Connect with us

আন্তর্জাতিক ফুটবল

AFC Asian Cup 2023: “দ্রুত ভুল শুধরে ঘুরে দাঁড়াতে হবে” – বলছেন স্টিমাচ

Published

on

সৌরভ রায়, দোহা: শনিবার কাতারের আহমেদ বিল আলি স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল মেন ইন ব্লুরা। ধারে ভারে সকারুরা ভারতের থেকে অনেক এগিয়ে থাকলেও অসাধ্য সাধনের চেষ্টা করেছিলেন সুনীল ছেত্রীরা। লিও মেসিদের মঞ্চেই ইতিহাস তৈরি করে ফেলতে পারত সুনীল ছেত্রীর ভারত। কিন্তু একটা ভুলেই সব হিসেবে ওলট-পালট করে দিল। একটাই ভুল করলেন গুরপ্রীত, ডান দিক থেকে মার্টিন বয়েলের তোলা ক্রস আলতো ফিস্ট করেন। কিন্তু সেই লুজ় বল পেয়ে যান জ্যাকসন আরভিন। ১-০ করতে দেরি করেননি অভিজ্ঞ ফুটবলার।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কোচ ইগর স্টিমাচও হারের কারণ হিসাবে গোল খাওয়াকেই দায়ী করলেন। স্টিমাচ বললেন “আমরা প্রথমার্ধে যে ফুটবলটা খেলেছে, অস্ট্রেলিয়াকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের একটা ভুলই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।” তিনি আরও বললেন “অস্ট্রেলিয়ান ফুটবলারদের একক দক্ষতায় গোল হজম করলে হতাশার কিছু ছিল না। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি।” ভারতের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ ছিল বলেই মনে করছেন কোচ ইগর স্টিমাচ। স্টিমাচ বললেন “ফিজিক্যালি বা মেন্টালি আমরা কোন জায়গাতেই ওদের থেকে এগিয়ে যেতে পারিনি। অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিতে নিয়েছে প্রতিপক্ষ।”

ভারতীয় ফুটবলারদের তুলনায় অনেক আগেই ম্যাচ দখলে নিয়েছিল সকারুরা। আর সেখানেই ম্যাচের রাশ হাতছাড়া হয়েছে বলেই মনে করছেন ভারতীয় দলের কোচ। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরেই হতাশ হতে চান না স্টিমাচ। তিনি বললেন “আমি জানি পরিস্থিতি কতটা কঠিন। দলের ছেলেদের সেইভাবেই আমি তৈরি করেছি।” পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান। স্টিমাচ বললেন “আমি জানি উজবেকিস্তান কতটা শক্তিশালী, তবে আমাদের এখন প্রতিপক্ষকে নিয়ে ভাবার সময় নয়। হাতে তিনদিন রয়েছে, এই সময়টা কাজে লাগিয়ে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে ফেলতে হবে।” কাতারের মাটিতে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া আছে জেনেও এত পরিমাণ সমর্থক মাঠে এসেছেন দেখে খুশি স্টিমাচ। তিনি ভারতীয় সমর্থকদের বললেন দলের পাশে থাকতে।

পরের ম্যাচে ভালো কিছু হবেই। তবে ভারতীয় ফুটবলের উন্নতির গতি নিয়ে যথেষ্ট সন্দিহান ভারতীয় দলের কোচ। তিনি বললেন “আমরা উন্নতি করছি ঠিকই তবে এখনও অনেক দেশের থেকে পিছিয়ে আছি। অনেকেই অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের বদলে ফেলছে। আমাদেরকেও সেই গতির সাথে তাল মেলাতে হবে।” তবে অদুর ভবিষ্যতে ভারতীয় ফুটবল যে সাফল্যের সরণীতে আসবে একথা বিশ্বাস করেন ইগর স্টিমাচ। এখন দেখার আগামী দুটি ম্যাচে স্টিমাচের হাত ধরে জয়ের সরণীতে ফিরতে পারে কিনা ভারতীয় দল!

আন্তর্জাতিক ফুটবল

FIFA WORLD CUP QUALIFIERS: জয়ে ফিরল আর্জেন্টিনা। আবারও ড্র ব্রাজিলের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। আর সেখানেই গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে। তবে ঘরের মাঠে পেরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল দল। মেসির বাড়ান বল থেকে লাওতারো মার্টিনেজের করা গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। অপরদিকে আবারও আটকে গেল দোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল।

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বেশিই ছিল আর্জেন্টিনা দলের। বল পজেশন থেকে শুরু করে বিপক্ষের গোল লক্ষ্য করে শট, সবেতেই এগিয়ে ছিল মেসি, মার্টিনেজরা। অপরদিকে ম্যাচে সেরম দাগ কাটতে পারেনি পেরুর ফুটবলাররা। তবে পেরুর গোলের দিকে লক্ষ্য করে অনেক শট নিলেও গোল মুখ খুলতে বার বার ব্যার্থ হচ্ছিলেন আর্জেন্টিনা ফুটবলাররা। অবশেষে ম্যাচের ৫৫ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে আসা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে যান লাওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

অন্যদিকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের আরেক ম্যাচে আবারও ড্র করল ব্রাজিল। ম্যাচের প্রথম গোলটি করেন উরুগুয়ের মাঝমাঠের ফুটবলার ফেদে ভালভের্দে। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে যান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেকাওদের। ম্যাচের ৬২ মিনিটে গার্সনের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে সমতায় ফিরলেও ঘরের মাঠ থেকে জয় তুলে আনতে ব্যার্থ হলেন ভিনিসিয়স, রাফিনহারা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA NATIONS LEAGUE: জয় দিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। জয় পেল ফ্রান্সও…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের গ্রুপের প্রথম স্থানে হ্যারি কেনরা। খেলা ছিল ফ্রান্সেরও। তবে দলে ছিলেননা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবুও ইতালিকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে ইতালি।

গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ইংল্যান্ডের। অপরদিকে ইংল্যান্ড আক্রমণ রুখতে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড দল। সেই রক্ষণাত্মক ফুটবলের কারণে প্রথমার্ধে ইংল্যান্ড আক্রমণকে সামাল দিতে সক্ষম হয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আয়ারল্যান্ডের ফুটবলার লিয়াম স্কেলস। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ইংল্যান্ড এবং এরই পাশাপাশি বাকি ম্যাচে দশ জনে খেলতে হয় ইংল্যান্ডকে। সেই পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তার পর থেকেই শুরু হয় গোলের মহড়া। ৫৫ এবং ৫৮ মিনিটে গোল করে যান অ্যান্থনি গর্ডন এবং কনর গ্যালাঘার। তারপর ম্যাচের ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিসের গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড।

অপরদিকে ইতালির বিরুদ্ধে খেলতে নামার আগে তাদের থেকে তিন পয়েন্টে পিছিয়ে ছিল ফ্রান্স। তাছাড়াও দলে নেই এমবাপের মত ফুটবলার। কিন্তু জয়ের জন্য ফ্রান্সের এই ম্যাচের নায়ক ছিলেন আদ্রিয়েন হাবিয়ঁ। ম্যাচ শুরুর প্রথম ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে ইতালির ফুটবলার গুগলিয়েলমো ভিকারিয়োর আত্মঘাতী গোলে ব্যবধান বারে ফ্রান্সের। যদিও ৩৫ মিনিটে আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসোর গোলে ব্যবধান কমায় ইতালি। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করলেও ফ্রান্সের রক্ষণকে ভাঙতে সক্ষম হননি ইতালি ফুটবলাররা। তবে অপরদিকে ম্যাচের ৬৫ মিনিটে আদ্রিয়েন হাবিয়ঁ নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ফ্রান্সের। ৩-১ গোলে এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA NATIONS LEAGUE: বড় জয় দিয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল পর্তুগাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই কেরিয়ারের ৯০০তম গোলটি সম্পূর্ণ করেছিলেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে এসেও ছুটে চলেছেন নিজের ১০০০তম গোলের দিকে। এবারে নেশনস লিগের ম্যাচে পুরোন সি আর সেভেনকে দেখল ফুটবলবিশ্ব। নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পোলান্ডকে ৫-১ গোলে হারানোর সাথেই করে গেলেন বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল। এছাড়াও গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেটো।

শুক্রবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচটি খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ ছিল লেওয়ানডস্কির দল পোল্যান্ড। দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। কিন্তু এই ম্যাচে একপেশে জয় পেয়েছে পর্তুগাল। প্রথমার্ধে কোনও গোল না এলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তারপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু এখানেই থামেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে থেকে ভেসে আসা একটি বলে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দিয়ে বিশ্বমানের গোল করে গেলেন রোনাল্ডো। এই গোলটি মনে করিয়ে দিল চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে করা তার সেই ঐতিহাসিক গোলটির কথা।

শুধু গোল নয়, এদিনের ম্যাচে রোনাল্ডো বাড়িয়েছেন একটি গোলের বলও। অপরদিকে ম্যাচের ৮০ মিনিটে গোল পান ব্রুনো ফার্নান্দেজ। ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন পেদ্রো নেটো। এছাড়া ৮৮ মিনিটে ডমিনিক মারজুকের গোলে ব্যবধান কমায় পোল্যান্ড। তবে একটি গোল শোধ করলেও, যেই ব্যবধানে পর্তুগাল এগিয়ে ছিল, তা সামাল দেওয়া কোনওভাবেই সম্ভব ছিলনা লেওয়ানডস্কিদের কাছে। অবশেষে এই ম্যাচে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

Continue Reading

Trending