Connect with us

ফুটবল

বিতাড়িত স্টিমাচ!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – অবশেষে ছাটাই হলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই কথাটি জানানো হয়েছে। সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা সোমবার একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে স্টিমাচ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শীর্ষকর্তাদের মধ্যে। প্রসঙ্গত ভারতীয় দল, ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে তুলনামূলকভাবে সহজ গ্রুপেই পড়েছিল। তারপরেও স্টিমাচ ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে ব্যর্থ হন। আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও অ্যাওয়ে ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হেরে যায় ভারত। তখনই পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছিল। তবে তারপরে ঘরের মাঠে দীর্ঘ একমাস জাতীয় শিবির করার পরেও, যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় সুনীল ছেত্রী ব্রিগেডকে। এরপরে পরবর্তী পর্বে পৌঁছতে গেলে, কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট আবশ্যক ছিল ভারতের। তবে সেখানেও তারা হেরে যায় এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়। তারপর থেকেই জল্পনা চলছিল তাহলে কি স্টিমাচকে এবারে বরখাস্ত করবে ফেডারেশন? অবশেষে সোমবার সেটাই হল। সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, স্টিমাচকে তাঁরা বরখাস্তের চিঠি পাঠিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত মার্চ মাসে ইগর নিজেই জানিয়েছিলেন ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে না পারলে, তিনি নিজের দায়িত্ব ছেড়ে দেবেন। তবে কুয়েতের বিরুদ্ধে ড্রয়ের পরে তিনি আবার জানিয়েছিলেন কোচের পদে তিনি থাকছেন এবং নিজে থেকে তিনি সরে যাচ্ছেন না। তবে সর্বভারতীয় ফুটবল সংস্থা এবারে নিজেই তাঁকে সরিয়ে দিল। প্রসঙ্গত চুক্তির কারণে স্টিমাচকে ছাঁটাই করতে গেলে অনেক টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ফেডারেশনের। সেই টাকা আদৌ দিতে হয়েছে কিনা সে কথা ফেডারেশনের তরফ থেকে স্পষ্ট করা না হলেও, সূত্র মারফত জানা যাচ্ছে দু’পক্ষের দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসএল

ISL 2024/25: বিগত হার ভুলে ঘরের মাঠেই ঘুরে দাঁড়াতে চাইছেন খালিদ জামিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিগত কিছু ম্যাচ ধরে খারাপ ফর্ম চলছে জামশেদপুর এফসি দলের। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি খালিদ জামিলের দল। শুধু তাই নয়। টানা তিন ম্যাচ মিলিয়ে মোট ১৩টি গোল হজম করেছে জামশেদপুর রক্ষণ। পরবর্তী ম্যাচ তাদের ঘরের মাঠে। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। এবারে সেই ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন জামশেদপুর হেড কোচ খালিদ জামিল এবং ফুটবলার মহম্মদ সানান।

বেশ কিছু ম্যাচ ধরে ছন্দে নেই খালিদ জামিলের দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ব্যাপারে তিনি বলেন, “আমরা ম্যাচ হারছি তবে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের ম্যাচ জিততে হবে। কাজ টা সহজ না হলেও আমরা এই কঠিন কাজটা করার জন্য প্রস্তুত রয়েছি। শেষ তিনটে ম্যাচে আমাদের আক্রমণ থেকে শুরু করে রক্ষণ, মাঝমাঠ সব জায়গাতেই গলদ ছিল। তবে সবাইকেই ভাল ফল করতে হবে আগামী ম্যাচগুলিতে”। বিগত ম্যাচগুলোর ব্যাপারে তিনি বলেন, “আমরা আমাদের বিগত ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তবে আমাদের কাজ হবে গোটা ম্যাচে নিজেদের কাজটা সঠিকভাবে করে যাওয়া যাতে ম্যাচ আমাদের দখলে থাকে”।

এছাড়াও দলের মানসিকতা নিয়ে খালিদ জামিল জানান, “মহামেডান ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের দলের রক্ষণ থেকে আক্রমণ, সকলকেই একজুট হয়ে খেলতে হবে। তাছাড়াও আমরা ঘরের মাঠে খেলব। ফলে সমর্থকদের সমর্থনও আমাদের কাজে দেবে। তাছাড়া দলের চোটগত বিষয়ে তার থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “দলে এখন কোনও চোট সমস্যা নেই। সকল ফুটবলাররা ফিট রয়েছেন এবং পরবর্তী ম্যাচে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন। এছাড়াও লাজার, জর্ডান মারে এবং ঋত্বিক দাসও দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন সারছেন এবং পরবর্তী ম্যাচের জন্য উপযুক্ত রয়েছেন”।

এছাড়াও সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন জামশেদপুর দলের নির্ভরযোগ্য উইঙ্গার মহম্মদ সানান। দল নিয়ে তিনি বলেন, “আমি অনেকগুলি ম্যাচ এই দলের হয়ে খেলেছি এবং নিজেকে আমি একজন দলগত ফুটবলার হিসেবেই দেখি। তবে আগামীকালের ম্যাচের জন্য আমরা সবাই তৎপর রয়েছি এবং ম্যাচটি জিতে লক্ষ্য আমাদের উপরের দিকে উঠে আসা”। তাছাড়া ঘরের মাঠে খেলতে নামবে জামশেদপুর এফসি। যেখানে অনেক সমর্থক উপস্থিত হবেন তাদের প্রিয় দলকে সমর্থন করতে। সেই বিষয়ে সানান বলেন, “আমাদের সমর্থকেরা সত্যিই আমাদের অসাধারণ সমর্থন করছেন গোটা মরশুম জুড়ে। তাদের সমর্থনই আমাদের এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে। আমি চাইব কালকের ম্যাচে সমর্থকেরা বেশি সংখ্যায় মাঠে আসুক এবং আমাদের সমর্থন করুক”।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: দলের খেলায় আশাবাদী বার্তা দিচ্ছেন আন্দ্রে চেরনিশভ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মরশুম আইএসএলে প্রত্যাবর্তন ঘটেছে বাংলার আরেক প্রধান মহামেডান স্পোর্টিংয়ের। তবে মরশুমে যেভাবে সারা জাকিয়ে শুরু করেছিল আন্দ্রে চেরনিশভের দল, সেরকমভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সাদা-কালো ফুটবলাররা। গত ম্যাচে ঘরের মাঠে এক গোলে এগিয়ে থেকেও শেষের দিকে সুনীল ছেত্রীর জোড়া গোলে ম্যাচ হারতে হয়েছিল মহামেডানকে। যদিও দলের এরম খেলায় খুব একটা চাপ নিতে চাইছেন না আন্দ্রে চেরনিশভ। আগামী ম্যাচে তারা খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এবারে সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে নিজের ভাবমূর্তি জানিয়ে গেলেন তিনি।

সোমবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং। তার আগে দল নিয়ে আন্দ্রে চেরনিশভ বলেন, “কয়েকটা ম্যাচে ভাল ফল না করতে পারলেও আমরা ভাল খেলেছি। আমরা আইএসএলে প্রথমবার খেলছি এবং সেরম একটা প্রস্তুতির সুযোগও আমরা পাইনি। বেশি প্রস্তুতি ম্যাচও আমরা খেলতে পারিনি। আমার দলে যথেষ্ট ভাল মানের ফুটবলার রয়েছে। তবে ওরা একসঙ্গে বেশিদিন খেলেনি বলেই এই সমস্যা হচ্ছে”। তিনি আরও বলেন, “আইএসএলে প্রথম এসেই সেরা চারে বা সেরা পাঁচে থাকাটা সম্ভব নয় কখনোই। তাহলেও আমরা শুরুটা ভালই করেছিলাম। অনুশীলন ম্যাচে আমাদের কয়েকজন ফুটবলার ভাল খেললেও আমাদের প্রধান সমস্যা হল গোলের সুযোগ তৈরি করেও সেখান থেকে গোল করতে না পারা। কিছু ম্যাচ ভাল ফুটবল খেলার পর একটা ম্যাচে খারাপ ফল হয়েই থাকে। তবে আমরা পরিশ্রম করছি এবং ছন্দে ফেরার চেষ্টা করছি”।

পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, “জামশেদপুর যথেষ্ট ভাল দল। তাদের দলে একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। তারাও শুরুটা ভাল করার পর হঠাৎই খেই হারিয়ে ফেলেছে। ফুটবলে এ রকম হয়ে থাকে। এর আগে তারা মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার মত দলকে হারিয়ে এসেছে। তবে প্রতিটা দলেরই একটা খারাপ সময় আসে উদাহরণ হিসেবে সবার সামনেই রয়েছে বিশ্বফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির ফর্ম। তবে জামশেদপুর দলের সময় ভাল না গেলেও তারা কতটা শক্তিশালী দল, সেটা আমরা ভালোমতই জানি। শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমাদের সেরাটা দিয়ে এই ম্যাচে খেলতে হবে”।

এছাড়াও আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহামেডান ফুটবলার জুডিকা। তিনি বলেন, “দল যদি পরপর ম্যাচ হারে তাহলে ফুটবলারদের পক্ষে সেটা সহ্য করা কঠিন হয়ে ওঠে। তবে আমাদের দলের খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সকলেই আমাদের মানসিকভাবে অনেক সাহায্য করছে। আমাদের লক্ষ্য লড়াই করে ফিরে আসা। আমরা অনেকেই ভিন্ন দেশ বা রাজ্য থেকে একটা দলে খেলতে আসি। সেই জন্য একটা ভাল ফল পেলেই সবাই আবার একজুট হয়ে ওঠে। প্রতিপক্ষ যথেষ্ট ভাল দল এবং আমরা তাদের শ্রদ্ধা করি। জামশেদপুর দলে একজন খুবই অভিজ্ঞ কোচ রয়েছেন। ফলে আমাদের এখন লক্ষ্যই রয়েছে পরবর্তী ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে ফুটবল খেলে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনা”।

Continue Reading

ফুটবল

ILEAGUE 2024/25: জয়ের ধারাকে বজায় রাখতে চায় ইন্টার কাশি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইলিগের প্রথম ম্যাচে কল্যানী স্টেডিয়ামে জয় পেয়েছে ইন্টার কাশি দল। যেখানে প্রতিপক্ষ ছিল তাদের এই মরশুম প্রথমবারের জন্য প্রথম ডিভিশন আইলিগে উত্তীর্ণ হওয়া স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। সেই ম্যাচে এডমুন্ড লালরিনডিকার করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে প্রথম ম্যাচ জিতে আইলিগ অভিযান শুরু করে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশি দল।

প্রথম ম্যাচে জয় পেলেও হবাসের পরবর্তী লক্ষ্য এই জয়ের ধারাকে বজায় রাখা। অপরদিকে প্রথম ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার কাশি। আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে দিল্লী এফসির বিরুদ্ধে। এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের জয়ের মানসিকতা পরিষ্কার জানিয়ে গেলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, “দিল্লী এফসি কঠিন প্রতিপক্ষ হলেও আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ জেতার”।

অপরদিকে গত শনিবার মরসুমের প্রথম ম্যাচে নামধারী এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে দিল্লী এফসি। ফলে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। তাছাড়াও ইন্টার কাশির বিরুদ্ধে ম্যাচটা খুব একটা সহজ হবেনা দিল্লী এফসির কাছে। ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতে ভাল ছন্দে রয়েছে হাবাসের দল। এছাড়াও অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে দিল্লী এফসি। তবে সেইসব বিষয় নিয়ে ভাবছেন না দিল্লী এফসি কোচ ইয়ান ল। তিনি বলেছেন, “ইন্টার কাশির মতো দলের বিরুদ্ধে খেলাটা বরাবরই একটা কঠিন লড়াই। ইতিমধ্যে তারা প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছে। তবে আমরাও আমাদের পর্যাপ্ত অনুশীলন করেছি”।

যদিও এর আগেরবার আইলিগে এই দিল্লী এফসিকে ২-০ গোলে পরাজিত করেছিল ইন্টার কাশি দল। তবে সেটা গত মরশুমে। এই মরশুম বদল এসেছে দুই দলেই। এবারে দেখার দুই কোচের মনস্তাত্ত্বিক লড়াইয়ে কোন দল জয় তুলে নিতে সফল হয়।

Continue Reading

Trending