশেদপুর থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারে কিনা সউল ক্রেসপো, মাদিহ তালাল, ক্লেইটন সিলভারা।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল11 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি