ফুটবল
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছিল এশিয়ার দুই শক্তিধর প্রতিপক্ষ ভারত এবং নেপাল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টায় ছিল নেপালের ফুটবলাররা। তবে ভারতের অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের তরুন ফুটবলাররা সেই চাপ রুখে দেন। দুই দলের কাছেই মাস্ট উইন গেম ছিল আজকের ম্যাচ। তাই পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল নেপাল। ম্যাচের সময় যত গড়িয়েছে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ভারতের ছেলেরা। একের পর এক ভারতীয় আক্রমণ এসে আছড়ে পড়ে নেপালের রক্ষণ দূর্গে। তবে নেপাল গোলরক্ষকের তৎপরতায় ম্যাচে এগিয়ে যেতে পারেনি ভারত। খেলার বয়স যখন ৩৩ মিনিট ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে আসেন উশাম। তার গোলের ঠিকানা লেখা পাস থেকে গোল করে যান আরবাস।
প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়ে আরও বেশি চাপে ফেলে দেয় নেপালকে। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে ভারতীয় ফুটবলার দের লড়াইয়ে বারবার প্রতিহত হয়েছে নেপালের আক্রমণ। দ্বিতীয়ার্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণ করে ম্যাচে ফেরার শেষ চেষ্টা করে তারা। ৭৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল ভারতের কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। ৮৫ মিনিটের মাথায় লেভিশের শট পোষ্টে লেগে ফিরে এলে আরও একবার রক্ষা পায় নেপাল। তবে ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ভারতের হয়ে নিশ্চিত পতন রোধ করলেন গোলরক্ষক সূরাজ সিং। শুধু গোল বাঁচালেন না, ভারতকে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের নকআউটে যাওয়ার ছাড়পত্র এনে দিলেন।
আইএসএল
নতুন মরশুমের জার্সি উন্মোচন মহামেডানের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ্যে আনলো মহামেডান স্পোর্টিং ক্লাব। শহরের এক পাঁচ তাঁরা হোটেলে উন্মোচিত হলো নতুন জার্সি।
মহামেডান সিনিয়র দলের খেলোয়াড়, কোচ সহ উপস্থিত ছিলেন রিজার্ভ দলের খেলোয়াড়রাও। এছাড়াও উপস্থিত ছিলেন স্রাচি গ্রুপের কর্ণধার মিস্টার রাহুল টোডি। এই আয়োজনের কেন্দ্রবিন্দু শুধুমাত্রই জার্সি উন্মোচন ছিলনা, ছিল খেলোয়াড় এবং কোচেদের মধ্যে বাড়তি উদ্দীপনার প্রসার ঘটানোর লক্ষ্য। যাতে আসন্ন আইএসএলে তারা ভালো ফুটবল উপহার দিতে পারে।
গতবছর আইলিগ জিতে, এই বছর মহামেডান প্রথমবারের জন্য আইএসএল খেলতে মাঠে নামবে। তাদের প্রথম ম্যাচ ১৬ তারিখ। প্রতিপক্ষ এবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড এফসি। এবারে দেখার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমে নিজেদের কতটা মেলে ধরতে পারে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং।
আন্তর্জাতিক ফুটবল
হার ব্রাজিল, আর্জেন্টিনার
রে স্পোর্টজের প্রতিবেদন: একই দিনে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে হার ব্রাজিল ও আর্জন্টিনার। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে কয়েকমাস আগেই হেরেছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিলো তারা। অন্যদিকে একই দিনে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারল ব্রাজিল।
কলম্বিয়ার ঘরের মাঠে মস্কেরার গোলে প্রথম ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনজালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, বক্সে রোমেরোর ফাউল থেকে পেনাল্টি পায় কলম্বিয়া। সেখান থেকে গোল করতে কোন ভুল করেন নি হামেস রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠে ছাড়ে কলম্বিয়া।
উল্টোদিকে অসংখ্য সুযোগ নষ্ট করে প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ ৫ ম্যাচের মধ্যে এটি ব্রাজিলের চুতর্থ হার। চিলির বিরুদ্ধে খেলা ব্রাজিল দলকে খুঁজেই পাওয়া গেলনা এদিন। ২০ মিনিটের মাথায় দিয়েগো গোমেজের করা গোল ম্যাচের জয়সূচক গোল হয়ে যায়। তারপর গোটা ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগতে ব্যর্থ হন ভিনিশিয়াসরা। দীর্ঘ ১৬ বছর পর ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে।
এই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট পেয়ে ৫ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে কলম্বিয়ার কাছে হেরেও শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবল
কলম্বিয়ার কাছে হার আর্জেন্টিনার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা ফাইনালে হারের বদলা নিলো কলম্বিয়া। ঘরের মাঠে ম্যাচ হারলো আর্জেন্টিনা।
কোপা ফাইনালে চোট লাগায় এই ম্যাচেও দলে ছিলেননা লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এসে কলম্বিয়ার কাছে আটকে গেলো আর্জেন্টিনা।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় জেমস রদ্রিগেসের বাড়ানো বল থেকে ইয়েরসন মসকেরা গোল করে এগিয়ে দেয় কলম্বিয়াকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেমস রদ্রিগেসের ভুল পাস থেকে বল পেয়ে কলম্বিয়া গোলরক্ষকের পায়ের ফাঁক থেকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজকে বক্সের ভেতর ট্যাকেল করে বসেন রোমেরো। প্রথমে ফাউল না দিলেও পরে ভারের সাহায্য নিয়ে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। রদ্রিগেসের পেনাল্টি থেকে ২-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। তার পরে আর্জেন্টিনা আর সময়তায় ফিরতে পারেনি। গত ম্যাচে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার সেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি এই ম্যাচে। হয়তো সেই কারণের জন্যই এই ম্যাচটি থেকে পয়েন্ট হাতছাড়া করতে হলো আর্জেন্টিনাকে।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি