Connect with us

ভারতীয় ফুটবল

অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে জানালেন আগামী অক্টোবর মাসে ভারতে আসতে চলেছেন কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গার। গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের মুখ্য পদে রয়েছেন ওয়েঙ্গার। ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ভারতে একটি ফুটবল একাডেমির উন্মোচন হতে চলেছে। অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের জন্য এই একাডেমির পথ চলা শুরু হতে চলেছে। কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গারের হাত দিয়েই শুরু হবে এই পথ চলা। আসন্ন সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরসেন ওয়েঙ্গার এই বিশেষ পদক্ষেপটির ঘোষণা করবেন। ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআইএফেফ দ্বারা নির্মিত এই একাডেমি একক ভাবে কাজ করবে না, সঙ্গে থাকবে আরও বেশ কয়েকটা একাডেমি। কল্যাণ চৌবে জানালেন এই একাডেমি পথ চলা শুরু হলে ভারতীয় ফুটবলের তরুন প্রজন্মের খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। তিনি বললেন “আমরা চাই আরও বেশি করে ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে। সকলের মধ্যে আরও সুযোগ তৈরি করে দিতে।” আরসেন ওয়েঙ্গারের মতো ব্যক্তির হাত ধরে এই পথ চলা শুরু হলে তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারি হবে।

ফুটবল

EXCLUSIVE: বন্দোদকর গোল্ড ট্রফি খেলতে ভারতে আসছে পার্থ গ্লোরি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর আবারও ফিরতে চলেছে ঐতিহ্যশালী বন্দোদকর গোল্ড কাপ বা ভাউসাহেব বন্দোদকর মেমোরিয়াল ট্রফি। ৫৪ বছরের এই পুরনো প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ফুটবলের বহু ইতিহাস। বন্দোদকর গোল্ড ট্রফি হল গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত প্রথম বড় টুর্নামেন্ট, যা তৎকালীন মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দোদকরের সহায়তা শুরু হয়েছিল। ১২ বছর চলার পর ১৯৯২ সালে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ছিল ডেম্পো স্পোর্টস ক্লাব। আট বার তারা এই প্রতিযোগিতা জিতেছে।

শেষ বার ১৯৯২ সালে বন্দোদকর গোল্ড ট্রফি জেতে সালগাওকার এফসি। এরপর ২৪ বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে পুনরায় এই টুর্নামেন্ট চালু করা হয়। সেই বছর আমন্ত্রণ ভিত্তিক অনূর্ধ্ব-২১ দলের প্রতিযোগিতা হিসাবে আয়োজন করা হয়েছিল বন্দোদকর গোল্ড ট্রফি। তারপর আবার বন্ধ হয়ে যায় ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। ২০২৪ সালে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের তৎপরতায় আবার চালু হতে চলেছে বন্দোদকর গোল্ড কাপ।

এফসি গোয়া এবং ওড়িশা এফসির মত দল এবারের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আইএসএলের আগে মূলত প্রাক মতশুম প্রস্তুতির জন্যই এই প্রতিযোগিতা খেলতে আগ্রহী ওড়িশা এফসি। এছাড়াও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া এ লিগে খেলা পার্থ গ্লোরির মত দলও অংশ নিতে পারে এবারের বন্দোদকর গোল্ড কাপে। বলাই যায় ভারতীয় ফুটবলে ফিরতে চলেছে আরও একটা ঐতিহ্যশালী প্রতিযোগিতা।

Continue Reading

ফুটবল

চুক্তি বৃদ্ধি লোবেরার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আরও এক মরশুমের জন্য চুক্তি বৃদ্ধি হল সার্জিও লোবেরার। ওড়িশার এফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ২০২৫-২৬ মরশুম পর্যন্ত কোচের পদে থাকছেন লোবেরা। ওড়িশার দায়িত্ব নিয়ে দলের চেহারা বদলে দিয়েছেন তিনি। তাই লোবেরার উপরেই ভরসা রাখছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট।

Continue Reading

ফুটবল

তিন বছরের চুক্তিতে ওড়িশায় যোগ দিলেন হুগো বুমোস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – প্রত্যাশা মতোই ওড়িশা এফসির জার্সি গায়ে চাপালেন হুগো বুমোস। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন মরশুমে হুগোর নতুন গন্তব্য হতে চলেছে ওড়িশা। সেই খবরে আজ শিলমোহর পড়ল। আজ ওড়িশা এফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন বছরের চুক্তিতে তিনি দলে যোগ দিলেন। হুগোর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ওড়িশার মাঝমাঠের শক্তি বৃদ্ধি করবে। ওড়িশায় যোগ দিয়ে উচ্ছ্বসিত হুগো বুমোস।

Continue Reading

Trending