ফুটবল

বিতাড়িত স্টিমাচ!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – অবশেষে ছাটাই হলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই কথাটি জানানো হয়েছে। সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা সোমবার একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে স্টিমাচ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শীর্ষকর্তাদের মধ্যে। প্রসঙ্গত ভারতীয় দল, ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে তুলনামূলকভাবে সহজ গ্রুপেই পড়েছিল। তারপরেও স্টিমাচ ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে ব্যর্থ হন। আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও অ্যাওয়ে ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হেরে যায় ভারত। তখনই পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছিল। তবে তারপরে ঘরের মাঠে দীর্ঘ একমাস জাতীয় শিবির করার পরেও, যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় সুনীল ছেত্রী ব্রিগেডকে। এরপরে পরবর্তী পর্বে পৌঁছতে গেলে, কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট আবশ্যক ছিল ভারতের। তবে সেখানেও তারা হেরে যায় এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়। তারপর থেকেই জল্পনা চলছিল তাহলে কি স্টিমাচকে এবারে বরখাস্ত করবে ফেডারেশন? অবশেষে সোমবার সেটাই হল। সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, স্টিমাচকে তাঁরা বরখাস্তের চিঠি পাঠিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত মার্চ মাসে ইগর নিজেই জানিয়েছিলেন ভারতকে তৃতীয় রাউন্ডে নিয়ে যেতে না পারলে, তিনি নিজের দায়িত্ব ছেড়ে দেবেন। তবে কুয়েতের বিরুদ্ধে ড্রয়ের পরে তিনি আবার জানিয়েছিলেন কোচের পদে তিনি থাকছেন এবং নিজে থেকে তিনি সরে যাচ্ছেন না। তবে সর্বভারতীয় ফুটবল সংস্থা এবারে নিজেই তাঁকে সরিয়ে দিল। প্রসঙ্গত চুক্তির কারণে স্টিমাচকে ছাঁটাই করতে গেলে অনেক টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ফেডারেশনের। সেই টাকা আদৌ দিতে হয়েছে কিনা সে কথা ফেডারেশনের তরফ থেকে স্পষ্ট করা না হলেও, সূত্র মারফত জানা যাচ্ছে দু’পক্ষের দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version