Connect with us

ফুটবল

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছিল এশিয়ার দুই শক্তিধর প্রতিপক্ষ ভারত এবং নেপাল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টায় ছিল নেপালের ফুটবলাররা। তবে ভারতের অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের তরুন ফুটবলাররা সেই চাপ রুখে দেন। দুই দলের কাছেই মাস্ট উইন গেম ছিল আজকের ম্যাচ। তাই পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল নেপাল। ম্যাচের সময় যত গড়িয়েছে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ভারতের ছেলেরা। একের পর এক ভারতীয় আক্রমণ এসে আছড়ে পড়ে নেপালের রক্ষণ দূর্গে। তবে নেপাল গোলরক্ষকের তৎপরতায় ম্যাচে এগিয়ে যেতে পারেনি ভারত। খেলার বয়স যখন ৩৩ মিনিট ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে আসেন উশাম। তার গোলের ঠিকানা লেখা পাস থেকে গোল করে যান আরবাস।

প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়ে আরও বেশি চাপে ফেলে দেয় নেপালকে। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে ভারতীয় ফুটবলার দের লড়াইয়ে বারবার প্রতিহত হয়েছে নেপালের আক্রমণ। দ্বিতীয়ার্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণ করে ম্যাচে ফেরার শেষ চেষ্টা করে তারা। ৭৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল ভারতের কাছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। ৮৫ মিনিটের মাথায় লেভিশের শট পোষ্টে লেগে ফিরে এলে আরও একবার রক্ষা পায় নেপাল। তবে ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ভারতের হয়ে নিশ্চিত পতন রোধ করলেন গোলরক্ষক সূরাজ সিং। শুধু গোল বাঁচালেন না, ভারতকে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের নকআউটে যাওয়ার ছাড়পত্র এনে দিলেন।

ফুটবল

জুনিয়র ব্রিগেডে বাড়তি নজর মোহনবাগানের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, সেখান থেকে কলকাতা লিগ, আর তারপর কোচের নজরে পড়লেই সোজা প্রমোশন আইএসএলের সিনিয়র দলে। এভাবেই উঠে এসেছেন দীপেন্দু, ফারদিন, কিয়ান, সুহেলরা। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এর প্রধান লক্ষ্য নতুন মুখ তৈরি করা। যারা ভবিষ্যতের তারকা হয়ে উঠবে। তাই আরএফডিএল এবং কলকাতা লিগকে নতুন ফুটবলার তুলে আনার প্ল্যাটফর্ম হিসাবে কাজে লাগাতে চাইছেন বাস্তব রায়। আসন্ন মরসুমের জন্য কেরালার তরুন উইঙ্গার সালাউদ্দিন আদনানকে দু’বছরের চুক্তিতে সই করাল মোহনবাগান।

গত মরসুমে মুথুট এফসিতে খেলেছেন তিনি। আগামী মাসেই শুরু হতে চলেছে কলকাতা লিগ। আর সেখানেই হয়তো সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে পারে আদনানের। আরেফডিএল এবং কলকাতা লিগের দলে খেলবেন আদনান। নিজেকে মেলে ধরতে পারলে সিনিয়র দলে উঠে আসার বড় সুযোগ রয়েছে কেরালার এই তরুণ উইঙ্গারের সামনে। পাশাপাশি দু’বছরের চুক্তিতে ইউনাইটেড স্পোর্টসের তরুণ ফুটবলার সায়ন দাসকে সই করাল মোহনবাগান। গত মরশুমে বেশ নজর কেড়েছিলেন সায়ন। আরএফডিএল এবং সিএফএলের কথা মাথায় রেখেই তরুণ ফুটবলারদের সই করাচ্ছে বাগান ব্রিগেড। গোয়ার তরুণ ডিফেন্ডার লিওয়ান কাস্তানাকে সই করিয়েছেন তাঁরা। ফলে বোঝাই যাচ্ছে জুনিয়র ব্রিগেডকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা লিগের প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান।

Continue Reading

ফুটবল

ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে আশাবাদী থাপা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দলের হয়ে ৫০ টার বেশি ম্যাচ খেলা সহজ কথা নয়। কিন্তু সেটা সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। থাপার বয়স এখন ২৬। ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে ৫৭ টি ম্যাচ খেলে ফেলেছেন। সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধুর পর তিনি তৃতীয় প্লেয়ার, যিনি জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী ভারতের এই মিডফিল্ডার।

সাত বছর জাতীয় দলের সঙ্গে আছেন। এই সাত বছরে একটি ও জাতীয় দলের শিবিরে অনুপস্থিত থাকেননি তিনি। কুয়েত ম্যাচের প্রসঙ্গে তিনি বললেন “এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য এই ম্যাচটা আমাদের জিততেই হবে। শুধু তাই নয়, সুনীল ছেত্রীকে জয় উপহার দিতে চাই শেষ ম্যাচে।” থাপা মনে করছেন যুবভারতীর ভরা গ্যালারির সামনে নিজেদের সেরাটা উজার করে দিতে পারলেই কাঙ্খিত জয় আসবে।

Continue Reading

ফুটবল

২৭ জনের দল ঘোষণা করলেন স্টিমাচ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামার আগে ভুবনেশ্বরে জোরকদমে প্রস্তুতিতে মগ্ন স্টিমাচ ব্রিগেড। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ হিসেবে এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। কুয়েতের বিরুদ্ধে মাঠে নামার আগে ২৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। ভুবনেশ্বরের ক্যাম্প থেকে লাচেনপা,পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হামাদ এবং এমএস জিতিনকে বাদ দেওয়া হয়েছে। ২৯ মে পর্যন্ত তারা ভুবনেশ্বরে অনুশীলন করে কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন সুনীল ছেত্রীরা। কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আগেভাগেই শহরে পা রাখবেন তাঁরা। লক্ষ্য একটাই কলকাতার মাটিতে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া। পাশাপাশি সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে তাঁকে জয় উপহার দেওয়া।

Continue Reading

Trending