আইএসএল
ISL 2024/25: ঘরের মাঠে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষেই থাকল বেঙ্গালুরু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুক্রবার ঘরের মাঠে শ্রীকান্তীরাভায় পঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের এক নম্বরে নিজেদের স্থান মজবুত করার জন্য এই ম্যাচটি বেঙ্গালুরুর কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে রোশন নাওরেম সিংহের করা একমাত্র গোলে জয় পায় বেঙ্গালুরু।
প্রথম থেকে দুই দলই ভীষণ আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম শট নেন বেঙ্গালুরু ফুটবলার সুরেশ সিং ওয়াংজাম। ১৪ মিনিটে একটি গলমুখী শট নেন পঞ্জাব ফুটবলার পুলগা ভিডালও। তবে অল্পের জন্য সেটি বার উঁচিয়ে চলে যায়। ম্যাচের ১৯ মিনিটে একটি সহজ সুযোগ পেয়ে গেলেও সেখান থেকে গোল তুলে আনতে ব্যর্থ হন রোশন। তারপরে বেশ কয়েকবার গোলমুখী আক্রমণ তুলে আনে পঞ্জাব দলও। তবে কাজের কাজ তারা করতে পারেনি। ম্যাচের ৩২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন বেঙ্গালুরু ডিফেন্ডার চিঙ্গলেনসানা সিং। তারপর ম্যাচের ৪৩ মিনিটে পেরেরা দিয়াজের বাড়ান বল বাঁ পায়ের জোড়ালো শটে জালে জড়িয়ে ১-০ গোলে দলকে এগিয়ে দেন রোশন নাওরেম সিং। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে মাঠ ছাড়েন জেরার্ড জারাগোজার দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেঙ্গালুরু রক্ষণে চাপ শুরু করতে থাকে পঞ্জাব ফুটবলাররা। তবে মাঝে মধ্যে বেঙ্গালুরু ফুটবলাররাও আক্রমণে উঠে আসে। অপরদিকে ম্যাচের ৫৮ মিনিটে জোড়া হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চিঙ্গলেনসানা। এর ফলে দশজনে হয়ে গোটা ম্যাচ খেলতে হয় রাহুল ভেকেদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করে দেয় পঞ্জাব দল। মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে থাকে তারা। ম্যাচের ৭৪ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন পঞ্জাব ফরোয়ার্ড বাকেঙ্গা। তবে দুর্ভাগ্যবশত সেটা বারে লেগে প্রতিহত হয়। তারপরেও আক্রমণের ধার কমায়নি তারা। কিন্তু অপরদিকে রেফারির সঙ্গে অহেতুক তর্কে জড়ানোর ফলে লাল কার্ড দেখতে হয় বেঙ্গালুরুর সাপোর্ট স্টাফকে। অবশেষে রোশনের করা একমাত্র গোলেই এই ম্যাচ জিতে, পাঁচ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরেই থাকল সুনীল ছেত্রীর দল।